সফটওয়্যার পরীক্ষক এর কার্যাবলী

সাইদ আহমেদ এবং রাশেদা ইয়াসমিন নিপা

Software testing হল এমন একটি পদ্ধতি যা সফটওয়্যারের গুণগত মান মূল্যায়ন করে ও এর সমস্যা গুলো খুঁজে বের করে। Software tester এর কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো হল:

১। একজন Software tester একটি প্রজেক্টের আবশ্যকীয়/requirements বিষয় নিয়ে বিশ্লেষণ করে। সফটওয়্যারটি requirements ঠিকমতো ইমপ্লিমেন্ট করেছে কিনা তা যাচাই করে।

২। মূল্যায়ণ/testing কৌশল তৈরি করে।

৩। Software এর ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করে।

৪। মূল্যায়ণ কৌশলকে নির্বাহ করে। execution of test cases

৫। ত্রুটি-বিচ্যুতি সমাধান করার প্রক্রিয়া তৈরি করে।

৬। মূল্যায়ণ করার কৌশলকে আরও কিভাবে উন্নত করা যায় সেদিকে খেয়াল রাখে।

৭।  মূল্যায়ণ করার পরিবেশ তৈরি করে। Create test environment. create test case execution environment.

৮। Test manager কে টেস্টিং এর ফলাফল অবগত করে।

৯। মূল্যায়ণ করার উপাত্ত/data তৈরি করে।

১০। প্রয়োজনে পুনরায় মুল্যায়ণ করে।

Translation of:

http://sitestree.com/2013/02/17/responsibilities-of-a-software-tester/