Category Archives: সিএসএস CSS

সিএসএস৩ বর্ডার ইমেজ (CSS3 Border Images in Bangla)

সিএসএস৩ border-image প্রোপার্টি

সিএসএস৩ border-image প্রোপার্টি দিয়ে একটি এলিমেন্ট এর চারদিকে বর্ডার সেট করতে পারেন।

 

ব্রাউজার সাপর্ট

টেবিলে উল্লেখিত সংখ্যা ব্রাউজার এর প্রথম ভার্সন যা এই প্রোপার্টি সম্পূর্ণভাবে সাপর্ট করে তা বোঝায়।

-webkit- বা -moz- দ্বারা প্রথম প্রিফিক্স ভার্সন বুঝায় যা এই প্রোপার্টি সাপর্ট করে।

Property  Internet Explorer  Google Chrome  Mozila Firefox  Safari  Opera
border-image 11.0 16.0
4.0 -webkit-
15.0
3.5 -moz-
6.0
3.1 -webkit-
15.0
11.0 -o-

 

সিএসএস৩ border-image প্রোপার্টি

সিএসএস৩ border-image প্রোপার্টি যেকোন এলিমেন্ট এর চারিদিকে বর্ডার দিয়ার জন্য ব্যবহার করা হয়।

প্রোপার্টিটি নিম্নোক্ত তিনভাবে অংশগ্রহণ করে:

  1. ইমেজ বর্ডার হিসেবে
  2. ইমেজ এর যেখানে স্লাইস/ভাগ থাকে
  3. মাঝ অংশ যেখানে পুনরাবৃত্তি বা প্রসারিত হবে তা নির্দিষ্ট করে

আমরা নিম্নোক্ত ইমেজটি ব্যবহার করবো (border.png)

বর্ডার

border-image প্রোপার্টি ছবিটিকে নিয়ে একে নয়টি অংশে স্লাইস/ভাগ করে । ইটি চারটি কর্ণারে বসে এবং এবং মধ্যবর্তী অংশ আপনি যেভাবে চান সেই অনুযায়ী - পুনরাবৃত্তি বা প্রসারিত হয়।

নোট: border-image প্রোপার্টি কাজ করার জন্য এলিমেন্টটির বর্ডার প্রোপার্টি সেট প্রয়োজন হবে।

এখানে ইমেজ এর মধ্যবর্তী অংশের পুণরাবৃত্তি ঘটেছে:

Here, the middle sections of the image are repeated to create the border.

এর কোড হচ্ছে


#borderimg {
    border: 10px solid transparent;
    padding: 15px;
    -webkit-border-image: url(border.png) 30 round; /* Safari 3.1-5 */
    -o-border-image: url(border.png) 30 round; /* Opera 11-12.1 */
    border-image: url(border.png) 30 round;
}

 

এখানে মধ্যবর্তী অংশ প্রসারিত হয়েছে:

Here, the middle sections of the image are stretched to create the border.

এর কোড হচ্ছে:


#borderimg {
    border: 10px solid transparent;
    padding: 15px;
    -webkit-border-image: url(border.png) 30 stretch; /* Safari 3.1-5 */
    -o-border-image: url(border.png) 30 stretch; /* Opera 11-12.1 */
    border-image: url(border.png) 30 stretch;
}

 

সিএসএস৩ border-image - বিভিন্ন স্লাইস মান

স্লাইস এর বিভিন্ন মান বর্ডার এর চেহারা পাল্টে দেয়

উদাহরণ 01:

border-image: url(border.png) 50 round;

 

উদাহরণ 02:

border-image: url('http://www.w3schools.com/css/border.png') 20% round;

 

উদাহরণ 03:

border-image: url(border.png) 30% round;

 

এর কোড হচ্ছে:


#borderimg1 {
    border: 10px solid transparent;
    padding: 15px;
    -webkit-border-image: url(border.png) 50 round; /* Safari 3.1-5 */
    -o-border-image: url(border.png) 50 round; /* Opera 11-12.1 */
    border-image: url(border.png) 50 round;
}

