কম্পিউটার স্ক্রীন এবং ওয়েবক্যাম থেকে কিভাবে স্ক্রীন শট নিবেন অথবা কিভাবে ভিডিও টিউটরিয়াল বানাবেন ?

1. MD. ANISUR RAHMAN EMON
কম্পিউটার স্ক্রীন এবং ওয়েবক্যাম থেকে কিভাবে স্ক্রীন শট নিবেন অথবা কিভাবে ভিডিও টিউটরিয়াল বানাবেন ?

আপনি হয়তো কোন বিষয়ে অভিজ্ঞ এবং চাইছেন বিষয়টার উপর একটা ভিডিও টিউটরিয়াল তৈরি করবেন অথবা আপনি কোন একটা অনলাইন কাজ শেষ করার পর তার একটা ডকুমেন্ট রাখতে চাইছেন। এই কাজ গুলো আপনি খুব সহজেই করতে পারবেন Greenshot এবং dvdvideosoft নামক দুইটি সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যার দুটি দিয়ে আপনি ডেস্কটপ এবং ওয়েবক্যাম দুই জায়গা থেকেই স্ক্রীনশট নিতে পারবেন। এই সফটওয়্যার এর ভিডিও এডিটিং ফিচার গুলোও চমৎকার।

নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হলঃ
১। ফ্রী স্ক্রীনশট সফটওয়্যার ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
http://sourceforge.net/projects/greenshot/?source=pdlp#screenshots

২। ফ্রী স্ক্রীন ভিডিও রেকর্ডার ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
http://www.dvdvideosoft.com/products/dvd/Free-Screen-Video-Recorder.htm#.UwxXN_vLGe0
৩। যারা ল্যাপটপ ব্যাবহার করেন তারা windowskey+Fn এক সাথে চেপে ধরে PrntScr চাপুন। তাহলেই আপনার স্ক্রীন শট পেয়ে যাবেন।

2. http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1362