jQuery ট্রাভার্সিং-ফিল্টারিং । JQuery Traversing – Filtering

লিখেছেন সুদীপ্ত সাহা

 

জেক্যুয়েরি ট্রাভার্সিং – ফিল্টারিং

ইলিমেন্টের ন্যারো-ডাউন সার্চ

বহুল ব্যবহৃত তিনটি প্রাথমিক ফিল্টারিং মেথড হল first(), last() এবং eq()। এগুলো ব্যবহার করে অনেক ইলিমেন্ট থেকে কোন নির্দিষ্ট ইলিমেন্টকে অবস্থান অনুযায়ী খুঁজে বের করা সম্ভব।

অন্যান্য ফিল্টারিং মেথড যেমন filter() এবং not() এগুলো ব্যবহার করে ইলিমেন্টকে খুঁজে বের করে যায় যা কখনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে ঠিকভাবে মিলে আবার কখনো মিলে না।

 

জেক্যুয়েরি first() মেথড

first() মেথড কোন নির্দিষ্ট ইলিমেন্টের প্রথম উপাদানকে (এলিমেন্টকে) রিটার্ন করে।
নিচের উদাহরণটি কোন <div> এর প্রথম <p> ইলিমেন্টকে সিলেক্ট করেঃ


$(document).ready(function(){
    $("div p").first();
});

ফলাফল : first()

জেক্যুয়েরি last() মেথড

last() মেথড কোন নির্দিষ্ট ইলিমেন্টের শেষ উপাদানকে (এলিমেন্টকে) রিটার্ন করে।
নিচের উদাহরণটি কোন <div> এর শেষ <p> ইলিমেন্টকে সিলেক্ট করেঃ


$(document).ready(function(){
    $("div p").last();
});

ফলাফল : last()

 

জেক্যুয়েরি eq() মেথড

eq() মেথড কোন নির্দিষ্ট ইলিমেন্টের নির্দিষ্ট ইনডেক্স নাম্বার অনুযায়ী উপাদানকে রিটার্ন করে।

ইনডেক্স নাম্বার সবসময় ০ থেকে শুরু হয়, তাই প্রথম উপাদানের ইনডেক্স নাম্বার হবে ০, ১ নয়।

নিচের উদাহরণটি <p> এর দ্বিতীয় ইলিমেন্টকে সিলেক্ট করে (ইনডেক্স নাম্বার ১)


$(document).ready(function(){
    $("p").eq(1);
});

ফলাফল : eq()

 

জেক্যুয়েরি filter() মেথড

filter() মেথডের সাহায্যে আপনি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ঠিক করে দিতে পারবেন। যেই উপাদানগুলো বৈশিষ্ট্যের সাথে মিলবে না সেগুলো সিলেকশন থেকে বাদ পড়বে এবং যেগুলো মিলবে সেগুলো রিটার্ন করবে।

নিচের উদাহরণটি <p> এর যেসকল উপাদান “intro” ক্লাসের অন্তর্ভুক্ত সেগুলো রিটার্ন করেঃ


$(document).ready(function(){
    $("p").filter(".intro");
});

ফলাফল : filter()

 

জেক্যুয়েরি not() মেথড

not() মেথড সেই উপাদানগুলো রিটার্ন করবে যেগুলো বৈশিষ্ট্যের সাথে মিলবে না।

ইঙ্গিতঃ not() মেথড হল filter() মেথডের বিপরীত

নিচের উদাহরণটি <p> এর যেসকল উপাদান “intro” ক্লাসের অন্তর্ভুক্ত নয় সেগুলো রিটার্ন করেঃ


$(document).ready(function(){
    $("p").not(".intro");
});

ফলাফল : not()