#borderimg2 {
    border: 10px solid transparent;
    padding: 15px;
    -webkit-border-image: url(border.png) 20% round; /* Safari 3.1-5 */
    -o-border-image: url(border.png) 20% round; /* Opera 11-12.1 */
    border-image: url(border.png) 20% round;
}

#borderimg3 {
    border: 10px solid transparent;
    padding: 15px;
    -webkit-border-image: url(border.png) 30% round; /* Safari 3.1-5 */
    -o-border-image: url(border.png) 30% round; /* Opera 11-12.1 */
    border-image: url(border.png) 30% round;
}

 

সিএসএস৩ গোলাকৃতির কর্ণার (CSS3 Rounded Corners in Bangla)

সিএসএস৩ border-radius প্রোপার্টি সাহায্যে আপনি যেকোন এলিমেনন্ট এর “গোলাকৃতির কোর্ণার বা পার্শ্ব” তৈরি করতে পারেন।

ব্রাউজার সাপর্ট

টেবিলে উল্লেখিত সংখ্যা ব্রাউজার এর প্রথম ভার্সন যা এই প্রোপার্টি সম্পূর্ণভাবে সাপর্ট করে তা বোঝায়।

-webkit- বা -moz- দ্বারা প্রথম প্রিফিক্স ভার্সন বুঝায় যা এই প্রোপার্টি সাপর্ট করে।

Property  Internet Explorer Google Crome  Mozila Firefox  Safari Opera
border-radius 9.0 5.0
4.0 -webkit-
4.0
3.0 -moz-
5.0
3.1 -webkit-
10.5

 

সিএসএস৩ border-radius প্রোপার্টি

সিএসএস৩ এ এ border-radius  প্রোপার্টি এর সাহায্যে যেকোন এলিমেন্ট  এর "rounded corners" প্রদান করতে পারেন।

এখানে কিছু উদাহরণ দেয়া হলো:

নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড রং বিশিষ্ট একটি এলিমেন্ট এর গোলাকৃতি পার্শ্ব :

Rounded corners!

 

বর্ডার বিশিষ্ট একটি এলিমেন্ট এর গোলাকৃতি পার্শ্ব:

Rounded corners!

 

নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড ছবি বিশিষ্ট একটি এলিমেন্ট এর গোলাকৃতি পার্শ্ব :

Rounded corners!

 

এর কোড হচ্ছে:


#rcorners1 {
    border-radius: 25px;
    background: #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

#rcorners2 {
    border-radius: 25px;
    border: 2px solid #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

#rcorners3 {
    border-radius: 25px;
    background: url(paper.gif);
    background-position: left top;
    background-repeat: repeat;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

 

টিপস: border-radius হচ্ছে border-top-left-radius, border-top-right-radius, border-bottom-right-radius এবং border-bottom-left-radius এর সংক্ষিপ্ত প্রোপার্টি।

 

সিএসএস৩ border-radius প্রতিটি আলাদা পার্শ্ব পরিবর্তন

যদি আপনি border-radius প্রোপার্টি এর একটিমাত্র মান নির্ধারণ করেন তাহলে তা চারটি কর্ণারের উপরই কার্যকর হবে।

যদি আপনি চান তাহলে প্রতিটি আলাদা পার্শ্ব এর মান নির্ধারণ করে দিতে পারেন। এখানে তার নিয়ম দেয়া হলো:

  • চারটি মান: প্রথম মান উপরের বাম পাশের, দ্বিতীয় মান উপরের ডান পাশের, তৃতীয় মান নিচের ডান পাশের এবং চতুর্থ মান নিচের বাম পাশের কর্ণারের উপর প্রয়োগ হয়।
  • তিনটি মান: প্রথম মান উপরের বাম পাশে, দ্বিতীয় মান উপরের ডান পাশ ও নিচের বাম পাশে এবং তৃতীয় মান নিচের ডান পাশের কর্ণারের উপর কাজ করে।
  • দুইটি মান: প্রথম মান উপরের বাম পাশ ও নিচের ডান পাশ এবং দ্বিতীয় মান উপরের ডান পাশ ও নিচের বাম পাশের কর্ণারের উপর কাজ করে।
  • একটি মান: চারটি কর্ণরকেই সমানভাবে গোলাকৃতি করে।

 

এখানে তিনটি উদাহরণ দেয়া হলো:

১. চারটি মান - border-radius: 15px 50px 30px 5px:

Rounded corners!

