MongoDB Create Database

MongoDB ডেটাবেস তৈরি করা
লেখকঃ নয়ন চন্দ্র দত্ত

কি খবর সবার? আশা করছি সবাই ভাল আছেন। আজ আমি হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কীভাবে MongoDB ডেটাবেস তৈরি করা যায়। তাহলে আর কথা না
বাড়িয়ে আজকের টিউটোরিয়াল শুরু করি।

use কমান্ড
MongoDB use DATABASE_NAME ডেটাবেস তৈরি করতে বাবহৃত হয়। কমান্ড একটি নতুন ডেটাবেস তৈরি করে যদি এটা উপস্থিত না থাকে অন্যথায়, এটি বিদ্যমান ডেটাবেস এ ফিরে আসে।
সিনট্যাক্স
use DATABASE এর বেসিক বাক্য গঠন বিবৃতি নিম্নরূপঃ
use DATABASE_NAME

উদাহরণ:
আপনি যদি নাম দিয়ে একটি ডেটাবেস তৈরি করতে চান তাহলে use DATABASE বিবৃতি নিম্নরূপ হবেঃ
>use mydb
switched to db mydb

আপনার বর্তমান নির্বাচিত ডেটাবেস পরীক্ষা করার জন্য db কমান্ড ব্যবহার করুন
>db
mydb

যদি আপনি আপনার ডেটাবেস তালিকা চেক করতে চান তাহলে show dbs কমান্ড ব্যবহার করুন
>show dbs
local 0.78125GB
test 0.23012GB

আপনার তৈরি ডেটাবেস ( Mydb ) তালিকায় উপস্থিত নেই। ডেটাবেস প্রদর্শন করতে আপনি তাতে অন্তত একটি ডকুমেন্ট সন্নিবেশ করতে হবে।
>db.movie.insert({"name":"tutorials point"})
>show dbs
local 0.78125GB
mydb 0.23012GB
test 0.23012GB

MongoDB তে ডিফল্ট ডাটাবেস পরীক্ষা
আপনি যদি কোনো ডেটাবেস তৈরি না করে থাকেন তাহলে সংগ্রহগুলো টেস্ট ডেটাবেসের মধ্যে সংরক্ষিত হবে।

আশা করছি ভাল লেগেছে আজকের টিউটোরিয়াল। পরবর্তিতে MongoDB বিষয়ক আরো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আজকের মত এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর কোন সমস্যা হলে নিশ্চই কমেন্ট করবেন ।
http://Bangla.SaLearningSchool.com

Permanent link to this article: http://bangla.sitestree.com/mongodb-create-database/