স্বর্ণা আখতার
লিঙ্ক বিল্ডিং এস ই ওর গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম যার মাধ্যমে ওয়েব সাইট এর ভিজিটর বৃদ্ধির পাশাপাশি গুগল এ এর রাঙ্ক বৃদ্ধিতেও কাজ করা যায়। সর্বোপরি ভাবে বলা যায়, লিঙ্ক বিল্ডিং শুধুমাত্র ওয়েবসাইট এর জনপ্রিয়তা বৃদ্ধিতেই সহায়তা করে।
কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন
লিঙ্ক বিল্ডিং এর বিভিন্ন নিয়ম-কানুন বা পদ্ধতি প্রচলিত আছে। নিচে কিছু পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল,
- ওয়েবসাইট কে বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিট করুন। তবে কোন অটোম্যাটিক উপায় অবলম্বন করবেন না এতে গুগল আপনার রাঙ্ক কমিয়ে দিতে পারে।
- অনেক মুক্ত ডিরেক্টরি আছে যেমন, “dmog.org, yahoo.com” এগুলোতে আপনার সাইটটিকে অন্তর্ভুক্ত করুন। যার ফলে অন্যান্য যেসব সার্চ ইঞ্জিন আছে সেগুলোতে আপনার সাইট এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
- আপনার ওয়েবপেজ এর জন্য উন্নত মানের আর্টিকেল লিখুন যা ভিজিটর ধরে রাখতে সহায়তা করবে। এবং যার ফলে, আপনার ওয়েবসাইট এর বাউন্স রেট কম হবে।
- লিঙ্ক বিনিময় কাজে অংশগ্রহণ করুন। যার মাধ্যমে আপনার সাইট এ ভিজিটর বৃদ্ধি পেতে পারে। তবে একপাক্ষিক হলেই বেশি ভাল হয়।
- আপনার সাইট এর জনপ্রিয়তা বৃদ্ধিতে ফোরামগুলোতে সিগনেচার হিসাবে আপনার লিঙ্ক রেখে আসতে পারেন ।
- বুকমারকিং সাইটগুলোতে আপনার সাইট এর লিঙ্ক সাবমিট করতে পারেন।
- ব্লগিং সাইটগুলোতে ভাল মানের আর্টিকেল লিখতে পারেন এবং সেখানে আপনার সাইটএর লিঙ্ক বিজ্ঞাপন হিসাবে দিতে পারেন।
- সবসময় আপনার সাইট এর ভিজিটরদের ভাল মানের সেবা সরবরাহ করুন এবং তাদেরকে ব্যাস্ত রাখার চেষ্টা করুন।
লিঙ্ক বিল্ডিং এ আরও কিছু উপায় আছে কিন্তু সেগুলোতে আপনাকে অর্থ খরচ করতে হতে পারে। এমন কিছু পদ্ধতি হল,
- কিছু উচ্চ মানে ওয়েব সাইট কিনুন যেগুলোতে আপনি আপনার লিঙ্কগুলোকে রেখে আসতে পারবেন।
- গুগল এডওয়ার্ড এ যোগ দিতে পারেন। এর মাধ্যমে আপনার সাইট এর ভিজিটর নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে পারে।
পরিশেষে বলা যায় যে, ওয়েব সাইটএর ভিজিটর বৃদ্ধিতে লিঙ্ক বিল্ডিং অনেক অবদান রাখে। এস ই ওর অনেক পদ্ধতি প্রচলিত থাকলেও লিঙ্ক বিল্ডিং এ একমাত্র উপায় যেটা দীর্ঘমেয়াদি জনপ্রিয়তা বয়ে আনতে কাজ করে থাকে।