Tag Archives: বুলিয়ান

জাভাস্ক্রিপ্ট টাইপ রূপান্তরকরণ (JavaScript Type Conversion)

Huge Sell on Popular Electronics

আদনান নাহিদ
সরকারি তিতুমীর কলেজ

 

নাম্বার থেকে নাম্বারে পরিবর্তন, স্ট্রিং থেকে স্ট্রিং এ পরিবর্তন, বুলিয়ান থেকে বুলিয়ানে পরিবর্তন করা যায় ।

জাভাস্ক্রিপ্ট ডেটা প্রকারভেদ

মান ধারণ করতে পারে জাভাস্ক্রিপ্টে এমন 5 ধরনের ডাটা টাইপ আছে:

  • স্ট্রিং
  • নাম্বার
  • বুলিয়ান
  • অবজেক্ট
  • ফাংশন

অবজেক্ট ৩ ধরনের হয়:

  • অবজেক্ট
  • তারিখ
  • অ্যারে বা শ্রেণীবিন্যাস

এবং ২ ধরনের ডাটা টাইপের মান থাকতে পারে না :

  • অকার্যকর
  • অনির্দিষ্ট

 

typeof অপারেটর

একটি পরিবর্তনশীল জাভাস্ক্রিপ্ট এ ডাটা টাইপ খুঁজে পেতে অাপনি typeof অপারেটর ব্যবহার করতে পারেন ।
উদাহরণ


typeof "John"                 // Returns string
typeof 3.14                   // Returns number
typeof NaN                    // Returns number
typeof false                  // Returns boolean
typeof [1,2,3,4]              // Returns object
typeof {name:'John', age:34}  // Returns object
typeof new Date()             // Returns object
typeof function () {}         // Returns function
typeof myCar                  // Returns undefined (if myCar is not declared)
typeof null                   // Returns object

 

লক্ষ্য করুন :

  • NaN নাম্বারের ডাটা টাইপ
  • অ্যারের অবজেক্টের ডাটা টাইপ
  • তারিখের অবজেক্টের ডাটা টাইপ
  • Null অবজেক্টের ডাটা টাইপ
  • একটি অনির্ধারিত পরিবর্তনশীল এর ডাটা টাইপ

যদি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যারে (অথবা তারিখ) হয় তাহলে আপনি অর্থ বা সীমা নির্ধারণ করার ক্ষেত্রে typeof ব্যবহার করতে পারবেন না ।

 

Typeof ডাটা টাইপ

typeof অপারেটর পরিবর্তনশীল নয়। এটি একটি অপারেটর। অপারেটর (+ + - * /) এর কোন ডাটা টাইপ থাকে না ।
কিন্তু, typeof অপারেটর সবসময় একটি স্ট্রিং প্রদান করে operand এর সময় ।

 

কনস্টাকশন প্রপারটি

সব জাভাস্ক্রিপ্টের জন্যই constructor property, constructor function প্রদান করে ।
উদাহরণ


"John".constructor                 // Returns function String()   { [native code] }
(3.14).constructor                 // Returns function Number()   { [native code] }
false.constructor                  // Returns function Boolean()  { [native code] }
[1,2,3,4].constructor              // Returns function Array()    { [native code] }
{name:'John', age:34}.constructor  // Returns function Object()   { [native code] }
new Date().constructor             // Returns function Date()     { [native code] }
function () {}.constructor         // Returns function Function() { [native code] }

 

আপনি কনস্টাকশন প্রপারটি খুঁজে দেখতে পারেন এর কোন অবজেক্ট অ্যারে আছে কিনা (contains the word "Array") :
উদাহরণ


function isArray(myArray) {
    return myArray.constructor.toString().indexOf("Array") > -1;
}

 

আপনি কনস্টাকশন প্রপারটি খুঁজে দেখতে পারেন এর কোন অবজেক্ট তারিখ কিনা (contains the word "Date") :
উদাহরণ


function isDate(myDate) {
    return myDate.constructor.toString().indexOf("Date") > -1;
}

