Tag Archives: Media

ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক : ট্রান্সমিশন মিডিয়া (DCN – Transmission Media)

Huge Sell on Popular Electronics

রিদওয়ান বিন শামীম

 

ট্রান্সমিশন মিডিয়া হল কম্পিউটার নেটওয়ার্কের যোগাযোগের বস্তুগত মাধ্যম।

 

চৌম্বক মাধ্যম

নেটওয়ার্কের সৃষ্টিরও আগে থেকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তর ও সংরক্ষণের জন্য চৌম্বক মাধ্যম ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান যুগের দ্রুতগতির ইন্টারনেটের তুলনায় একটু পুরনো ফ্যাশনের হলেও, বিশাল আকারের ডাটার ক্ষেত্রে এখনও চৌম্বক মাধ্যম চলছে।

 

টুইস্টেড পেয়ার ক্যাবল

টুইস্টেড পেয়ার ক্যাবল একক মাধ্যম থেকে দুটো প্লাস্টিকে মোড়ানো তামার তার যা পরস্পরের উপর জড়ানো থাকে। একটি তার মূল সিগন্যাল বহন করে, অন্যটি গ্রাউন্ড রেফারেন্সের জন্য ব্যবহৃত হয়। টুইস্টগুলো নয়েজ ও ক্রসটক কমায়(তাড়িতচৌম্বক ইন্টারফেরেন্সের জন্য)। দুই ধরণের টুইস্টেড পেয়ার ক্যাবল হয়,

টুইস্টেড পেয়ার ক্যাবল

  • শিল্ডেড টুইস্টেড পেয়ার(এসটিপি)ক্যাবল।
  • আনশিল্ডেড টুইস্টেড পেয়ার(ইউটিপি) ক্যাবল।

 

কোএক্সিয়াল ক্যাবল

কোএক্সিয়াল ক্যাবলে তামার দুটি তার থাকে, মূল তারটি কেন্দ্রে থাকে, এটি নিরেট কন্ডাক্টর দিয়ে তৈরি। মূল অংশটি ইন্সুলেটর মোড়ানো আবরণ দিয়ে আলাদা করা, এটি একটি প্লাস্টিকের আবরণ দিয়ে আবৃত।সেই আবরনের উপরে দ্বিতীয় তারটি জড়ানো থাকে। এর উপরেও ইন্সুলেটর মোড়ানো আবরণ থাকে। পুরো জিনিসটি প্লাস্টিকের আবরণ দ্বারা জড়ানো থাকে। এর কাঠামোগত কারণে এটি টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল বহন করতে পারে।

কোএক্সিয়াল ক্যাবল

 

পাওয়ার লাইন

পাওয়ার লাইন কমুনিকেশন লেয়ার-১ প্রযুক্তি যা ডাটা সিগন্যাল ট্রান্সমিট করতে পাওয়ার ক্যাবল ব্যবহার করে। পাওয়ার লাইন কমুনিকেশনে তারের মাধ্যমে মডিউলেটেড ডাটা প্রেরণ করা হয়। অপর প্রান্তের গ্রহীতা সেই ডাটাকে ডিমডিউলেটেড করে ইন্টারপ্রেট করে। দুই ধরণের পাওয়ার লাইন পাওয়া যায়,

  • সরু ব্যান্ডের পিএলসি এবং
  • ব্রডব্যান্ড পিএলসি

 

ফাইবার অপটিক্স

ফাইবার অপটিক্স আলোর গুণাবলী অনুসারে কাজ করে। ক্রান্তিকোণে আলো পরলে তা ৯০ ডিগ্রি কোণে প্রতিফলিত হয়। এই মূলনীতি ফাইবার অপটিক্সে কাজে লাগানো হয়। ফাইবার অপটিক্সের মূল(কোর)অংশকে উচ্চ মানের কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়। এর ভিতর দিয়ে আলো প্রবাহিত হয়, অন্য প্রান্তে সেই নিঃসৃত আলোর স্ট্রিমকে বৈদ্যুতিক ডাটায় পরিণত করা হয়। এটি সবচেয়ে বেশি গতির মাধ্যম। একক মোড ফাইবার ও বহু মোড ফাইবার, এই দুই প্রকার ফাইবার একাজে পাওয়া যায়। ফাইবার অপটিক্স একমুখী ও দ্বিমুখী এই দুই প্রকারের সক্ষমতা সম্পন্ন হতে পারে।

