জেনে নিন প্রয়োজনীয় কিছু বিশেষ এইচটিএমএল কোড

জেনে নিন প্রয়োজনীয় কিছু বিশেষ এইচটিএমএল কোড :

বর্তমান পৃথিবী হচ্ছে প্রযুক্তির বিশ্ব আর এই প্রযুক্তির বিশ্বে আর সব কিছু আমরা হাত বাড়ালেই পেয়ে যাই যেকোন মূহুর্তে যেকোন স্থানে। আর তাই এই বর্তমান পৃথিবী আরেক নামে ডাকা হয় ডিজিটাল পৃথিবী বলে। ডিজিটাল পৃথিবীর সবচেয়ে প্রধান অংশটির নাম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের ফলে সমস্ত বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আর ইন্টারনেটের প্রধান অংশ হচ্ছে ওয়েব সাইট। সমস্ত বিশ্বব্যাপী ওয়েব সাইট সমূহ জালের মতো বিস্তার করে আছে। আমাদের হয়তো এটার অনেকেরই ধারনা আছে যে একটি প্রকৃত ওয়েব সাইট তৈরির জন্য এইচটিএমএল বিষয়ে জানা অনেক গুরুত্ব পূর্ন বিষয়। আজকে আমি আপনাদের এইচটিএমএল এর কয়েকটি প্রয়োজনীয় কোড নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করবো।
সাধারনত অক্ষরকে বোল্ড বা মোটা করার জন্য এইচটিএমএলে দুটি সহজ পদ্ধতি আছে, যথা:
<p style="font-weight:bold;">font-weight: bold</p>
<p style="font-weight:100;">font-weight: 100</p>
বিভিন্ন টেবিলে ব্যাকগ্রাউন্ড colure দেয়ার জন্য এইচটিএমএলে ব্যবহার করা হয় এ ধরনের ট্যাগ:
<table style="background-color:#FFFFE0;">
টেবিলটির হিডারে জন্য নিচের কোডটি অতি সহজে ব্যবহার করা যেতে পারে:
<th>Table Header</th><th>Table Header</th>
টেবিলের মাঝে সেলের পরিবর্তনের জন্য এই কোডটি ব্যবহার করা যেতে পারে:
<td>Table cell 1</td><td>Table cell 2</td>

এইচটিএমএলের সাহায্যে লিংকের সাথে বিভিন্ন ছবি ট্যাগ করার জন্য আমরা নিচের প্রচলিত কোডগুলো ব্যবহার করতে পারি।
<a href="http://www.travel-explorer.com/boracay-philippines/ target="_blank"><img src="http://www.html.am/images/html-codes/links/boracay-white-beach-sunset-300x225.jpg
সাধারনত ছবির পরিমাপ সহজে ধাবাহিক সুবিন্যস্ত করার জন্য নিচের কোডটি একই সাথে ব্যবহার করা যায়:
width="300" height="225"/></a>

ওয়েব সাইটে মূলত এইচটিএমএলের সাহায্যে টেক্সট বক্স বসানোর কোডটি এরকম হয়:
<textarea>This is where the user can enter text...</textarea>

সুতরাং আজ আমরা এইচটিএমএলের প্রয়োজনীয় কয়েকটি কোড সম্পর্কে জানলাম। আশাকরি কোডগুলো এইচটিএমএল কোড সাজাতে আপনাদের সহায়তা করবে। সুতরাং চেষ্টা করুন বারবার।

2. আমি এই ওয়েব সাইট থেকে বিষয় বেছে নিয়েছি:
http://salearningschool.com