২. তিনটি মান - border-radius: 15px 50px 30px:

Rounded corners!

৩. দুইটি মান - border-radius: 15px 50px:

Rounded corners!

 

এখানে এর কোড দেয়া হলো:


#rcorners4 {
    border-radius: 15px 50px 30px 5px;
    background: #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

#rcorners5 {
    border-radius: 15px 50px 30px;
    background: #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

#rcorners6 {
    border-radius: 15px 50px;
    background: #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

 

আপনি উপবৃত্তাকার কোণও তৈরি করতে পারেন:


#rcorners7 {
    border-radius: 50px/15px;
    background: #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

#rcorners8 {
    border-radius: 15px/50px;
    background: #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

#rcorners9 {
    border-radius: 50%;
    background: #8AC007;
    padding: 20px;
    width: 200px;
    height: 150px;
}

CSS পরিচিতি : CSS Overview

আগে থেকেই আপনার যা জানা উচিত
CSS শেখা শুরু করার আগে আপনার HTML/XHTML সম্পর্কে সাধারণ ধারণা থাকা উচিত।
CSS কি
* CSS বলতে বুঝায় ক্যাসকেডিং স্টাইল শিটস (Cascading Style Sheets)
* এই স্টাইল নির্ধারণ করে HTML উপাদানগুলো কেমনভাবে প্রদর্শিত হবে
* HTML 4.0 ভার্সনের সঙ্গে স্টাইল যোগ করা হয়েছিল একটি সমস্যা সমাধানের উপায় হিসেবে
* স্টাইল শিট বাড়তি পরিশ্রমের হাত থেকে রক্ষা করে
* CSS ফাইলের মধ্যে গোটা স্টাইলশিট সংরক্ষণ করা থাকে

স্টাইল একটি বড় সমস্যা সমাধান করেছিল
ডকুমেন্ট ফরম্যাটিং বা সজ্জার কাজে HTML এর সাথে কখনো ট্যাগ ব্যবহার করার পরিকল্পনা ছিল না। HTML কেবল ডকুমেন্টের বিষয়বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহারের কথা ছিল। যেমন:

এটি একটি শিরোনাম

এটি একটি প্যারাগ্র্যাফ

HTML 3.2 ভার্সনের সাথে যখন বিভিন্ন রকম ট্যাগ যেমন কিংবা color উপাদানগুলো ব্যবহার শুরু হলো, তখন ওয়েব ডেভলপারদের জন্য তা একপ্রকার দু:স্বপ্নে পরিণত হলো। বড় বড় ওয়েবসাইটের প্রতিটি পৃষ্ঠায় font এবং color উপাদানগুলো ব্যবহার করা অনেক কষ্টদায়ক ও সময়সাপেক্ষ হয়ে উঠল।
আর এই সমস্যা সমাধানের লক্ষ্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম (W3C) প্রণয়ন করে CSS.
HTML 4.0 ভার্সন থেকেই সকল HTML ডকুমেন্ট থেকে পৃথক ফরম্যাটিং বাদ দেয়া সম্ভব হল। পরিবর্তে একটি আলাদা CSS ফাইলে ফরম্যাটিং নির্দেশনা সংরক্ষণের ব্যবস্থা করা হলো।
--------------------------------------------------------------------------------

CSS বাক্যরীতি (Syntax)

একটি CSS সেট একটি সিলেক্টর (selector) এবং একটি ডিক্লেয়ারেশন (declaration) ব্লক দ্বারা গঠিত:

CSS সিলেক্টর
সিলেক্টর নির্দেশ করে দেয় আপনি HTML উপাদানগুলোকে কিভাবে সাজাবেন।
ডিক্লেয়ারেশন ব্লকে এক কিংবা একাধিক ডিক্লেয়ারেশন সেমিকোলন দ্বারা পৃথক করা হয়। প্রতিটি ডিক্লেয়ারেশনে একটি প্রোপার্টির (property) নাম এবং তার মান (value) কোলন (:) দ্বারা আলাদা করা থাকে।