 

জাভাস্ক্রিপ্ট টাইপ রূপান্তরকরণ

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নতুন একটি ভেরিয়েবলে এবং অন্য ডাটা টাইপে রূপান্তরিত করা যেতে পারে:

  • জাভাস্ক্রিপ্ট ফাংশন ব্যবহার করে
  • জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে

 

নাম্বারকে স্ট্রিং এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি String() দিয়ে সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করতে পারে ।

এটি যেকোনো ধরনের সংখ্যায় , লিটারেল, ভেরিয়েবল বা এক্সপ্রেশন এ ব্যবহার করা যায় :

উদাহরণ


String(x)         // returns a string from a number variable x
String(123)       // returns a string from a number literal 123
String(100 + 23)  // returns a string from a number from an expression

 

সংখ্যা পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।
উদাহরণ


x.toString()
(123).toString()
(100 + 23).toString()

 

আপনি  (নাম্বার পদ্ধতি) অ্ধ্যায়ে সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করার আরো অনেক মেথড খুজে পাবেন :

পদ্ধতি বর্ণনা
toExponential() ব্যাখ্যামূলক একটি সংখ্যার সাথে সূচক নোটেশন ব্যবহার করে স্ট্রিং ফেরৎ পাওয়া
toFixed() স্থায়ী একটি নিদিষ্ট সংখ্যার সাথে দশমিক সংখ্যা ব্যবহার করে স্ট্রিং ফেরৎ পাওয়া
toPrecision() স্পষ্টতা একটি নিদিষ্ট দৈর্ঘ্যর সাথে একটি সংখ্যা ব্যবহার করে স্ট্রিং ফেরৎ পাওয়া

 

Booleans থেকে স্ট্রিং এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি String(), Booleans কে স্ট্রিং এ রূপান্তর করতে পারে :
উদাহরণ


String(false)        // returns "false"
String(true)         // returns "true"

 

বুলিয়ান পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।


false.toString()     // returns "false"
true.toString()      // returns "true"

 

তারিখকে স্ট্রিং এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি String() দিয়ে তারিখকে স্ট্রিং এ রূপান্তর করতে পারে :


String(Date()) // returns Thu Jul 17 2014 15:38:19 GMT+0200 (W. Europe Daylight Time)

 

তারিখের পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।
উদাহরণ


Date().toString() // returns Thu Jul 17 2014 15:38:19 GMT+0200 (W. Europe Daylight Time)

 

আপনি  (ডেট মেথড) অ্ধ্যায়ে সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করার আরো অনেক মেথড খুজে পাবেন :

মেথড বর্ণনা
getDate() তারিখকে সংখ্যা হিসেবে গ্রহণ করে (1-31)
getDay() সপ্তাহকে সংখ্যা হিসেবে গ্রহণ করে (0-6)
getFullYear() বছরের চারটি অঙ্ক গ্রহণ করে  (YYYY)
getHours() ঘন্টাকে গ্রহণ করে (0-23)
getMilliseconds() মিলি সেকেন্ড কে গ্রহণ করে (0-999)
getMinutes() মিনিটকে গ্রহণ করে (0-59)
getMonth() মাসকে গ্রহণ করে (0-11)
getSeconds() সেকেন্ড কে গ্রহণ করে (0-59)
getTime() সময়কে গ্রহণ করে (মিলিসেকেন্ড জানুয়ারী 1st 1970 থেকে)

 

স্ট্রিং কে সংখ্যায় রূপান্তর

গ্লোবাল পদ্ধতি Number() দিয়ে স্ট্রিংকে সংখ্যায় রূপান্তর করতে পারেন ।

স্ট্রিং নম্বর ধারণকারী ("3.14" ) কে (3.14 ) এ রূপান্তর ।

খালি স্ট্রিং কে 0 তে রূপান্তর ।

অন্যানগৈুলোকে NaN (নম্বর নয়) এ পরিবর্তন ।


Number("3.14")    // returns 3.14
Number(" ")       // returns 0
Number("")        // returns 0
Number("99 88")   // returns NaN

