Tag Archives: স্ট্রিং

পাইথন প্রোগ্রামিং : স্ট্রিং (Python Strings in Bangla)

Huge Sell on Popular Electronics

1.10 Python Strings

Accessing Values in Strings

নিচের কোডটি লক্ষ্য করি,


#!/usr/bin/python

var1 = 'Hello World!'
var2 = "Python Programming"

print "var1[0]: ", var1[0]
print "var2[1:5]: ", var2[1:5]

 

উপরের কোডটি রান করালে নিচের ফলাফল প্রিন্ট হবে।


var1[0]:  H
var2[1:5]:  ytho

 

Updating Strings

অন্য একটি স্ট্রিং এর সাথে কোন ভেরিয়েবল এসাইন করে একটি স্ট্রিং কে আপডেট করা যায়। যেমনঃ


#!/usr/bin/python

var1 = 'Hello World!'

print "Updated String :- ", var1[:6] + 'Python'

 

উপরের কোডটি রান করালে নিচের ফলাফল আসবে।


Updated String :- Hello Python

 

Escape Characters

নিচের টেবিলে কিছু Escape Characters দেয়া হল, যেগুলো কখনো প্রোগ্রাম রেসাল্টের প্রিন্টে আসে না। এধরনের Escape Characters ব্যবহার করতে কিছু Backslash notation ব্যবহৃত হয়।

 

Backslash
notation
Hexadecimal
character
Description
\a 0x07 Bell or alert
\b 0x08 Backspace
\cx Control-x
\C-x Control-x
\e 0x1b Escape
\f 0x0c Formfeed
\M-\C-x Meta-Control-x
\n 0x0a Newline
\nnn Octal notation, where n is in the range 0.7
\r 0x0d Carriage return
\s 0x20 Space
\t 0x09 Tab
\v 0x0b Vertical tab
\x Character x
\xnn Hexadecimal notation, where n is in the range 0.9, a.f, or A.F

 

Triple Quotes

Python এ triple quote এর সাহায্যে একাধিক লাইনের স্টেটমেন্ট লেখা হয়। triple quote বোঝাতে তিনটি সিঙ্গেল (’’’) অথবা ডাবল কোটিং (”””) চিহ্ন ব্যবহৃত হয়।


#!/usr/bin/python

para_str = """this is a long string that is made up of
several lines and non-printable characters such as
TAB ( \t ) and they will show up that way when displayed.
NEWLINEs within the string, whether explicitly given like
this within the brackets [ \n ], or just a NEWLINE within
the variable assignment will also show up.
"""
print para_str

 

উপরের কোডটির রেসাল্ট হবে,


this is a long string that is made up of
several lines and non-printable characters such as
TAB (    ) and they will show up that way when displayed.
NEWLINEs within the string, whether explicitly given like
this within the brackets [
 ], or just a NEWLINE within
the variable assignment will also show up.

 

Raw strings ব্যবহার করলে backslash character গুলোর ব্যবহার হয় না। যেমন,


#!/usr/bin/python

print r'C:\\nowhere'

 

উপরের কোডটি চালালে নিচের রেসাল্ট আসবে।


C:\\nowhere


 

Unicode String

Normal strings গুলোকে Python 8-bit ASCII ফরম্যাটে স্টোর করে, কিন্তু Unicode strings গুলো 16-bit Unicode আকারে স্টোর হয়। এর ফলে একটু ভিন্ন ধরনের ক্যারেকটার ব্যবহার করা সম্ভব হয়।


#!/usr/bin/python

print u'Hello, world!'

 

উপরের কোডটি নিচের রেসাল্ট দিবে।


Hello, world!

 

Unicode strings এ prefix u ব্যবহৃত হয়, আর raw strings এ prefix r এর ব্যবহার হয়।

 

Built-in String Methods

Python নিচের বিল্ট−ইন মেথোডগুলোর সাহায্যে স্ট্রিং গুলোকে প্রভাবিত করতে পারে।

SN Methods with Description
1 capitalize()
Capitalizes first letter of string
2 center(width, fillchar)
Returns a space-padded string with the original string centered to a total of width columns.
3 count(str, beg= 0,end=len(string))
Counts how many times str occurs in string or in a substring of string if starting index beg and ending index end are given.
4 decode(encoding='UTF-8',errors='strict')
Decodes the string using the codec registered for encoding. encoding defaults to the default string encoding.
5 encode(encoding='UTF-8',errors='strict')
Returns encoded string version of string; on error, default is to raise a ValueError unless errors is given with 'ignore' or 'replace'.
6 endswith(suffix, beg=0, end=len(string))
Determines if string or a substring of string (if starting index beg and ending index end are given) ends with suffix; returns true if so and false otherwise.
7 expandtabs(tabsize=8)
Expands tabs in string to multiple spaces; defaults to 8 spaces per tab if tabsize not provided.
8 find(str, beg=0 end=len(string))
Determine if str occurs in string or in a substring of string if starting index beg and ending index end are given returns index if found and -1 otherwise.
9 index(str, beg=0, end=len(string))
Same as find(), but raises an exception if str not found.
10 isalnum()
Returns true if string has at least 1 character and all characters are alphanumeric and false otherwise.
11 isalpha()
Returns true if string has at least 1 character and all characters are alphabetic and false otherwise.
12 isdigit()
Returns true if string contains only digits and false otherwise.
13 islower()
Returns true if string has at least 1 cased character and all cased characters are in lowercase and false otherwise.
14 isnumeric()
Returns true if a unicode string contains only numeric characters and false otherwise.
15 isspace()
Returns true if string contains only whitespace characters and false otherwise.
16 istitle()
Returns true if string is properly "titlecased" and false otherwise.
17 isupper()
Returns true if string has at least one cased character and all cased characters are in uppercase and false otherwise.
18 join(seq)
Merges (concatenates) the string representations of elements in sequence seq into a string, with separator string.
19 len(string)
Returns the length of the string
20 ljust(width[, fillchar])
Returns a space-padded string with the original string left-justified to a total of width columns.
21 lower()
Converts all uppercase letters in string to lowercase.
22 lstrip()
Removes all leading whitespace in string.
23 maketrans()
Returns a translation table to be used in translate function.
24 max(str)
Returns the max alphabetical character from the string str.
25 min(str)
Returns the min alphabetical character from the string str.
26 replace(old, new [, max])
Replaces all occurrences of old in string with new or at most max occurrences if max given.
27 rfind(str, beg=0,end=len(string))
Same as find(), but search backwards in string.
28 rindex( str, beg=0, end=len(string))
Same as index(), but search backwards in string.
29 rjust(width,[, fillchar])
Returns a space-padded string with the original string right-justified to a total of width columns.
30 rstrip()
Removes all trailing whitespace of string.
31 split(str="", num=string.count(str))
Splits string according to delimiter str (space if not provided) and returns list of substrings; split into at most num substrings if given.
32 splitlines( num=string.count('\n'))
Splits string at all (or num) NEWLINEs and returns a list of each line with NEWLINEs removed.
33 startswith(str, beg=0,end=len(string))
Determines if string or a substring of string (if starting index beg and ending index end are given) starts with substring str; returns true if so and false otherwise.
34 strip([chars])
Performs both lstrip() and rstrip() on string
35 swapcase()
Inverts case for all letters in string.
36 title()
Returns "titlecased" version of string, that is, all words begin with uppercase and the rest are lowercase.
37 translate(table, deletechars="")
Translates string according to translation table str(256 chars), removing those in the del string.
38 upper()
Converts lowercase letters in string to uppercase.
39 zfill (width)
Returns original string leftpadded with zeros to a total of width characters; intended for numbers, zfill() retains any sign given (less one zero).
40 isdecimal()
Returns true if a unicode string contains only decimal characters and false otherwise.