CSS উদাহরণ
একটি CSS ডিক্লেয়ারেশন সবসময় সেমিকোলনের মাধ্যমে শেষ হয়। ডিক্লেয়ারেশন গ্রুপটি দ্বিতীয় বন্ধনী "{}" দ্বারা ঘেরা থাকে। যেমন:
p {color:red;text-align:center;}

তবে CSS কোডকে সহজে পঠন ও উপলব্ধির জন্য ডিক্লেয়ারেশনগুলো আলাদা লাইনে দেয়া যেতে পারে:
যেমন

p {
color: red;
text-align: center;
}

 

CSS এর ব্যাসিক ধারনা । Introduction to CSS

লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

তাই ওয়েবডিজাইনের জন্য CSS কিন্তু অনেক গুরুত্বপুর্ণ । আজ আপনাদের সাথে ওয়েবডিজাইনের অনেক গুরুত্বপুর্ণ ভাষা CSS নিয়ে আলোচনা করবো ।

CSS কি?
CSS কি বলার আগে বলে নেই CSS শিখতে গেলে আপনাকে আগে কি কি জানতে হবে । CSS শিখতে গেলে আপনাকে অবশ্যই HTML অথবা XHTML এর বেসিক ধারনা রাখতে হবে । এগুলোর সব একটির সাথে আরেকটির গভীরভাবে সম্পর্ক রয়েছে । তাই ধারাবাহিকভাবে বা শিখলে আপনি কিছুই জানতে পারবেন না । আগে আমি তাই সব প্রাথমিকভাবে ধারনা দিব যে ওয়েবডিজাইনার হতে গেলে আপনাকে কি কি জানা লাগবে । তারপর বিস্তারিতভাবে শুরু করবো ।

CSS এর পূর্ণরুপ Cascading Style Sheets । তার মানে CSS এ আপনাকে স্টাইল শিটের মাধ্যমে ওয়েবডিজাইন করতে হবে । এটা নির্দেশ করে HTML elements কিভাবে বিন্যাস করা হবে । স্টাইল শিট নতুন করে HTML 4.0 যোগ করে ডিজাইনের বিভিন্ন ত্রুটিগুলো দূর করে । এক্সটার্নাল স্টাইল শিট গুলো CSS files এর ভিতর জমা থাকে । এই এক্সটার্নাল স্টাইল শিট অনেক কাজ একসাথে করে থাকে । তাই এই এক্সটার্নাল স্টাইল শিটের গুরুত্ব অপরিসীম ।

CSS ডেমো কেমন?
CSS কি জিনিস তাতো বুঝলাম, এবার আসুন দেখি CSS এর ডেমোটা কেমন হয়ঃ

/* Stylesheet 1: */

body {

font: 100% Lucida Sans; margin: 20px; line-height: 26px;

}

.container {

min-width: 900px;

}

.wrapper { position: relative; overflow: auto; }

#top, #sidebar, #bottom, .menuitem { border-radius: 4px; margin: 4px; }

#top { background-color: #84c754; color: #ffffff; padding: 15px; }

#menubar { width: 200px; float: left } #main { padding: 10px; margin: 0 210px; }

#sidebar { background-color: #32a4e7; color: #ffffff; padding: 10px; width: 180px; bottom: 0; top: 0; right: 0; position: absolute; }

#bottom { border: 1px solid #d4d4d4; background-color: #f1f1f1; text-align: center; padding: 10px; font-size: 70%; line-height: 14px; }

#top h1, #top p, #menulist { margin: 0; padding: 0; } .menuitem { background-color: #f1f1f1; border: 1px solid #d4d4d4; list-style-type: none; padding: 2px; cursor: pointer; } .menuitem:hover { background-color: #ffffff; } a { color: #000000; text-decoration: underline; } a:hover { text-decoration: none; }