 

আপনি  (নাম্বর মেথড) অ্ধ্যায়ে স্ট্রিং কে সংখ্যায় রূপান্তর করার আরো অনেক মেথড খুজে পাবেন :

পদ্ধতি বর্ণনা
parseFloat একটি স্ট্রিং পার্স করুন এবং একটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যা ফেরৎ পান
parseInt একটি স্ট্রিং পার্স করুন এবং একটি পূর্ণসংখ্যা ফেরৎ পান

 

ইউনারী + অপারেটর

একটি ভেরিয়েবল (পরিবর্তনশীল নাম্বার) কে সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে ইউনারী + অপারেটর ব্যবহার করা যেতে পারে :
উদাহরণ


 var y = "5";      // y is a string
 var x = + y;      // x is a number

 

যদি variable কে রূপান্তরিত করা না যায় তাহলে এটি সংখ্যাই থাকে যার মান হয় NaN (নম্বর নয়):
উদাহরণ


 var y = "John";   // y is a string
 var x = + y;      // x is a number (NaN)

 

Booleans কে নাম্বার এ রূপান্তর

গ্লোবাল পদ্ধতি Number() দিয়ে Booleans কে নাম্বারে রূপান্তর করতে পারেন :


Number(false)     // returns 0
Number(true)      // returns 1

 

তারিখ কে নাম্বারে রূপান্তর

গ্লোবাল পদ্ধতি Number() দিয়ে তারিখকে নাম্বারে রূপান্তর করতে পারেন :


d = new Date();
Number(d)          // returns 1404568027739

 

তারিখের পদ্ধতি toString() ও একই ধরনের কাজ করে ।


d = new Date();
d.getTime()        // returns 1404568027739

 

স্বয়ংক্রিয় রূপান্তর

যখন জাভাস্ক্রিপ্ট একটি "ভুল" ডাটা টাইপ নিয়ে কাজ করার চেষ্টা করে, এটি মানকে "সঠিক" ডাটা টাইপে রূপান্তর করতে চেষ্টা করে।
ফলাফল সবসময় আপনার আশানরূপ হয় না:


5 + null    // returns 5         because null is converted to 0
"5" + null  // returns "5null"   because null is converted to "null"
"5" + 2     // returns 52        because 2 is converted to "2"
"5" - 2     // returns 3         because "5" is converted to 5
"5" * "2"   // returns 10        because "5" and "2" are converted to 5 and 2

 

স্বয়ংক্রিয় স্ট্রিং রূপান্তর

জাভাস্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবেই ভেরিয়েবল এর toString ফাংশনকে কল করে যখন অবজেক্ট বা ভেরিয়েবল থেকে "output" আশা করেন :


document.getElementById("demo").innerHTML = myVar;

// if myVar = {name:"Fjohn"}  // toString converts to "[object Object]"
// if myVar = [1,2,3,4]       // toString converts to "1,2,3,4"
// if myVar = new Date()      // toString converts to "Fri Jul 18 2014 09:08:55 
                                 GMT+0200"

 

সংখ্যা এবং Booleans ও রূপান্তরিত হয়, কিন্তু এবি খুব একটা দৃশ্যমান নয়:


// if myVar = 123             // toString converts to "123"
// if myVar = true            // toString converts to "true"
// if myVar = false           // toString converts to "false"

 

জাভাস্ক্রিপ্ট টাইপ রূপান্তর ছক

এই টেবিল বিভিন্ন প্রকার জাভাস্ক্রিপ্ট মানকে সংখ্যা, স্ট্রিং, এবং বুলিয়ান এ রূপান্তর প্রদর্শন করে :