 

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং (JavaScript Strings)

Huge Sell on Popular Electronics

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং (JavaScript Strings)

  • জাভাস্ক্রিপ্ট স্ট্রিং টেক্সট (লেখা) সংরক্ষণ ও কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয়।
  • জাভাস্ক্রিপ্ট স্ট্রিং সাধারণভাবে একগুচ্ছ বর্ণকে পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে। যেমন: "John Doe"
  • স্ট্রিং কোটেশনর এর ভিতরে যেকোন লেখা হতে পারে। আপনি একক বা ডবল কোটেশন ব্যবহার করতে পারেন।

যেমন:


var carname = "Volvo XC60";
var carname = 'Volvo XC60';


 

 

আপনি স্ট্রিং এর ভিতরে যতবার খুশি কোটেশন ব্যবহার করতে পারেন, যতক্ষন পর্যন্ত না প্রথম ও শেষ কোটেশন মিলে যায়।

উদাহরণ:


var answer = "It's alright";
var answer = "He is called 'Johnny'";
var answer = 'He is called "Johnny"';


 

 

স্ট্রিং এর দৈঘ্য

একটি স্ট্রিং এর দৈর্ঘ্য হবে প্রোপার্টি এ নির্দিষ্টকৃত দৈর্ঘ্য (length):

উদাহরণ:


var txt = "ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ";
var sln = txt.length;


 

 

বিশেষ বর্ণ

যেহেতু স্ট্রিং কোটেশন এর ভিতরে লিখতে হয়, সেহেতু নিচের উদাহরণটিকে ভুল বুঝে:


var y = "We are the so-called "Vikings" from the north."


উপরের স্ট্রেংটিকে মনে করে, "We are the so-called" .

এই সমস্যা সমাধানের উপায় হল, \ অক্ষরের অব্যাহতি (escape character) ব্যবহার করা।

এই অক্ষরের অব্যাহতি ব্যাকস্লাসটি বিশেষ বর্ণকে স্ট্রিং হিসেবে ফেরত দেয়।:

উদাহরণ:


var x = 'It\'s alright';
var y = "We are the so-called \"Vikings\" from the north."


অব্যাহতি অক্ষর (\) অন্যান্য বিশেষ বর্ণকেও স্ট্রিং হিসেবে ব্যবহার করতে ব্যবহৃত হয়।

এখানে বিশেষ বর্ণের একটি তালিকা দেওয়া হল যা ব্যাকস্লাস (\) এর মাধ্যমে টেক্স স্ট্রিং হিসেবে ব্যবহার করা যায়:

কোড আউটপুট
\' একক কোটেশন
\" ডবল কোটেশন
\\ ব্যাকস্লাস
\n নতুন লাইন
\r বহন ফেরত
\t ট্যাব
\b ব্যাকস্পেস
\f ফর্ম ফিড

 

লম্বা কোড এর লাইনকে ভেঙ্গে দেওয়া

সহজে পড়ার উপযোগী করার জন্য অনেক সময় প্রোগ্রামাররা 80 বর্ণের অধিক ক্যারেকটার এর লম্বা লাইনকে ভেঙ্গে লেখেন।

যদি জাভাস্ক্রিপ্ট এর স্টেটমেন্ট এক লাইনে সংকুলান না হয়, তাহলে সবচেয়ে ভাল উপায় হলো কোন অপারেটর এর শেষে এটিকে ভেঙ্গে দেওয়া।

উদাহরণ:


document.getElementById("demo").innerHTML =
"Hello Dolly.";


 

আপনি টেক্স স্ট্রিং এর ভিতরে একটি একক ব্যাকস্লাস (\) ব্যবহার করেও লাইটকে ভাঙ্গতে পারেন।

উদাহরণ:


document.getElementById("demo").innerHTML = "Hello \
Dolly!";


 

নোট : \ মেথড ECMAScript (জাভাস্ক্রিপ্ট) স্ট্যান্ডার্ড নয়। কিছু ব্রাউজার \ (স্লাস) এর পেছনে স্পেস সাপোর্ট করে না।

একটি দীর্ঘ স্ট্রিং কে ভাঙ্গার নিরাপদ (কিন্তু একটু সময়সাপেক্ষ) পথ হচ্ছে স্ট্রিং সংযোযন ব্যবহার করা:

উদাহরণ:


document.getElementById("demo").innerHTML = "Hello" +
"Dolly!";


 

আপনি কোড লাইনকে ব্যাকস্লাস দিয়ে ভাঙ্গতে পারবেন না:

উদাহরণ:


document.getElementById("demo").innerHTML = \
"Hello Dolly!";


 

 

স্ট্রিং অবজেক্টও হতে পারে

সাধারণভাবে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং হচ্ছে আদিম মান (primitive values), অক্ষর দিয়ে তৈরি: var firstName = "John"

কিন্তু স্ট্রিং কে new কীওয়ার্ড এর সাহায্যে অবজেক্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে : var firstName = new String("John")

উদাহরণ :


var x = "John";
var y = new String("John");

// typeof x will return string
// typeof y will return object


 

নোট: স্ট্রিং কে অবজেক্ট হিসেবে ব্যবহার করবেন না। এটি প্রক্রিয়াকরণ গতিকে ধরি করে ফেলে এবং বাজে পার্শ্বপ্রতিক্রিয়া উৎপন্ন হয়।

 

যখন == সমান অপারেটর ব্যবহার করবেন, সমান স্ট্রিংগুলো সমান দেখাবে:

যেমন:


var x = "John";
var y = new String("John");

// (x == y) is true because x and y have equal values


 

যখন আপনি === সমান অপারেটর ব্যবহার করবেন, সমস্ট্রিংগুলো সবসময় সমান থাকবে না, কারণ === অপারেটর মান এবং টাইপ একই হবে বলে আশা করে।


var x = "John";
var y = new String("John");

// (x === y) is false because x and y have different types


 

বা, অবজেক্ট এর সাথে অবজেক্ট তুলনা করা যায় না:

যেমন:


var x = new String("John");
var y = new String("John");

// (x == y) is false because objects cannot be compared


 

 

স্ট্রিং প্রোপার্টি এবং মেথড

আদিম মান, যেমন "John Doe" এর কোন প্রোপার্টিজ এবং মেথড থাকতে পারে না (কেননা এরা অবজেক্ট নয়)।