এরকম স্টাইলশিট দেখলেই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা CSS এ কোডিং করা হয়েছে ।

CSS ফাইল কিভাবে থাকে?
CSS ফাইল এক্সটার্নাল .css এক্সটেনশন আকারে থাকে । এর ভিতর স্টাইলগুলো লেখা থাকে । যা ওয়েবসাইটের সকল পেজের appearance এবং layout এর ডিজাইন উল্লেখ করা থাকে । তাই এই একটি ফাইল এডিট করেই আপনি ওয়েব ডিজাইন করতে সমর্থ হবেন ।

CSS এর গুরুত্ব?
CSS কি এবং এটা কেমন তা জানলাম । এবার আমরা জানবো কিভাবে CSS দ্বারা বড় বড় সমস্যা দূর করা হয় এবং এর গুরুত্ব সম্পর্কে জানবো ।
আমরা তো আগের পর্বে দেখিয়েছিলাম HTML দ্বারা কিভাবে একটা ডকুমেন্টের ফরমেট করা হয় । তারপরও উদাহরণটা আমি আরেকবার দেখাচ্ছি ।

এটা একটা হেডিং ট্যাগ

এটা একটা প্যারাগ্রাফ ।

এভাবে আমরা সাধারণত একটা ডকুমেন্ট লিখে থাকি । এর ভিতর যদি আলাদা আলাদা কালার এবং ফন্ট পরিবর্তন করতে চাই, তাহলে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ট্যাগ এবং কালার এলিমেন্ট যুক্ত করতে হবে । যা একটা ডকুমেন্ট লেখার জন্য সম্ভব । কিন্তু যদি আমরা বড় একটি ওয়েব পেজ লিখতে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? কি মাথা ঘুরছে তাই নাহ? থাক আর মাথা ঘুরিয়ে কাজ নাই। আপনার এই মাথা ঘোরা দূর করতে আছে CSS । এটা একটা স্টাইলশিটের মাধ্যমেই একটা ওয়েবপেজের ডিজাইন করে দিতে পারে । তাহলে বুঝতেই পারছেন CSS এর গুরুত্ব ।

CSS এর আরেকটা গুরুত্ব হলো এটা HTML elements কিভাবে দেখাবে তা নির্দেশ করে থাকে । তাই HTML এর বিন্যাস খুব সহজেই করা যায় ।

তাহলে আশাকরি CSS সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারনা হলো । আর না বুঝতে পারলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না । পরের পর্বে আমরা CSS এর আরো বিস্তারিত নিয়ে হাজির হবো । তাই আমাদের সাথেই থাকুন ।

CSS এ দক্ষ হতে হলে কি কি শিখতে হবে? CSS what to Learn? Mostly links to resources. If you can master the topics in all these resources, you will be a great one..

CSS এ দক্ষ হতে হলে কি কি শিখতে হবে? CSS what to Learn? Mostly links to resources. If you can master the topics in all অof these resources, you will be a great one..

আজ আমি সিএসএস বিষয়ে কিছু ধারণা দেব।

1.সিএসএস ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।ভালমানের একটি ওয়েব সাইট বানাতে হলে সিএসএস জানা দরকার।আজ আমি অপনাদের সিএসএস বিষয়ে কিছু ধারণা দেব।

সিএসএস টেবিলঃ-

table
{
border-collapse:collapse;
}
table,th, td
{
border: 1px solid black;
}

সিএসএস ব্যাকগ্রাউন্ডঃ-

1. body {background-color:#b0c4de;}
2. h1 {background-color:#6495ed;}
p {background-color:#e0ffff;}
div {background-color:#b0c4de;}
3. body {background-image:url("paper.gif");}
4. body
{
background-image:url("img_tree.png");
background-repeat:no-repeat;
}
সিএসএস বক্স মডেল তৈরী করতে হলে
 Margin
 Border
 Padding
 Content
এই চারটির মাপ আনুযায়ী সিএসএস বক্স মডেল তৈরী করা যায়।
যেমনঃ-
width:250px;
padding:10px;
border:5px solid gray;
margin:10px;
রাউন্ড বক্স তৈরী করতে হলেঃ-
div
{
border:2px solid;
border-radius:25px;
}