ফাইবার অপটিক্স

 

সিএসএস মিডিয়া টাইপস (CSS Media Types)

Huge Sell on Popular Electronics

মৃত্যুঞ্জয় বিশ্বাস

 
এই @media পদ্ধতি ব্যবহার করে, একটি ওয়েবসাইট এর স্কৃণ্, মুদ্রণ, মোবাইল ফোন, ট্যাবলেট ইত্যাদি জন্য একটি ভিন্ন লেআউট করতে পাড়বো।

মিডিয়ার ধরন সমূহ

কিছু CSS এর বৈশিষ্ট্য শুধুমাত্র একটি নির্দিষ্ট মিডিয়া জন্য ডিজাইন করা হয়। উদাহরণস্বরূপ "voice-family" বৈশিষ্ট শ্রবণেন্দ্রিয় সংক্রান্ত ব্যবহারকারী এজেন্ট এর জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য বেশ কয়েকটি বৈশিষ্ট্য বিভিন্ন মিডিয়া ধরনের জন্য ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, "font-size" বৈশিষ্ট স্কৃণ্ এবং প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদিও এর বিভিন্ন ব্যবহার আসে। একটি নথিতে সাধারণত কাগজ থেকে একটি স্কৃণ্ এ বড় ফন্টের প্রয়োজন হয়। sans-serif ফন্ট এর মাধমে স্কৃণ্ এ সহজে পড়তে পারা যায় , যদিও কাগজেও সহজে পড়া যায়।

 

@ মিডিয়া রুল সমূহ

এই @media রুল, একই স্টাইল শীট এ বিভিন্ন মিডিয়ার জন্য বিভিন্ন নিয়ম তৈরি করে। উদাহরণস্বরূপ এই স্টাইল এ নীচের ব্রাউজার এর বর্ণনাই একটি ১৪14 পিক্সেল Verdana ফন্ট এর স্কৃণ্ প্রদর্শন করা হল। যদি পাতাগুলো প্রিন্ট করা হয়। তবে এটি একটি ২০20 পিক্সেল ফন্ট এবং লাল রঙের হবে।

উদাহরণঃ


@media screen {
      p {
      font-family: verdana,sans-serif;
      font-size: 14px;
      }
 }
@media print {
      p {
      font-size: 20px;
      color: red;
      }
 }

 

নীচে অন্যান্য মিডিয়া ধরন সম্পর্কে আলোচনা করা হলঃ

  1. all= সবধরনের মিডিয়া ডিভাইসের জন্য ব্যবহৃত হয়।
  2. aural= এটি বক্তৃতা এবং শব্দ synthesizers জন্য ব্যবহৃত হয়।
  3. braille= ব্রেইল স্পৃশ্য প্রতিক্রিয়া ডিভাইসের জন্য ব্যবহৃত হয়।
  4. embossed= পেজড ব্রেইল প্রিন্টার জন্য ব্যবহৃত করা হয়।
  5. handheld= এটি ছোট বা হ্যান্ডহেল্ড ডিভাইসের জন্য ব্যবহৃত হয়।
  6. print= প্রিন্টার জন্য ব্যবহৃত হয়।
  7. projection= প্রোজেক্ট উপস্থাপনা জন্য ব্যবহৃত হয়, সাদারনত স্লাইডের মত।
  8. screen= কম্পিউটার পর্দা জন্য ব্যবহৃত হয়
  9. tty= Teletypes এবং টার্মিনালের মত, যা মিডিয়ার নির্দিষ্ট পিচ প্রকৃতির গ্রিড এ ব্যবহার করা হয়।
  10. tv= টেলিভিশন -টাইপ ডিভাইসের জন্য ব্যবহৃত হয়।