আদি মান সংখ্যায় রূপান্তরিত স্ট্রিং এ রূপান্তরিত বুলিয়ানে রূপান্তরিত
false 0 "false" false
true 1 "true" true
0 0 "0" false
1 1 "1" true
"0" 0 "0" true
"1" 1 "1" true
NaN NaN "NaN" false
Infinity Infinity "Infinity" true
-Infinity -Infinity "-Infinity" true
"" 0 "" false
"20" 20 "20" true
"twenty" NaN "twenty" true
[ ] 0 "" true
[20] 20 "20" true
[10,20] NaN "10,20" true
["twenty"] NaN "twenty" true
["ten","twenty"] NaN "ten,twenty" true
function(){} NaN "function(){}" true
{ } NaN "[object Object]" true
null 0 "null" false
undefined NaN "undefined" false

নোট: কোটেশন যুক্ত মান স্ট্রিং নির্দেশ করে।

বোল্ড করা মান (কিছু) প্রোগ্রামার সমর্থন করে না।

 

জাভাস্ক্রিপ্ট বলেন্স (JavaScript Booleans)

Huge Sell on Popular Electronics

শরিফুল ইসলাম
Job category-Php Coder

 

Javascript বুলিয়ান এ মাত্র দুটি ভ্যালু আছে সত্য অথবা মিথ্যা (true or false)

 

বুলিয়ান ভ্যালু

প্রায়সময় প্রোগ্রামিং এ আপনার এমন ধরনের ডাটা টাইপ এর দরকার পরতে পারে যাতে একটি বা দুটি ভ্যালু থাকতে পারে যেমন

  • Yes/no
  • On/off
  • True/false

এইজন্য javascript এ বুলিয়ান ডাটা টাইপ আছে যেমন true এবং false

 

Boolean() ফাংশন

কোন একটি এক্সপ্রেশন বা একটি variable সত্য কিনা তা Boolean() ফাংশন ব্যবহার করে বাহির করা সম্ভব।

উদাহরণ

Boolean(10 > 9) সত্য দেখাবে

 

আরও যদি সোজাভাবে দেখি

উদাহরণ

10 > 9) সত্য দেখাবে

 

Comparisons এবং conditons

উদাহরনের কিছু তালিকা

অপারেটর

বর্ণনা

উদাহরণ

== equal to if (day == "Monday")
> greater than if (salary > 9000)
< less than if (age < 18)

 

বাস্তব ভ্যালু এর সাথে সবকিছু সত্য :

উদাহরণ


 100

3.14

-15

"Hello"

"false"

7 + 1 + 3.14

5 < 6

 

বাস্তব ভ্যালু ছাড়া সবকিছু মিথ্যা

বুলিয়ান ভ্যালু 0 হচ্ছে false
উদাহরণ


var x = 0;
 Boolean(x);// false আসবে

 

বুলিয়ান ভ্যালু -0 হচ্ছে false
উদাহরণ


 var x = -0;
 Boolean(x);// false আসবে

 

বুলিয়ান ভ্যালু “ফাকা” হচ্ছে false
উদাহরণ


var x = “”;
 Boolean(x);// false আসবে

 

বুলিয়ান ভ্যালু undefined হচ্ছে false
উদাহরণ


var x ;
 Boolean(x);// false আসবে

 

বুলিয়ান ভ্যালু null হচ্ছে false
উদাহরণ


var x = null;
 Boolean(x);// false আসবে

 

বুলিয়ান ভ্যালু false হচ্ছে false
উদাহরণ


var x = false;
 Boolean(x);// false আসবে

 

বুলিয়ান ভ্যালু NaN হচ্ছে false
উদাহরণ


var x = 10/”H”;
 Boolean(x);// false আসবে

 

বুলিয়ান প্রপার্টিজ এবং মেথড

প্রিমিটিভ ভ্যালু যেমন true or false, এদের কোন প্রপার্টিজ বা মেথড হয় না (কারন তারা কোন অবজেক্ট নয়)। কিন্তু javascript এ প্রিমিটিভ ভ্যালুতে প্রপার্টিজ এবং মেথড আছে। কারন javascript প্রিমিটিভ ভ্যালুকে অবজেক্ট হিসেবে গ্রহন করে যখন প্রপার্টিজ এবং মেথড গণনা করা হয়।