ডিভ এলিমেন্ট দিয়ে বক্স তৈরীঃ-
div
{
-webkit-border-image:url(border.png) 30 30 round; /* Safari 5 */
-o-border-image:url(border.png) 30 30 round; /* Opera 10.5-12.1 */
border-image:url(border.png) 30 30 round;
}
বক্সে ছায়া দিতেঃ-
div
{
box-shadow: 10px 10px 5px #888888;
}
টেক্সট ইফেক্ট দিতে ঃ
h1
{
text-shadow: 5px 5px 5px #FF0000;
}

সিএসএস স্টাইলিং লিংকঃ-
a:link {color:#FF0000;} /* unvisited link */
a:visited {color:#00FF00;} /* visited link */
a:hover {color:#FF00FF;} /* mouse over link */
a:active {color:#0000FF;} /* selected link */

অ্যানিমেশন ইফেক্টঃ-
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div
{
width:100px;
height:100px;
background:red;
animation:myfirst 5s;
-webkit-animation:myfirst 5s; /* Safari and Chrome */
}

@keyframes myfirst
{
from {background:red;}
to {background:yellow;}
}
@keyframes myfirst
{
from {background: red;}
to {background: yellow;}
}

@-webkit-keyframes myfirst /* Safari and Chrome */
{
from {background: red;}
to {background: yellow;}
}

@-webkit-keyframes myfirst /* Safari and Chrome */
{
from {background:red;}
to {background:yellow;}
}
</style>
</head>
<body>

<p><b>Note:</b> This example does not work in Internet Explorer 9 and earlier versions.</p>

<div></div>

</body>
</html>

2. আমি এই ওয়েব সাইট থেকে বিষয় বেছে নিয়েছি:
http://salearningschool.com

সিএসএস হলো Cascading Style Sheets.

লেখকঃ মোঃমিনহাজুল ইসলাম
সিএসএস হলো Cascading Style Sheets. । সিএসএস ফাইল সেভ করতে হয় .css দিয়ে।
সিএসএস ব্যবহার করা হয় এইচটিএমএল পেজটে কে আরও দৃষ্টিনন্দন করা জন্য।
সিএসএস ৩ দরনে হয়।
১) ইন্টারনাল সিএসএস ।
২) এক্সটার্নাল সিএসএস ।
৩) ইনলাইন সিএসএস ।
ইন্টারনাল সিএসএসঃ যেকোন এইচটিএমএল ডকুমেন্টে <head></head> এর ভিতর style ট্যাগ ব্যবহার করে ইন্টারনাল সিএসএস লেখা হয়। একটা উদাহরনঃ
<!DOCTYPE html>
html>
<head>
<style>
h1{color: #ddd;background: yellow;text-align: center;}
</style>
</head>
<body>
<h1>www.minhajsite.wordpress.com demo heading</h1>
<p>This is my blog site</p>
</body>
</html>
এক্সটার্নাল সিএসএস : একটা ফাইলে রেখে সেটা .css এক্সটেনশন নাম দিয়ে (যেমন style.css) সেভ করে এইচটিএমএল ফাইলে সংযুক্ত করে দিলেই হয়ে যায়। এটার নামই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এইচটিএমএল এ link নামে একটা ট্যাগ আছে এটা দিয়েই সংযোগ দেয়া যায়। একটা উদাহরনঃ
<!DOCTYPE html>
html>
<head>
<link href="/style.css" rel="stylesheet" type="text/css"/>
</head>
<body>
<h1>www.minhajsite.wordpress.com demo heading</h1>
<p>This is my blog site</p>
</body>
</html>
এবার এই ফাইলটি index.html নামে সেভ করুন। style.css এর কোড
h1{color: #ddd; background: yellow;text-align: center;}
ইনলাইন সিএসএস : এলিমেন্টের ভিতরেই সিএসএস লেখা হয় তাই ইনলাইন সিএসএস বলে। একটা উদাহরনঃ
<h2 style="background-color: #ddd; color: #fff;">This is my blog site
</h2>