কিন্তু জাভাস্ক্রিপ্টে আদিম মান এর জন্যও মেথড এবং প্রোপার্টিজ রয়েছে, কারণ যখন মেথড এবং প্রোপার্টিজ কার্যে পরিণত করা হয় তখন ভাজাস্ক্রিপ্ট আদিম মানকে একইরূপে অবজেক্ট হিসেবে গণ্য করে।

 

স্ট্রিং মেথড সম্পর্কে পরবর্তী অধ্যায় এ আলোচনা করা হয়েছে।

 

স্ট্রিং প্রোপার্টিজ

প্রোপার্টি (Property) বর্ণনা
constructor যে ফাংশনটি স্ট্রিং অবজেক্ট এর প্রোটোটাইপ তৈরী করেছিলেন তা ফেরত দেয়
length স্ট্রিং এর length ফেরত দেয়
prototype আপনাকে একটি অবজেক্ট এর ভিতরে প্রোপার্টি এবং মেথড যোগ করার অনুমতি প্রদান করে।

 

স্ট্রিং মেথড

মেথড (Method) বর্ণনা
charAt() সুনির্দিষ্ট ইনডেক্স এর (অবস্থান) নির্দিষ্ট বর্ণ ফেরত দেয়।
charCodeAt() সুনির্দিষ্ট ইনডেক্স এর নির্দিষ্ট ইউনিকোড বর্ণ ফেরত দেয়।
concat() দুই বা ততোধিক স্ট্রিং কে যুক্ত করে এবং তার একটি অনুলিপি ফেরত দেয়।
fromCharCode() ইউনিকোড মানকে বর্ণে পরিবর্তন করে।
indexOf() স্ট্রিং এর নির্দিষ্ট মান এর ভিতরে প্রথম পাওয়া কাঙ্খিত ঘটনা এর অবস্থান ফেরত দেয়।
lastIndexOf() স্ট্রিং এর নির্দিষ্ট মান এর ভিতরে শেষ পাওয়া কাঙ্খিত ঘটনা এর অবস্থান ফেরত দেয়।
localeCompare() বর্তমান অবস্থানের দুটি স্ট্রিং এর মধ্যে তুলনা করে।
match() রেগুলার এক্সপ্রেশন এর মধ্যে একটি স্ট্রিং কে খুঁজে এবং খুঁজে পাওয়া ফলাফল ফেরত দেয়।
replace() স্ট্রিং এর নির্দিষ্ট মান খোঁজে এবং নতুন একটি স্ট্রিং দ্বারা প্রতিস্থাপণ করে তা ফেরত দেয়।
search() স্ট্রিং এর নির্দিষ্ট মান খোঁজে এবং এর অবস্থান ফেরত দেয়।
slice() স্ট্রিং এর সার অংশ বের করে এবং নতুন একটি স্ট্রিং ফেরত দেয়।
split() স্ট্রিং কে বিভাজন করে সাবস্ট্রিং এর অ্যারে তৈরি করে।
substr() স্ট্রিং এর নির্দিষ্ট অংশ এর সার অংশ বের করে কিছুসংখ্যক বর্ণের মাধ্যমে।
substring() দুইটি নির্দিষ্ট অবস্থান এর মধ্যে একটি স্ট্রিং এর নির্দিষ্ট অংশ এক্সট্রাক্ট করে।
toLocaleLowerCase() স্ট্রিং কে ছোট হাতের অক্ষরে পরিণত কর।
toLocaleUpperCase() স্ট্রিং কে বড় হাতের অক্ষরে পরিণত করে।
toLowerCase() স্ট্রিং কে ছোট হাতের অক্ষরে পরিণত কর।
toString() স্ট্রিং অবজেক্ট এর মান ফেরত দেয়।
toUpperCase() স্ট্রিং কে বড় হাতের অক্ষরে পরিণত করে।
trim() স্ট্রিং এর উভয় প্রান্ত থেকে ফাঁকা স্পেস মুছে ফেলে।
valueOf() স্ট্রিং অবজেক্ট এর আদি মান ফেরত দেয়।

 

নিজে নিজে অনুশীলন কর!

অনুশীলন 01:

ইঙ্গিত: ভেরিয়েবল টেক্সট এ স্ট্রিং "Hello World!" নির্ধারণ কর।


<!DOCTYPE html>
<html>
<body>

<p id="demo"></p>

<script>
var txt;
document.getElementById("demo").innerHTML = txt;
</script>

</body>
</html>


 

 

অনুশীলন 02:

ইঙ্গিত: টেক্সট ভেরিয়েবল এর মান  এর দৈর্ঘ্য প্রদর্শনের জন্য length প্রোপার্টি ব্যবহার কর।


<!DOCTYPE html>
<html>
<body>

<p id="demo"></p>

<script>
var txt = "Hello World!";
document.getElementById("demo").innerHTML = txt;
</script>

</body>
</html>


 

অনুশীলন 03:

ইঙ্গিত: স্ট্রিং টি ভেঙ্গে গেছে - ঠিকভাবে প্রদর্শনের জন্য অক্ষরের অব্যাহতি (escape character) ব্যবহার কর।


<!DOCTYPE html>
<html>
<body>

<p id="demo"></p>

<script>
document.getElementById("demo").innerHTML = "We are "Vikings".";
</script>

</body>
</html>


 

অনুশীলন 04:

ইঙ্গিত: শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত দুটি স্ট্রিং প্রদর্শন করে "হ্যালো ওয়ার্ল্ড!"


<!DOCTYPE html>
<html>
<body>

<p id="demo">Display the result here.</p>

<script>
var str1 = "Hello ";
var str2 = "World!";
</script>

</body>
</html>


 

 

 

জাভাস্ক্রিপ্ট টাইপ রূপান্তরকরণ (JavaScript Type Conversion)

Huge Sell on Popular Electronics

আদনান নাহিদ
সরকারি তিতুমীর কলেজ

 

নাম্বার থেকে নাম্বারে পরিবর্তন, স্ট্রিং থেকে স্ট্রিং এ পরিবর্তন, বুলিয়ান থেকে বুলিয়ানে পরিবর্তন করা যায় ।

জাভাস্ক্রিপ্ট ডেটা প্রকারভেদ

মান ধারণ করতে পারে জাভাস্ক্রিপ্টে এমন 5 ধরনের ডাটা টাইপ আছে:

  • স্ট্রিং
  • নাম্বার
  • বুলিয়ান
  • অবজেক্ট
  • ফাংশন

অবজেক্ট ৩ ধরনের হয়:

  • অবজেক্ট
  • তারিখ
  • অ্যারে বা শ্রেণীবিন্যাস

এবং ২ ধরনের ডাটা টাইপের মান থাকতে পারে না :

  • অকার্যকর
  • অনির্দিষ্ট

 

typeof অপারেটর

একটি পরিবর্তনশীল জাভাস্ক্রিপ্ট এ ডাটা টাইপ খুঁজে পেতে অাপনি typeof অপারেটর ব্যবহার করতে পারেন ।
উদাহরণ


typeof "John"                 // Returns string
typeof 3.14                   // Returns number
typeof NaN                    // Returns number
typeof false                  // Returns boolean
typeof [1,2,3,4]              // Returns object
typeof {name:'John', age:34}  // Returns object
typeof new Date()             // Returns object
typeof function () {}         // Returns function
typeof myCar                  // Returns undefined (if myCar is not declared)
typeof null                   // Returns object

