Tag Archives: Graphics Template

গ্রাফিক্স টেমপ্লেট বিক্রির আদ্যোপ্রান্ত : How to sell Graphics Templates

Huge Sell on Popular Electronics

গ্রাফিক্স টেমপ্লেট বিক্রির আদ্যোপ্রান্ত

সিরাজুম মুনীর গালিব

ফ্রিল্যান্সিং এর লক্ষ্য নিয়ে যারা গ্রাফিক্স ডিজাইন শেখেন তাদের সবারই মূল লক্ষ থাকে ওডেস্ক বা ইল্যান্সের মত সাইটে চুক্তিতে ডিজাইন তৈরী করার। কিন্তু নতূনদের জন্য ৫ থেকে ৬ মাস কোন চুক্তিতে আসাটাই যে বড় চ্যালেন্জ। তাই প্রশ্ন জাগা স্বাভাবিক এই দীর্ঘ সময় তারা কি বসে থাকবে? উত্তরটা হল না। বরং তারা ৯৯ ডিজাইনের মত সাইটগুলোতে ডিজাইন কনটেস্টে অংশগ্রহন করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহন পর্যন্তই করতে হয়। কারন এক্ষেত্রে অনেক ভালো ডিজাইনারদের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামতে হয়। তাই কনটেস্টে জেতাটাও বেশ কঠিন। কিন্তু নতূনরাও একেবারে খারাপ ডিজাইন করে না। বরং কনটেস্টের বাইরে তাদের ডিজাইন দেখলে হয়ত অনেকেরই পছন্দ হতে পারে। আর এজন্যই কনটেস্ট শেষে যেসব ডিজাইন ছুড়ে ফেলতেন সেগুলো টেমপ্লেট আকারে বিক্রি করে দিতে পারলে মন্দ কি? আজকের পোস্টে সেইসব বিষয়েই আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক।
*#প্রথমেই জানা দরকার ডিজাইন টেমপ্লেট কি?

একটি বিজনেস কার্ডের কথা চিন্তা করুন। সাধারণত ক্লায়েন্ট আপনাকে তার নাম ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য দেবেন আর আপনি সেইসব তথ্য নিয়ে ক্লায়েন্টের রুচির সাথে মিল রেখে এর ডিজাইন করবেন। কিন্তু নির্দিষ্ট কোন ক্লায়েন্টের তথ্য ছাড়াই কাল্পনিক কোন নাম দিয়ে বিশেষ থিমের উপর একটি ডিজাইন করুন। এবারে এটিকে বাজারে ছেড়ে দিন। কারো পছন্দ হলে তিনি তা কিনে নেবেন এবং এডিট করে কাল্পনিক নামের জায়গায় নিজের নাম ঠিকানা বসিয়ে প্রিন্ট করে নেবেন। কাল্পনিক নামের উপর ভিত্তি করে তৈরি করা এই বিজনেস কার্ডটিই একটি গ্রাফিক্স টেমপ্লেট।
*#কি কি টেমপ্লেট বিক্রি করা যায়?

সাধারনত সব ধরনের প্রিন্ট ডিজাইন যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রাশিউর, লোগো, পার্সোনাল রিজিউম, টি-শার্ট ইত্যাদি। তবে যেসব মার্কেটপ্লেসে গ্রাফিক্স টেমপ্লেট বিক্রি হয় সেখানে ওয়ার্ডপ্রেস থিম, ফটোশপ অ্যাকশন এবং ফন্টসহ আরো অনেক কিছুই বিক্রি করা যায়।

*# কোথায় টেমপ্লেট বিক্রি করা যায়?

