PHP ক্যারিয়ার গঠন

PHP ক্যারিয়ার গঠন
নাভিদ তাসনিম

PHP অর্থাৎ Hypertext Preprocessor হলো একটি সার্ভার সাইড, একটি HTML Embedded স্ক্রিপ্টিং সাইড।একজন ভালো ওয়েব ডিজাইনার হতে PHP শেখা খুবই গুরুত্বপূর্ণ।প্রশ্ন হচ্ছে আপনি যদি অভিজ্ঞ PHP ক্যারিয়ার গঠন করতে চান তবে আপনার কি কি জানা প্রয়োজন?

টুলস এবং ফ্রেমওয়ার্ক :

1. CakePHP ফ্রেমওয়ার্ক শিখুন।
http://cakephp.org/

2. বিভিন্ন IDE যেমন Zend Studio,Aptana,Borland Delphi IDE for PHP,P4A IDE,Eclipse PDT,Dreamweaver ইত্যাদি এর ব্যবহার জানুন ।জেন্ড স্টুডিও থেকে টুলস এবং ফ্রেমওয়ার্ক সম্পর্কে ভালভাবে শিখে নিন।
http://www.zend.com/products/studio/

3. PHP বাদে আপনি কি চাকরি খুঁজছেন? অথবা আপনার পছন্দের চাকরি বেছে নিতে পারছেন না? তাহলে আপনার এ বিষয়ে আরো জানা প্রয়োজন।আর যদি আপনার নির্দিষ্ট চাকরি থাকে, তাহলে আপনি একটি IDE এর উপর মনোনিবেশ করতে পারেন।ড্রুপাল এবং জুমলার ব্যবহার শিখুন।

4. Directory Codes সম্পর্কে ভাল ধারনা রাখা প্রয়োজন।CMSes গুলোর ডাটাবেস স্ট্রাকচার সম্পর্কেও ভালভাবে জানুন।

5. PHP ক্যারিয়ারে দক্ষতা অর্জনে আপনাকে অবশ্যই HTML,CSS,JavaScript,MySQL & XHTML সম্পর্কে জানতে হবে।SITEBUILDER এর বইগুলো এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে।

6. মনেরিস, পেপাল, অথরাইজ, মিরাসার্ভ-বিভিন্ন অনলাইন পেমেন্ট পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

7. Magento,OScommerce,Ubercart সাইটগুলো আপনাকে লিনাক্স/অ্যপাচী প্ল্যাটফর্মের ওয়েব হোস্টিং সম্পর্কে ধারনা দেবে।

8. PHP সম্পর্কে অনুশীলন করতে Ebay থেকে কমদামে PHP স্ক্রীপ্ট কিনে নিতে পারেন।এরপর এগুলোর উপর নানান এক্সপেরিমেন্ট চালাতে পারেন।

9. সর্বোপরি Photoshop XML Manipulation,XSS এবং বিভিন্ন PHP Applications ব্যবহার ও ডিপ্লয়িং জানুন যা আপনাকে PHP তে আরো দক্ষ করে তুলবে।

আপনার কি PHP ক্যারিয়ার গঠন করা উচিত? নিচের লিংকগুলো দেখুন-

Reference:

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1147&title=How%20to%20build%20a%20career%20in%20PHP