 

লক্ষ্য করুন :

  • NaN নাম্বারের ডাটা টাইপ
  • অ্যারের অবজেক্টের ডাটা টাইপ
  • তারিখের অবজেক্টের ডাটা টাইপ
  • Null অবজেক্টের ডাটা টাইপ
  • একটি অনির্ধারিত পরিবর্তনশীল এর ডাটা টাইপ

যদি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যারে (অথবা তারিখ) হয় তাহলে আপনি অর্থ বা সীমা নির্ধারণ করার ক্ষেত্রে typeof ব্যবহার করতে পারবেন না ।

 

Typeof ডাটা টাইপ

typeof অপারেটর পরিবর্তনশীল নয়। এটি একটি অপারেটর। অপারেটর (+ + - * /) এর কোন ডাটা টাইপ থাকে না ।
কিন্তু, typeof অপারেটর সবসময় একটি স্ট্রিং প্রদান করে operand এর সময় ।

 

কনস্টাকশন প্রপারটি

সব জাভাস্ক্রিপ্টের জন্যই constructor property, constructor function প্রদান করে ।
উদাহরণ


"John".constructor                 // Returns function String()   { [native code] }
(3.14).constructor                 // Returns function Number()   { [native code] }
false.constructor                  // Returns function Boolean()  { [native code] }
[1,2,3,4].constructor              // Returns function Array()    { [native code] }
{name:'John', age:34}.constructor  // Returns function Object()   { [native code] }
new Date().constructor             // Returns function Date()     { [native code] }
function () {}.constructor         // Returns function Function() { [native code] }

 

আপনি কনস্টাকশন প্রপারটি খুঁজে দেখতে পারেন এর কোন অবজেক্ট অ্যারে আছে কিনা (contains the word "Array") :
উদাহরণ


function isArray(myArray) {
    return myArray.constructor.toString().indexOf("Array") > -1;
}

 

আপনি কনস্টাকশন প্রপারটি খুঁজে দেখতে পারেন এর কোন অবজেক্ট তারিখ কিনা (contains the word "Date") :
উদাহরণ


function isDate(myDate) {
    return myDate.constructor.toString().indexOf("Date") > -1;
}

 

জাভাস্ক্রিপ্ট টাইপ রূপান্তরকরণ

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নতুন একটি ভেরিয়েবলে এবং অন্য ডাটা টাইপে রূপান্তরিত করা যেতে পারে:

  • জাভাস্ক্রিপ্ট ফাংশন ব্যবহার করে
  • জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে

 

নাম্বারকে স্ট্রিং এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি String() দিয়ে সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করতে পারে ।

এটি যেকোনো ধরনের সংখ্যায় , লিটারেল, ভেরিয়েবল বা এক্সপ্রেশন এ ব্যবহার করা যায় :

উদাহরণ


String(x)         // returns a string from a number variable x
String(123)       // returns a string from a number literal 123
String(100 + 23)  // returns a string from a number from an expression

 

সংখ্যা পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।
উদাহরণ


x.toString()
(123).toString()
(100 + 23).toString()

 

আপনি  (নাম্বার পদ্ধতি) অ্ধ্যায়ে সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করার আরো অনেক মেথড খুজে পাবেন :

পদ্ধতি বর্ণনা
toExponential() ব্যাখ্যামূলক একটি সংখ্যার সাথে সূচক নোটেশন ব্যবহার করে স্ট্রিং ফেরৎ পাওয়া
toFixed() স্থায়ী একটি নিদিষ্ট সংখ্যার সাথে দশমিক সংখ্যা ব্যবহার করে স্ট্রিং ফেরৎ পাওয়া
toPrecision() স্পষ্টতা একটি নিদিষ্ট দৈর্ঘ্যর সাথে একটি সংখ্যা ব্যবহার করে স্ট্রিং ফেরৎ পাওয়া

 

Booleans থেকে স্ট্রিং এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি String(), Booleans কে স্ট্রিং এ রূপান্তর করতে পারে :
উদাহরণ


String(false)        // returns "false"
String(true)         // returns "true"

 

বুলিয়ান পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।


false.toString()     // returns "false"
true.toString()      // returns "true"

 

তারিখকে স্ট্রিং এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি String() দিয়ে তারিখকে স্ট্রিং এ রূপান্তর করতে পারে :


String(Date()) // returns Thu Jul 17 2014 15:38:19 GMT+0200 (W. Europe Daylight Time)

 

তারিখের পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।
উদাহরণ


Date().toString() // returns Thu Jul 17 2014 15:38:19 GMT+0200 (W. Europe Daylight Time)

 

আপনি  (ডেট মেথড) অ্ধ্যায়ে সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করার আরো অনেক মেথড খুজে পাবেন :

মেথড বর্ণনা
getDate() তারিখকে সংখ্যা হিসেবে গ্রহণ করে (1-31)
getDay() সপ্তাহকে সংখ্যা হিসেবে গ্রহণ করে (0-6)
getFullYear() বছরের চারটি অঙ্ক গ্রহণ করে  (YYYY)
getHours() ঘন্টাকে গ্রহণ করে (0-23)
getMilliseconds() মিলি সেকেন্ড কে গ্রহণ করে (0-999)
getMinutes() মিনিটকে গ্রহণ করে (0-59)
getMonth() মাসকে গ্রহণ করে (0-11)
getSeconds() সেকেন্ড কে গ্রহণ করে (0-59)
getTime() সময়কে গ্রহণ করে (মিলিসেকেন্ড জানুয়ারী 1st 1970 থেকে)

 

স্ট্রিং কে সংখ্যায় রূপান্তর

গ্লোবাল পদ্ধতি Number() দিয়ে স্ট্রিংকে সংখ্যায় রূপান্তর করতে পারেন ।

স্ট্রিং নম্বর ধারণকারী ("3.14" ) কে (3.14 ) এ রূপান্তর ।

খালি স্ট্রিং কে 0 তে রূপান্তর ।

অন্যানগৈুলোকে NaN (নম্বর নয়) এ পরিবর্তন ।


Number("3.14")    // returns 3.14
Number(" ")       // returns 0
Number("")        // returns 0
Number("99 88")   // returns NaN

 

আপনি  (নাম্বর মেথড) অ্ধ্যায়ে স্ট্রিং কে সংখ্যায় রূপান্তর করার আরো অনেক মেথড খুজে পাবেন :

পদ্ধতি বর্ণনা
parseFloat একটি স্ট্রিং পার্স করুন এবং একটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যা ফেরৎ পান
parseInt একটি স্ট্রিং পার্স করুন এবং একটি পূর্ণসংখ্যা ফেরৎ পান

 