আমি তিনটি মার্কেটপ্লেসের কথা বলব। এই তিনটি ছাড়াও বেশ কয়েকটি মার্কেটপ্লেস রয়েছে কিন্তু পরিচিতি কম থাকায় এসব জায়গায় বিক্রির পরিমাণ কম হতে পারে। তো মার্কেটপ্লেসের কথায় আসি।

১। গ্রাফিক্স রিভারঃ টেমপ্লেট বিক্রির জন্য গ্রাফিক্স রিভারই সবার সেরা। কারন এতি অনেক পুরোনো মার্কেটপ্লেস। এখানে আপনি বিক্রির জন্য কোন কিছু আপলোড করলে প্রতিটি আইটেম রিভিউ করা হয়। রিভিউ করার পর যদি তারা আপনার প্রোডাক্টটিকে মার্কেটপ্লেসের উপোযোগী মনে করে তাহলে অ্যাপ্রুভ করবে এবং এর জন্য একটি উপযুক্ত মুল্য নির্ধারন করে দিবে নতুবা রিজেক্ট করবে। এদের রিজেক্ট আবার দুই ধরনের। প্রথমত সফট রিজেচ্ট করলে আপনি সর্বোচ্চ চারবার সুযোগ পাবেন ফাইলোটি সংশোধন করে পুনরায় আপলোডের জন্য। কিন্তু হার্ড রিজেক্ট করলে তা আর পূনরায় আপলোড করা যাবে না। তবে অন্য কোন আইটেম আপলোড করতে পারবেন। লিংকঃ www.graphicriver.net

২। ক্রিয়েটিভ মার্কেটঃ গ্রাফিক্স রিভারের মত ক্রিয়েটিভ মার্কেটে আপনার প্রতিটি প্রোডাক্টকেই রিভিউ করা হবে না। তাছাড়া মুল্য নির্ধারনের ব্যাপারটাও আপনি নিজের ইচ্ছামত করতে পারেন। কিন্তু এখানে কোন আইটেম আপলোড করার জন্য ওপেন শপ এ ক্লিক করে আবেদন করতে হবে। আর আবেদনের সময় যদি গ্রাফিক্স রিভার কিংবা অন্য কোন মার্কেটপ্লেসে ভালো অবস্থান দেখাতে পারেন তবেই আপনি অ্যাপ্রুভ হতে পারেন নতুবা অ্যাপ্রুভ হওয়া বেশ কষ্টকর। তবে আপনার যদি কোন মার্কেটপ্লেসে ভালো অবস্থান না থাকে তাহলে অন্তত বিহ্যান্স বা ডেভিয়ান আর্টে একটি সাজানো গোছানো পোর্টফলিও তৈরী করে সেটার লিন্ক দিয়ে আবেদন করুন। এতে করে অ্যাপ্রুভ হওয়া কিছুটা সহজ হতে পারে। লিংক www.creativemarket.com

৩। ডিজাইনিং মার্কেটঃ এটি একেবারেই নতুন একটি মার্কেটপ্লেস এবং এখোনো পরিপূর্ণ নয়। তারপরেও শুধুমাত্র একটি কারনেই এটির কথা বলছি আর তা হল এটি আমাদের বাংলাদেশী মারকেটপ্লেস। গত ২১শে ফেব্রুয়ারীতে এটি য্ত্রা শুরু করে। এর নিয়মাবলী গ্রাফিক্স রিভারের মতই। তবে এতে ডিজাইনারদের কমিশন সবচেয়ে বেশি দেয়া হয়। লিংকঃ www.designingmarket.com

সবশেষে বলি এই লেখাটি পড়ে টেমপ্লেট বিক্রি খুব সহজ মনে হতে পারে। কিন্তু এটি বেশ কঠিনই। কারন গ্রাফিক্স রিভারে কোন আইটেম অ্যাপ্রুভ করা খুবই কঠিন। আবার অ্যাপ্রুভ হলেই কেমন বিক্রি হবে সেটাও নিশ্চিত নয়। কিন্তু একেবারে ফেলে দেয়ার চেয়ে বিক্রির চেষ্টা করেই দেখুন। সব প্রোডাক্ট বিক্রি করতে না পারলেও যা করা যায়। আর তাছাড়া এসব সাইটে বাচাই করে অ্যাপ্রুভ করা হয় বলে শুধুমাত্র ভালো ডিজাইনগুলিই চান্স পায়। সেসব ভালো ডিজাইনসমুহ দেখে নিজের ডিজাইনকে আরো উন্নত করতে পারেন। তবে সাবধান! কারো আইডিয়া নকল করতে যাবেন না।

email: galib1992ict@gmail.com