এস ই ও এর জন্য বিশেষজ্ঞ নিয়োগ । SEO – Hiring an Expert

নয়ন চন্দ্র সরকার

 

এস ই ও এর বিভিন্ন অংশের কাজ এবং ওয়েব সাইট এর গুনাগুন নিশ্চিত করতে প্রয়োজন হয় একজন সুদক্ষ বা অভিজ্ঞ লোকের। যে কাজগুলো আমরা করবে পারি না বা সর্বোত্তম ভাবে সম্পাদান করতে পারি না, সেগুলোর জন্যই একজন অভিজ্ঞ লোক নিয়োগের প্রয়োজন পরে। কারন, এস ই ও এর উপরই আপনার ওয়েব সাইট এর ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে।

যে কাজগুলোর জন্য এস ই ও বিশেষজ্ঞ নিয়োগ করা যেতে পারে

  1. কোড এর বৈধতা নিশ্চিতকরণ এবং এর সার্বিক গুনাগুন অটুট রাখতে, এবং কোড যেন সার্চ ইঞ্জিন-সুলভ ইত্যাদি বিষয়ের জন্য বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজন হয়।
  2. এস ই ওর অন পেজ অপটিমাইজেসন যেমন, পেজ টাইটেল, কল টু অ্যাকশান কপি রাইটিং ইত্যাদি কাজের জন্য।
  3. প্রাসঙ্গিক সাইটগুলোর সাথে ভাল মানের লিঙ্ক বিল্ডিং নিশ্চিতকরণ।
  4. ওয়েব সাইট এর বিষয়বস্তুর উপর ভিজিটরের আগমন নির্ভর করে। আর একজন এস ই ও বিশেষজ্ঞ এই বিষয়টি নিশ্চিত করেন।
  5. অফ পেজ অপটিমাইজেসন এর বিভিন্ন কাজ যেমন, আর্টিকেল সাবমিশন, ব্লগের ব্যবহার, লিঙ্ক বিল্ডিং, ডিরেক্টরি সাবমিশন ইত্যাদি কাজের জন্য একজন এস ই ও বিশেষজ্ঞ প্রয়োজন।

পরিশেষে বলা যায় যে, আপনি যদি নিজেই এর কাজগুলো করতে পারেন তাহলে বিশেষজ্ঞ নিয়োগের কোন প্রয়োজন নেই।

কিভাবে এস ই ও বিশেষজ্ঞ বাছাই করবেন

একটি ওয়েব সাইট এর জন্য ভাল মানের এস ই ও বিশেষজ্ঞ নিয়োগ বা বাছাই করা সত্যিই কঠিন কাজ। তবে নিম্নোক্ত পন্থাগুলো অবলম্বন করলে টা অনেকাংশে সহজ হয়। এমন কিছু পদ্ধতি হল,

  1. আপনি আপনার বন্ধু বা পরিচিত কারোর মাধ্যমে খোঁজ করতে পারেন।
  2. এস ই ও সম্পর্কিত অনেক ফোরাম আছে যেগুলোতে আপনি এ সম্পর্কে ফিডব্যাক পেতে পারেন।
  3. উনি সাম্প্রতিকালে যেসব ওয়েব সাইট এ কাজ করেছেন সেগুলোর খোঁজ-খবর রাখতে পারে।
  4. এস ই ও কোম্পানি গুলোকে অটোমেটিক কাজ করা হতে বিরত রাখবেন।
  5. সস্তা এস ই ও বিশেষজ্ঞ নিয়োগ করবেন না। তবে ভাল দক্ষতা থাকলে ভেবে দেখতে পারেন।
  6. আর্টিকেল বা ওয়েবসাইট এর বিষয়বস্তুর উপর ভিত্তি করে কোন এস ই ও কোম্পানি কে নিয়োগ দেবেন না।
  7. ওদের ওয়েব সাইট এ প্রসংশা পত্রের প্রাচুর্যটা দেখে কখনই মুগ্ধ হবেন না।

এই বিষয় গুলো মাথাই রাখলেই আপনি একজন ভাল মানের এস ই ও অভিজ্ঞ লোক বা প্রতিষ্ঠানের সন্ধান পেতে পারেন।