ইউনারী + অপারেটর

একটি ভেরিয়েবল (পরিবর্তনশীল নাম্বার) কে সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে ইউনারী + অপারেটর ব্যবহার করা যেতে পারে :
উদাহরণ


 var y = "5";      // y is a string
 var x = + y;      // x is a number

 

যদি variable কে রূপান্তরিত করা না যায় তাহলে এটি সংখ্যাই থাকে যার মান হয় NaN (নম্বর নয়):
উদাহরণ


 var y = "John";   // y is a string
 var x = + y;      // x is a number (NaN)

 

Booleans কে নাম্বার এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি Number() দিয়ে Booleans কে নাম্বারে রূপান্তর করতে পারেন :


Number(false)     // returns 0
Number(true)      // returns 1

 

তারিখ কে নাম্বারে রূপান্তর

গ্লোবাল পদ্ধতি Number() দিয়ে তারিখকে নাম্বারে রূপান্তর করতে পারেন :


d = new Date();
Number(d)          // returns 1404568027739

 

তারিখের পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।


d = new Date();
d.getTime()        // returns 1404568027739

 

স্বয়ংক্রিয় রূপান্তর

যখন জাভাস্ক্রিপ্ট একটি "ভুল" ডাটা টাইপ নিয়ে কাজ করার চেষ্টা করে, এটি মানকে "সঠিক" ডাটা টাইপে রূপান্তর করতে চেষ্টা করে।
ফলাফল সবসময় আপনার আশানরূপ হয় না:


5 + null    // returns 5         because null is converted to 0
"5" + null  // returns "5null"   because null is converted to "null"
"5" + 2     // returns 52        because 2 is converted to "2"
"5" - 2     // returns 3         because "5" is converted to 5
"5" * "2"   // returns 10        because "5" and "2" are converted to 5 and 2

 

স্বয়ংক্রিয় স্ট্রিং রূপান্তর

জাভাস্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবেই ভেরিয়েবল এর toString ফাংশনকে কল করে যখন অবজেক্ট বা ভেরিয়েবল থেকে "output" আশা করেন :


document.getElementById("demo").innerHTML = myVar;

// if myVar = {name:"Fjohn"}  // toString converts to "[object Object]"
// if myVar = [1,2,3,4]       // toString converts to "1,2,3,4"
// if myVar = new Date()      // toString converts to "Fri Jul 18 2014 09:08:55 
                                 GMT+0200"

 

সংখ্যা এবং Booleans ও রূপান্তরিত হয়, কিন্তু এবি খুব একটা দৃশ্যমান নয়:


// if myVar = 123             // toString converts to "123"
// if myVar = true            // toString converts to "true"
// if myVar = false           // toString converts to "false"

 

জাভাস্ক্রিপ্ট টাইপ রূপান্তর ছক

এই টেবিল বিভিন্ন প্রকার জাভাস্ক্রিপ্ট মানকে সংখ্যা, স্ট্রিং, এবং বুলিয়ান এ রূপান্তর প্রদর্শন করে :

আদি মান সংখ্যায় রূপান্তরিত স্ট্রিং এ রূপান্তরিত বুলিয়ানে রূপান্তরিত
false 0 "false" false
true 1 "true" true
0 0 "0" false
1 1 "1" true
"0" 0 "0" true
"1" 1 "1" true
NaN NaN "NaN" false
Infinity Infinity "Infinity" true
-Infinity -Infinity "-Infinity" true
"" 0 "" false
"20" 20 "20" true
"twenty" NaN "twenty" true
[ ] 0 "" true
[20] 20 "20" true
[10,20] NaN "10,20" true
["twenty"] NaN "twenty" true
["ten","twenty"] NaN "ten,twenty" true
function(){} NaN "function(){}" true
{ } NaN "[object Object]" true
null 0 "null" false
undefined NaN "undefined" false

নোট: কোটেশন যুক্ত মান স্ট্রিং নির্দেশ করে।

বোল্ড করা মান (কিছু) প্রোগ্রামার সমর্থন করে না।

 

পিএইচপি অপারেটর (PHP Operators)

Huge Sell on Popular Electronics

ভেরিয়েবল এবং মুল্যের উপর অপারেশন সম্পাদন করতে অপারেটর ব্যবহার করা হয়।

পিএইচপি অপারেটরকে নিম্নলিখিত গ্রুপ এ ভাগ করা যায়:

  • গাণিতিক অপারেটর
  • অ্যাসাইনমেন্ট অপারেটর
  • তুলনা অপারেটর
  • বর্ধিত / হ্রাস অপারেটার
  • লজিক্যাল অপারেটর
  • স্ট্রিং অপারেটর
  • এরে অপারেটর

পিএইচপি গাণিতিক অপারেটর

পিএইচপি গাণিতিক অপারেটর যেমন উপরন্তু, বিয়োগ, গুণ, ইত্যাদি হিসাবে সাধারণ আঙ্কিক অপারেশন, সঞ্চালন সাংখ্যিক মান সঙ্গে ব্যবহার করা হয়।

অপারেটর নাম উদাহরণ ফলাফল
+ সংযোজন $x + $y $ X এবং $ y এর যোগফল
- বিয়োগ $x - $y $ X ও $ Y এর পার্থক্য
* গুণ $x * $y $ X এবং $ X এর গুণ
/ ভাগ $x / $y $ x এবং $ y এর ভাগফল
% বাকি $x % $y $ x এর ভাগফল
** সূচকীয় $x ** $y $ x এর পাওয়ার $ y এর ফলাফল

পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটর

পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটর ভ্যারিয়েবল এর মান লেখার জন্য সংখ্যাগত মান এর সাথে ব্যবহার করা হয়।
পিএইচপি মৌলিক অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে "=" । এটা বাম operand এর মান ডান operand এর মান দ্বারা পরিবর্তিত হয়।

অ্যাসাইনমেন্ট হিসাবে একই ... বিবরণ
x = y x = y বাম operand এর মান ডান দিকের মানের সমান
x += y x = x + y সংযোজন
x -= y x = x - y বিয়োগ
x *= y x = x * y গুণ
x /= y x = x / y ভাগ
x %= y x = x % y ভাগশেষ

 

তুলনা অপারেটর

পিএইচপি তুলনা অপারেটর দুটি মান (সংখ্যা বা স্ট্রিং) এর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়:

অপারেটর নাম উদাহরণ ফলাফল
== সমান $x == $y $ x ও $ y সমান হলে TRUE প্রদান করে
=== অভিন্ন $x === $y $ x ও $ y সমান এবং একই টাইপের হলে TRUE প্রদান করে
!= সমান না $x != $y $x, $y এর সমান না হলে TRUE প্রদান করে
<> সমান না $x <> $y $x, $y এর সমান না হলে TRUE প্রদান করে
!== অভিন্ন নয় $x !== $y $ x ও $ y সমান না হলে অথবা একই টাইপের না হলে TRUE প্রদান করে
> তার চেয়ে অনেক বেশী $x > $y $x, $y এর থেকে বড় হলে TRUE প্রদান করে
< কম $x < $y $x, $y এর থেকে ছোট হলে TRUE প্রদান করে
>= এর চেয়ে বড় বা সমান $x >= $y $x, $y এর থেকে বড় অথবা সমান হলে TRUE প্রদান করে
<= এর চেয়ে কম বা সমান $x <= $y $x, $y এর থেকে ছোট অথবা সমান হলে TRUE প্রদান করে