পিএইচপি ৫ ডাটা টাইপ (PHP 5 Data Types)

Huge Sell on Popular Electronics

আক্তারুজ্জামান

Department of CSE, University of Chittagong
ভেরিয়েবল বিভন্ন রকমের ডাটা স্টোর করতে পারে, এবং বিভন্ন ডাটা টাইপ বিভন্ন রকম কাজ করে। পিএইচপি নিচে উল্লেখিত ডাটা টাইপ গুলো সাপোর্ট করে।

স্ট্রিং (String):

স্ট্রিং তৈরি হয় এক বা একাধিক ক্যারেক্টার মিলে । সোজা কথায় স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি । যেমনঃ “Hello World” হচ্ছে একটি স্ট্রিং।
ডাবল কিংবা সিঙ্গল কোট ব্যবহার করে স্ট্রিং (string) ভেরিয়েবল তৈরি করতে হয়।
উদাহরণঃ


 <?php 
 $x = "Hello world!";
 $y = 'Hello world!';
 
 echo $x;
 echo "<br>"; 
 echo $y;
 ?>

এইখানে $x এবং y হল দুটি string টাইপ ভেরিয়েবল

 

ইন্টিজার (integer)

ইন্টিজার মানে হল পূর্ণ সংখ্যা । এইটি -2,147, 483, 648 এবং +2, 147, 483, 647 এর মধ্যে যে কোন একটি সংখ্যা হতে পারে। নিচের উদাহরণে $x হল একটি ইন্টিজার (integer) টাইপের ভেরিয়েবল।


<?php 
 $x = 5985;
 var_dump($x);
 ?>

var_dump() ফাংশনটি ডাটা টাইপ এবং মান রিটার্ন করে।

 

ফ্লোটিং পয়েন্ট (Float)

ফ্লোট হল একটি decimal point নাম্বার। নিচের উদাহরণে $x হল একটি ফ্লোট টাইপের ভেরিয়েবল।


<?php 
 $x = 10.365;
 var_dump($x);
 ?>

 

বুলিয়ান (boolean)

কোন কিছু সত্য না মিথ্যা তা প্রকাশ করার জন্য বুলিয়ান ডাটা টাইপটি ব্যাবহার করা হয়।বুলিয়ান এর দুইটি মান হতে পারে – true অথবা false
উদাহরনঃ


$x = true
$y = false

 

এ্যারে (Array)

একটি সিঙ্গেল ভেরিয়েবলে একের অধিক মান স্টোর করার জন্য এ্যারে ব্যাবহার করা হয়। নিচের উদাহরণে $cars হল একটি এ্যারে।


<?php 
 $cars = array("Volvo","BMW","Toyota");
 var_dump($cars);
 ?>

এইখানে $cars এ্যারেতে তিনটি স্ট্রিং টাইপের মান রয়েছেঃ
Volvo, BMW এবং Toyota।

 

অবজেক্ট টাইপ (Object)

কোন নির্দিষ্ট একটি ক্লাসের instance কে অবজেক্ট বলা হয়। অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল এবং ফাংশন এর সমস্টি। অবজেক্ট ইন্সট্যান্স তৈরি করতে হয় new কিওয়ার্ডটি ব্যবহার করে।
উদাহরনঃ


<?php
 class Car {
     function Car() {
         $this->model = "VW";
     }
 }
 
 // create an object
 $herbie = new Car();
 
 // show object properties
 echo $herbie->model;
 ?>

 

নাল টাইপ (Null)

নাল একটি বিশেষ ধরণের ডাটা টাইপ যেটার মান হতে পারে শুধুমাত্র একটি- এবং এইটি হল null । একটি ভেরিয়েবলে কোন মান এসাইন করা না হলে ওইটাকে নাল ডাটা টাইপের ভেরিয়েবল বলা হয়।
উদাহরনঃ


<?php
$x = "Hello world!";
$x = null;
var_dump($x);
?>


এইখানে $x হল একটি নাল টাইপের ভেরিয়েবল।