ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক : ডিসিএন বিষয়ক আলোচনা (Discuss DCN)

রিদওয়ান বিন শামীম

 

ডাটা কমিউনিকেশন হল দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে ডিজিটাল ডাটার আদান প্রদান করা, এবং কম্পিউটার নেটওয়ার্ক বা ডাটা নেটওয়ার্ক হল এক ধরণের টেলিযোগাযোগ ব্যবস্থা যাতে এর অন্তর্ভুক্ত কম্পিউটারগুলো ডাটা আদান প্রদান করতে পারে। নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার জাতীয় যন্ত্রগুলো হয় তারজাতীয় নাহয় তারবিহীন- এই দুই প্রকার উপায়েই যুক্ত থাকতে সক্ষম। সেরা কম্পিউটার নেটওয়ার্ক হল ইন্টারনেট।

 

আমাদের টিউটোরিয়ালগুলোতে ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক বা ডিসিএনের মূল বিষয়গুলো দেখানো হবে এবং ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত অনেক এডভান্সড বিষয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়া হবে।

Leave a Reply