 

বর্ধিত / হ্রাস অপারেটার PHP Increment / Decrement Operators

পিএইচপি বৃদ্ধি অপারেটরদের একটি ভেরিয়েবল এর মান বৃদ্ধি করতে ব্যবহার করা হয়।

পিএইচপি হ্রাস অপারেটরদের একটি ভেরিয়েবল এর মান হ্রাস করতে ব্যবহার করা হয়।

অপারেটর নাম বর্ণনা
++$x প্রাক-বৃদ্ধি $x এর মান এক বৃদ্ধি করে, তারপর $x এর মান প্রদান করে
$x++ পরবর্তীতে-বৃদ্ধি $x এর মান প্রদান করে, তারপর $x এর মান এক বৃদ্ধি করে
--$x প্রাক-হ্রাস $x এর মান এক হ্রাস করে, তারপর $x এর মান প্রদান করে
$x-- পরবর্তীতে-হ্রাস $x এর মান প্রদান করে, তারপর $x এর মান এক হ্রাস করে

 

লজিক্যাল অপারেটর

পিএইচপি লজিক্যাল অপারেটর শর্তাধীন বিবৃতি একত্রিত করতে ব্যবহার করা হয়।

অপারেটর নাম উদাহরণ ফলাফল
and And $x and $y সত্য যদি $x এবং $y উভয়ই সত্য হয়
or Or $x or $y সত্য যদি $x অথবা $y এর যেকোনটি সত্য হয়
xor Xor $x xor $y সত্য যদি $x অথবা $y সত্য হয়, কিন্তু উভয়ই সত্য না হয়
&& And $x && $y সত্য যদি $x এবং $y উভয়ই সত্য হয়
|| Or $x || $y সত্য যদি $x বা $y সত্য হয়
! Not !$x সত্য যদি $x সত্য না হয়

 

 

স্ট্রিং অপারেটর

 

পিএইচপি এ দুটি অপারেটর আছে যাদেরকে বিশেষভাবে স্ট্রিং এর জন্য ডিজাইন করা হয়েছে।

অপারেটর নাম উদাহরণ ফলাফল
. সংযুক্তকরণ $txt1 . $txt2 $txt1 এবং $txt2 কে সংযুক্ত করে
.= সংযুক্তকরণের অ্যাসাইনমেন্ট $txt1 .= $txt2 $txt2 কে $txt1 এর সাথে যুক্ত করে

 

পিএইচপি অ্যারে অপারেটর

পিএইচপি অ্যারে অপারেটর অ্যারেগুলোর মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়।

অপারেটর নাম উদাহরন ফলাফল
+ মিলন $x + $y $x এবং $y এর মিলন
== সমতা $x == $y True প্রদান করে যদি $x এবং $y এর একই কী / মান জোড়া থাকে
=== পরিচিতি $x === $y True প্রদান করে যদি $x এবং $y এর একই ক্রম এবং প্রকার অনুসারে কী/মান জোড়া থাকে
!= অসাম্য $x != $y True প্রদান করে যদি $x, $y এর সমান না হয়
<> অসমতা $x <> $y True প্রদান করে যদি $x, $y এর সমান না হয়
!== অ-পরিচয় $x !== $y True প্রদান করে যদি $x, $y এর সাথে পরিচিত না হয়

 

আপনাকে ধন্যবাদ আমাদের টিউটোরিয়াল সাইটে আসার জন্য। আপনার যেকোন সমস্যা হলে আমাদের জানাবেন আমরা আপনাকে সহায়তা করতে চেষ্ট করব।

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং মেথড (JavaScript String Methods)

Huge Sell on Popular Electronics

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং মেথড (JavaScript String Methods)

নয়ন চন্দ্র দত্ত

 

স্ট্রিং পদ্ধতি আপনাকে স্ট্রিং নিয়ে কাজ করতে সাহায্য করবে।

 

কোন স্ট্রিং এর মধ্যে একটি স্ট্রিং খুঁজে বের করা

indexOf() পদ্ধতি একটি স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট লেখার প্রথম ঘটনার ইন্ডেক্স প্রদান করে।

উদাহরণ


var str = "Please locate where 'locate' occurs!";
var pos = str.indexOf("locate");


 

 

lastIndexOf() পদ্ধতি একটি স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট লেখার শেষ ঘটনার ইন্ডেক্স প্রদান করে।

উদাহরণ


var str = "Please locate where 'locate' occurs!";
var pos = str.lastIndexOf("locate");


 

যদি টেক্সট পাওয়া না তাহলে indexOf() এবং lastIndexOf() উভয় পদ্ধতি -1 প্রদান করে।
[ জাভাস্ক্রিপ্ট শূন্য থেকে অবস্থান গণনা করে। একটি স্ট্রিং মধ্যে 0 প্রথম, 1 দ্বিতীয়, 2 তৃতীয় স্থানে। ]
উভয় পদ্ধতিতে অনুসন্ধানের জন্য শুরুর অবস্থান হিসাবে দ্বিতীয় প্যারামিটার গ্রহণ করে।

 

একটি স্ট্রিং এর মধ্যে স্ট্রিং অনুসন্ধান

search() পদ্ধতি একটি নির্দিষ্ট মানের জন্য একটি স্ট্রিং অনুসন্ধান করে এবং ম্যাচ হওয়া অবস্থান প্রদান করে।

উদাহরণ


var str = "Please locate where 'locate' occurs!";
var pos = str.search("locate");


 

**আপনি কি লক্ষ্য করেছেন?
indexOf() এবং search() দুটি পদ্ধতিই সমান।
তারা একই আর্গুমেন্ট (প্যারামিটার) গ্রহণ করে এবং তারা একই মান প্রদান করে।
দুটি পদ্ধতিই সমান কিন্তু search() পদ্ধতি আরো অনেক শক্তিশালী সার্চ মান গ্রহণ করতে পারে।
আপনারা রেগুলার এক্সপ্রেশন সম্পর্কিত অধ্যায়ে শক্তিশালী সার্চ মান সম্পর্কে আরো জানতে পারবেন।

 

স্ট্রিং যন্ত্রাংশ এক্সট্রাক্টিং

একটি স্ট্রিং এর একটি অংশ এক্সট্রাক্টিংয়ের জন্য 3টি পদ্ধতি আছে:

  • slice(start, end)
  • substring(start, end)
  • substr(start, length)

 

slice() পদ্ধতি

একটি স্ট্রিং এর একটি অংশ এক্সট্রাক্ট করে এবং একটি নতুন স্ট্রিং এক্সট্রাক্টিং অংশ প্রদান করে।
পদ্ধতিতে 2টি প্যারামিটার লাগে। যথাঃ শুরুর ইনডেক্স (অবস্থান), এবং শেষ ইনডেক্স (অবস্থান)।
এই উদাহরণ একটি স্ট্রিংকে 7 থেকে 13 অবস্তানে slices out করেঃ

