MongoDB Create Collection . MongoDB ড্রপ কালেকশন

MongoDB ড্রপ কালেকশন
নয়ন চন্দ্র দত্ত

কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন টিউটোরিয়াল - MongoDB ড্রপ কালেকশন । তাহলে চলুন আজকের টিউটোরিয়াল সম্পর্কে ।

drop() পদ্ধতি
MongoDB এর ডেটাবেস থেকে একটি কালেকশন ড্রপ করতে db.collection.drop() ব্যবহৃত হয়।

সিনট্যাক্স:
drop() কমান্ডের বেসিক সিনট্যাক্স বা বাক্য গঠন নিম্নরূপঃ

db.COLLECTION_NAME.drop()

উদাহরণ:
প্রথমত, আপনার mydb ডেটাবেসের মধ্যে available আছে এমন কালেকশন চেক করে নিন।

>use mydb
switched to db mydb
>show collections
mycol
mycollection
system.indexes
tutorialspoint
>

এখন mycollection এই নাম দিয়ে কালেকশনটি ড্রপ করুন।

>db.mycollection.drop()
true
>

আবারো ডেটাবেস এর মধ্যে কালেকশনের লিস্ট চেক করে নিন।

>show collections
mycol
system.indexes
tutorialspoint
>

drop() পদ্ধতি সত্য দেখাবে যদি সিলেক্টকরা কালেকশনগুলো সঠিকভাবে ড্রপ হয়। অন্যথায় এটি মিথ্যা দেখাবে ।