Tag Archives: কনটেন্ট

এসইও এর জন্য কনটেন্টই সেরা । SEO – Content is the King

Huge Sell on Popular Electronics

কনটেন্টই মূলত এই সাইটে আপনি কি কি দেখাতে চান। যেমন টেক্সট, গ্রাফিক্স, এমনকি অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক। আপনার সাইডে অত্যধিক গ্রাফিক্স ব্যবহার করা উচিত নয় কারণ এতে করে আপনার ওয়েব সাইড লোড হতে সময় নিবে।

আপনার ওয়েবসাইডকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কিভাবে করবেন তার জন্য হাজার হাজার লেখা, বই এবং ফোরাম সাইড পাবেন। কিন্তু শেষ পর্যন্ত আপনাকে একটি নিয়ম অব্যশই মানতে হবে যে, স্বতন্ত্র, উচ্চ মানের কনটেন্ট।

স্বতন্ত্র, উচ্চ মানের কনটেন্ট

যখন মানুষ কোন তথ্যের জন্য কোন ওয়েবসাইডে যায়, তখন সে উক্ত ওয়েবসাইড হতে অন্যদের থেকে স্বতন্ত্র কিছু পেতে চায়। বর্তমান সময়ে, সার্চ ইঞ্জিন খুব স্মার্ট হয়েছে এবং তারা ব্যাকরণ এবং শব্দগুচ্ছ সম্পূর্ণ বুঝতে সক্ষম হয়েছে।

এসইও কনটেন্ট লিখন (কপি লেখা)

এসইও কনটেন্ট লেখার ক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত বিষয় গুলো অব্যশই মেনে চলতে হবে।

  1. কনটেন্ট সুনির্দিষ্ট লোকদের জন্য লিখতে হবে।
  2. কীওয়ার্ড ডেনসিটির জন্য সার্চ ইঞ্জিন নীতিমালা অনুসরণ করতে হবে।
  3. শিরোনাম অব্যশই আকর্ষণীয় এবং ভিজিটরদের কাছে আকর্ষক হতে হবে।
  4. বিভ্রান্তিকর, দ্ব্যর্থক, এবং জটিল ভাষা ব্যবহার করা যাবে না।
  5. আপনার ওয়েব পেজকে সংক্ষিপ্ত করতে হবে।

ভাল কনটেন্ট এর অন্যান্য উপকারিতা

এটা শুধু এসইও নয় এর মাধ্যমে আপনি আপনার মনের চিন্তা শক্তি অন্যের কাছে উপস্থাপন করতে পারবেন। অনেক কারণেই আপনার সাইট জনপ্রিয় হতে পারে।

  • আপনার সাইডে যদি স্বতন্ত্র কিছু থাকে তবে লোকজন আপনার সাইডে ভিজিট করার জন্য অন্যকে উপদেশ দিবে।
  • অন্যান্য ওয়েবমাষ্টার আপনার সাইডের লিংক অন্য সাইডে দিবে।

উপসংহার

সৃজনশীল স্বতন্ত্র কনটেন্ট খুব কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। কিন্তু শেষ পর্যন্ত, এসইও এর নিয়ম আপনার কনটেন্টকে একটি ভাল অবস্থানে নিয়ে যাবে। এটা শুধু সার্চ ইঞ্জিন এর জন্য নয় বরং এটা আপনার মূল্যবান ভিজিটরের জন্য। ভিজিটর হচ্ছে আপনার ওয়েবসাইডের একটি সম্পদ। তাই কনটেন্ট এর জন্য আমাদের কঠোর পরিশ্রম ও সময় দিতে হবে।

jQuery এর সেট কনটেন্ট এবং এট্রিবিউটস

Huge Sell on Popular Electronics

লিখেছেন সুদীপ্ত সাহা

 

সেট কনটেন্ট - text(), html(), and val()