উদাহরণ


var str = "Apple, Banana, Kiwi";
var res = str.slice(7,13);


 

মধ্যের ফলাফল হবেঃ
Banana

যদি কোন প্যারামিটার নেগেটিভ হয় তাহলে এর অবস্থান স্ট্রিং এর শেষ থেকে গণনা করা হবে।
এই উদাহরণ একটি স্ট্রিংকে -12 থেকে -6 অবস্তানে slices out করেঃ

উদাহরণ


var str = "Apple, Banana, Kiwi";
var res = str.slice(-12,-6);


 

মধ্যের ফলাফল হবেঃ
Banana

যদি আপনি দ্বিতীয় প্যারামিটারটি বর্জন করেন তবে পদ্ধতিটিতে বাকি স্ট্রিং সেভাবেই হবে। যেমনঃ-
var res = str.slice(7);

বা, শেষ থেকে গনণা করলে, যেমনঃ-
var res = str.slice(-12);

[ নেতিবাচক অবস্থানের ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এবং তার আগের ভারসনে কাজ করবে না। ]

 

substring() পদ্ধতি

substring(), slice() এর মত। ভিন্নতা এই যে substring() কখনও নেগেটিভ ইনডেক্স করতে পারে না।

উদাহরণ


var str = "Apple, Banana, Kiwi";
var res = str.substring(7,13);


 

মধ্যের ফলাফল হবেঃ
Banana

যদি আপনি দ্বিতীয় প্যারামিটারটি বর্জন করেন তবে substring() বাকি স্ট্রিংকে সেভাবেই slice out করবে।

 

substr() পদ্ধতি

substr() , slice() এর মত। ভিন্নতা এই যে substr() এক্সট্রাক্ট অংশের দৈর্ঘ্য নির্দিষ্ট করে।

উদাহরণ


var str = "Apple, Banana, Kiwi";
var res = str.substr(7,6);


 

মধ্যের ফলাফল হবেঃ
Banana

যদি প্রথম প্যারামিটার নেগেটিভ হয়, তাহলে অবস্থান স্ট্রিং এর শেষ থেকে গণনা করা হবে।
দ্বিতীয় প্যারামিটার নেগেটিভ হতে পারে না কারণ এটি দৈর্ঘ্য সংজ্ঞায়িত করে।
যদি দ্বিতীয় প্যারামিটারটি বর্জন করেন তবে substr() বাকি স্ট্রিংকে সেভাবেই slice out করবে।

 

স্ট্রিং বিষয়বস্তু প্রতিস্থাপন

replace() পদ্ধতি একটি স্ট্রিং এর মধ্যে অন্য মানের সঙ্গে একটি নির্দিষ্ট মানকে প্রতিস্থাপন করে।

উদাহরণ


str = "Please visit Microsoft!";
var n = str.replace("Microsoft","W3Schools");


 

replace() মেথড সার্চ মান হিসাবে একটি রেগুলার এক্সপ্রেশনও গ্রহণ করতে পারে।

 

উচ্চ এবং নিম্ন কেসে রূপান্তর

একটি স্ট্রিং toUpperCase() এর সঙ্গে উচ্চ কেসে রূপান্তর হয়।

উদাহরণ


var text1 = "Hello World!";         // String
 var text2 = text1.toUpperCase();   // text2 is text1 converted to upper

 

একটি স্ট্রিং toUpperCase() এর সঙ্গে নিম্ন কেসে রূপান্তর হয়।

উদাহরণ


var text1 = "Hello World!";         // String
 var text2 = text1.toLowerCase();   // text2 is text1 converted to lower

 

 

concat() পদ্ধতি

concat() দুটি অথবা আরো স্ট্রিং যোগ করে।

উদাহরণ


var text1 = "Hello";
var text2 = "World";
text3 = text1.concat(" ",text2);


 

Concat () মেথড প্লাস অপারেটরের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। এই দুই লাইন একই কাজ করেঃ


var text = "Hello" + " " + "World!";
var text = "Hello".concat(" ","World!");


 

 

স্ট্রিং অক্ষর নিষ্কাশন

স্ট্রিং অক্ষর আহরণের জন্য 2টি নিরাপদ পদ্ধতি নিম্নরূপঃ

  1. charAt(position)
  2. charCodeAt(position)

 

charAt() পদ্ধতি

CharAt () মেথড একটি স্ট্রিং মধ্যে একটি নির্দিষ্ট ইনডেক্সে (অবস্থান) ইনডেক্স চরিত্র প্রদান করে।

উদাহরণ


var str = "HELLO WORLD";
 str.charAt(0);          // returns H

 

 

charCodeAt() পদ্ধতি

CharCodeAt () মেথড একটি স্ট্রিং মধ্যে একটি নির্দিষ্ট ইনডেক্সে ইউনিকোড চরিত্র প্রদান করে।

উদাহরণ


var str = "HELLO WORLD";
str.charCodeAt(0);        // returns 72

 

 

অনিরাপদ অ্যারে হিসাবে স্ট্রিং ব্যবহার

অ্যারে হিসাবে একটি স্ট্রিং অ্যাক্সেস করতে এইরকম কোড দেখতে পাবেনঃ


var str = "HELLO WORLD";
str[0];           // returns H

 

 

একটি স্ট্রিংকে অ্যারেতে রূপান্তর

একটি স্ট্রিং split() মেথডের সাহায্যে অ্যারেতে রূপান্তরিত হতে পারে।

উদাহরণ


var txt = "a,b,c,d,e";   // String
 txt.split(",");         // Split on commas
 txt.split(" ");         // Split on spaces
 txt.split("|");         // Split on pipe

 

যদি বিভাজককে বাদ দেওয়া হয়, তাহলে ফিরতি অ্যারেতে ইনডেক্স [0] এর মধ্যে পুরো স্ট্রিং থাকবে। যদি বিভাজক "" হয়, তবে ফিরতি অ্যারৎ একক অক্ষরের একটি অ্যারে হবে। যেমনঃ

উদাহরণ


var txt = "Hello"; // String
 txt.split("");    // Split in characters

 

নিজে নিজে অনুশীলন কর!

