ল্যাপটপ এর মান যাচাই

ল্যাপটপ এর মান যাচাই

ল্যাপটপ এর মান পরীক্ষা করতে এবং তা সম্পরকে নিশ্চিত হতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কিছু পরীক্ষা করে থাকে। এখানে আমি কিছু সাধারন পরীক্ষার কথা বলব।
১) প্রতিদিন ব্যবহারঃ ল্যাপটপ প্রতিদিন বিভিন্ন অবস্থায় ব্যবহার করা হয়, এমনকি অনেক সময় ধরেও ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রতিদিনের কাজে ল্যাপটপ এর কর্মক্ষমতা সম্পরকেও নিশ্চিত হওয়া যায়।
২)নিম্ন তাপমাত্রায় পরীক্ষাঃ নিম্ন তাপমাত্রায় ল্যাপটপ রেখে ও ব্যবহার করে এর কর্মক্ষমতা পরীক্ষা করা হয়। এর মাধ্যমে নিম্ন তাপমাত্রায় এর ক্রিয়া সম্পরকে জানা যায়।
৩)উচ্চ তাপমাত্রায় পরীক্ষাঃ ল্যাপটপ কে উচ্চ তাপম্মাত্রায় রেখে এর কর্মক্ষমতা পরীক্ষা করা হয়। এক্ষেত্রে সহনীয় তাপমাত্রা ব্যবহার করা হয়।
৪)জীবনকাল পরীক্ষাঃ ল্যাপটপ এর আয়ু নির্ধারণ করতে পরীক্ষা করা হয়। টানা কয়েক সপ্তাহ যেমন ৬-৭ সপ্তাহ ধরে ব্যবহার করে এর নির্ভরযোগ্যতা পরীক্ষা করা হয়।
৫) দুর্ঘটনামূলক পরীক্ষাঃ ল্যাপটপ পরে গেলে বা বিভিন্ন ছোট দুর্ঘটনায় এর ক্ষয় ক্ষতি পর্যালোচনা করা হয়।
৬) চাপ এর পরীক্ষাঃ ল্যাপটপ এর এলসিডি পর্দার পিছে চাপের ফলে এর ক্ষয় ক্ষতি দেখা হয়।
৭)বল এর পরীক্ষাঃ ল্যাপটপ এর উপর দুবার বা তিনবার বল প্রয়োগ করে এর অবস্থা পর্যালোচনা করা হয়।
৬) ব্যাটারি পরীক্ষাঃ ল্যাপটপ এর ব্যাটারি কতদিন পর্যন্ত টিকবে এবং চার্জ দেয়া অবস্থায় কতক্ষন চলতে পারে তাও পরীক্ষা করা হয়ে থাকে।

http://sitestree.com/quality-testing-for-laptops/