কনটেন্ট সেট করার জন্য আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করব।

  • text()নির্বাচিত টেক্সট কন্টেন্ট ফেরৎ
  • html()নির্বাচিত ইলিমেন্টের কন্টেন্ট ফেরৎ (HTML মার্কআপ সহ)
  • val()ফর্ম এর ভেলু ফেরতের ক্ষেত্রে

কিভাবে jQuery text(), html(), এবং val() সেট করতে হয় তা নিম্নলিখিত উদাহরণে দেখানো হল।

উদাহরণ


$("#btn1").click(function(){
    $("#test1").text("Hello world!");
});
$("#btn2").click(function(){
    $("#test2").html("<b>Hello world!</b>");
});
$("#btn3").click(function(){
    $("#test3").val("Dolly Duck");
});

ফলাফল : jQuery text(), html(), এবং val()

 

একটি কলব্যাক ফাংশন এর জন্য text(), html(), এবং val()

উপরোক্ত তিনটি jQuery পদ্ধতি text(), html() এবং val() এর মাধ্যমে কলব্যাক ফাংশন তৈরি করা যায়। এই কলব্যাক ফাংশন এর দুটি প্যারামিটার আছে। index er বর্তমান তালিকার নির্বাচিত ইলিমেন্ট এবং অরজিনাল ভ্যালু (পুরাতন)। এর পরে আপনি নতুন স্ট্রিং এ ফেরত গিয়ে আপনি ফাংশনে নতুন ভ্যালু ব্যবহার করতে করতে পারেন। নিম্নলিখিত উদাহরণে text() এবং html() এর সাহায্যে একটি কলব্যাক ফাংশন,


$("#btn1").click(function(){
    $("#test1").text(function(i, origText){
        return "Old text: " + origText + " New text: Hello world!
        (index: " + i + ")";
    });
});

$("#btn2").click(function(){
    $("#test2").html(function(i, origText){
        return "Old html: " + origText + " New html: Hello <b>world!</b>
        (index: " + i + ")";
    });
});

ফলাফল : কলব্যাক ফাংশন এর জন্য text(), html(), এবং val()

 

সেট এট্রিবিউটস : Attr ()

JQuery এর Attr () এট্রিবিউটসটি ভ্যালু সেট এবং পরিবর্তন এর কাজে ব্যবহার করা হয়। নিম্নলিখিত উদাহরণে আমরা দেখব কিভাবে হাইপার লিঙ্কের মান পরিবর্তন করতে হয়।


$("button").click(function(){
    $("#w3s").attr("href", "http://www.w3schools.com/jquery");
});

ফলাফল : Attr ()

 

Attr () এট্রিবিউট এর মাধ্যম আপনি একই সময়ে একধিক ইলিমেন্ট সেট করতে পারবেন। নিম্নলিখিত উদাহরণে আমরা দেখব Attr () এট্রিবিউট এর মাধ্যমে একই সময়ে একধিক ইলিমেন্ট ব্যবহার,


$("button").click(function(){
    $("#w3s").attr({
        "href" : "http://www.w3schools.com/jquery",
        "title" : "W3Schools jQuery Tutorial"
    });
});

ফলাফল : attr()

 

একটি কলব্যাক ফাংশনে Attr () এট্রিবিউট

JQuery পদ্ধতিতে কলব্যাক ফাংশন এর জন্য Attr () এট্রিবিউট খুবই গুরুত্তপুর্ন। এই কলব্যাক ফাংশন এর দুটি প্যারামিটার আছে। index er বর্তমান তালিকার নির্বাচিত ইলিমেন্ট এবং অরজিনাল ভ্যালু(পুরাতন)। এর পরে আপনি নতুন স্ট্রিং এ ফেরত গিয়ে আপনি ফাংশনে নতুন ভ্যালু ব্যবহার করতে করতে পারেন। নিম্নলিখিত উদাহরণে Attr () এট্রিবিউট এর সাহায্যে একটি কলব্যাক ফাংশন,


$("button").click(function(){
    $("#w3s").attr("href", function(i, origValue){
        return origValue + "/jquery";
    });
});

ফলাফল : সেট এট্রিবিউটস Attr ()