অনুশীলন 01:

ইঙ্গিত: টেক্সট ভেরিয়েবল এর মধ্যে "World" এর প্রথম অবস্থান প্রদর্শন করে।


<!DOCTYPE html>
<html>
<body>
<p id="demo"></p>
<script>
var txt = "Hello World";
document.getElementById("demo").innerHTML = txt;
</script>
</body>
</html>

 

 

 

অনুশীলন 02:

ইঙ্গিত: "World" কে "Universe" দ্বারা পরিবর্তন করার জন্য replace() মেথড ব্যবহার করুন।


<!DOCTYPE html>
<html>
<body>
<p id="demo"></p>
<script>
var txt = "Hello World";
document.getElementById("demo").innerHTML = txt;
</script>
</body>
</html>

 

 

অনুশীলন 03:

ইঙ্গিত: শুধুমাত্র "Banana,Kiwi" প্রদর্শনের জন্য slice() মেথড ব্যবহার করুন।


 

<!DOCTYPE html>
<html>
<body>
<p id="demo"></p>
<script>
var str = "Apple,Banana,Kiwi";
document.getElementById("demo").innerHTML = str;
</script>
</body>
</html>

 

 

পিএইচপি ৫ স্ট্রিংস (PHP 5 Strings)

Huge Sell on Popular Electronics

আক্তারুজ্জামান
Department of CSE,University of Chittagong

 

যে কোন প্রুগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং এর উপর পরিষ্কার ধারনা থাকাটা খুবয় জরুরি। একটা স্ট্রিং তৈরি হয় এক বা একাধিক ক্যারেক্টার মিলে । সোজা কথায় স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি ।

যেমন “Hello World” হচ্ছে একটি স্ট্রিং।

পিএইচপি স্ট্রিং ফাংশন

পিএইচপিতে স্ট্রিং মেনিপুলেট করার অনেক ফাংশন রয়েছে। নিচে কিছু কমন ফাংশনের বর্ণনা দেওয়া হয়েছে।

স্ট্রিং এর দৈর্ঘ্য (number of characters) বের করা

strlen() ফাংশনের মাধ্যমে স্ট্রিং এর দৈর্ঘ্য বের করতে হয়, নিচে উদাহরন দেওয়া হল।
উদাহরণঃ


< ?php
 $text = “Hello World!”
 echo strlen($text); // outputs 12
 ?>

 

এই কোডটার আউটপুট হবে 12

স্ট্রিং এর ওয়ার্ড এর সংখ্যা বের করা

স্ট্রিং এর ওয়ার্ড এর সংখ্যা বের করার জন্য str_word_count() ফাংশনটা ব্যাবহার করা হয়
উদাহরণঃ


< ?php
 $text = “Hello World!”
 echo str_word_count($text);// outputs 2
 ?>

এই কোডটার আউটপুট হবে 2

স্ট্রিং রিভার্স করা

strrev()ফাংশনের মাধ্যমে একটি স্ট্রিং কে রিভার্স করা যায়।
উদাহরণঃ


< ?php
 echo strrev("Hello world!"); // outputs !dlrow olleH
 ?>

 

আউটপুট হবে !dlrow olleH।

স্ট্রিং এ নির্দিষ্ট একটা টেক্সট কোজে বের করা

strpos()ফাংশন এর মাধ্যমে এই কাজটি করা হয়।
উদাহরণঃ


< ?php
 echo strpos("Hello world!", "world"); // outputs 6
 ?>

 

আউটপুট হবে 6 যেহেতু "Hello world!" এ “world” এর পজিশন 6।

স্ট্রিং এ টেক্সট রিপ্লেস করাঃ
এই কাজটি করতে হয় str_replace() ফাংশনের মাধ্যমে।
উদাহরণঃ


< ?php
 echo str_replace("world", "Dolly", "Hello world!"); // outputs Hello Dolly!
 ?>

 

এই কোডটির আউটপুট হবে
Hello Dolly!

পিএইচপি ৫ ডাটা টাইপ (PHP 5 Data Types)

Huge Sell on Popular Electronics

আক্তারুজ্জামান

Department of CSE, University of Chittagong
ভেরিয়েবল বিভন্ন রকমের ডাটা স্টোর করতে পারে, এবং বিভন্ন ডাটা টাইপ বিভন্ন রকম কাজ করে। পিএইচপি নিচে উল্লেখিত ডাটা টাইপ গুলো সাপোর্ট করে।

স্ট্রিং (String):

স্ট্রিং তৈরি হয় এক বা একাধিক ক্যারেক্টার মিলে । সোজা কথায় স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি । যেমনঃ “Hello World” হচ্ছে একটি স্ট্রিং।
ডাবল কিংবা সিঙ্গল কোট ব্যবহার করে স্ট্রিং (string) ভেরিয়েবল তৈরি করতে হয়।
উদাহরণঃ


 <?php 
 $x = "Hello world!";
 $y = 'Hello world!';
 
 echo $x;
 echo "<br>"; 
 echo $y;
 ?>

এইখানে $x এবং y হল দুটি string টাইপ ভেরিয়েবল

 

ইন্টিজার (integer)

ইন্টিজার মানে হল পূর্ণ সংখ্যা । এইটি -2,147, 483, 648 এবং +2, 147, 483, 647 এর মধ্যে যে কোন একটি সংখ্যা হতে পারে। নিচের উদাহরণে $x হল একটি ইন্টিজার (integer) টাইপের ভেরিয়েবল।


<?php 
 $x = 5985;
 var_dump($x);
 ?>

var_dump() ফাংশনটি ডাটা টাইপ এবং মান রিটার্ন করে।

 

ফ্লোটিং পয়েন্ট (Float)

ফ্লোট হল একটি decimal point নাম্বার। নিচের উদাহরণে $x হল একটি ফ্লোট টাইপের ভেরিয়েবল।


<?php 
 $x = 10.365;
 var_dump($x);
 ?>

 

বুলিয়ান (boolean)

কোন কিছু সত্য না মিথ্যা তা প্রকাশ করার জন্য বুলিয়ান ডাটা টাইপটি ব্যাবহার করা হয়।বুলিয়ান এর দুইটি মান হতে পারে – true অথবা false
উদাহরনঃ


$x = true
$y = false

 

এ্যারে (Array)

একটি সিঙ্গেল ভেরিয়েবলে একের অধিক মান স্টোর করার জন্য এ্যারে ব্যাবহার করা হয়। নিচের উদাহরণে $cars হল একটি এ্যারে।


<?php 
 $cars = array("Volvo","BMW","Toyota");
 var_dump($cars);
 ?>

এইখানে $cars এ্যারেতে তিনটি স্ট্রিং টাইপের মান রয়েছেঃ
Volvo, BMW এবং Toyota।

 

অবজেক্ট টাইপ (Object)

কোন নির্দিষ্ট একটি ক্লাসের instance কে অবজেক্ট বলা হয়। অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল এবং ফাংশন এর সমস্টি। অবজেক্ট ইন্সট্যান্স তৈরি করতে হয় new কিওয়ার্ডটি ব্যবহার করে।
উদাহরনঃ


<?php
 class Car {
     function Car() {
         $this->model = "VW";
     }
 }
 
 // create an object
 $herbie = new Car();
 
 // show object properties
 echo $herbie->model;
 ?>

 

নাল টাইপ (Null)

নাল একটি বিশেষ ধরণের ডাটা টাইপ যেটার মান হতে পারে শুধুমাত্র একটি- এবং এইটি হল null । একটি ভেরিয়েবলে কোন মান এসাইন করা না হলে ওইটাকে নাল ডাটা টাইপের ভেরিয়েবল বলা হয়।
উদাহরনঃ


<?php
$x = "Hello world!";
$x = null;
var_dump($x);
?>


এইখানে $x হল একটি নাল টাইপের ভেরিয়েবল।