শুরু হল প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাঃ

শুরু হল প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাঃ

 

গত ২২নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হল বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সাড়া দেশের মোট ২ হাজার ৬২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।

 

এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন যাদের মধ্যে ছাত্র ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন এবং ছাত্রী রয়েছেন ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন।আর ইবতেদায়ী বিভাগে পরীক্ষার্থী রয়েছে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন যার মধ্যে ১ লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে  ১ লাখ ৪৪ হাজার ৮৯০ জন ।

 

এবার সপ্তমবারের মত এই পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হল।প্রাথমিক পর্বের শিক্ষা সমাপ্ত করে দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় বসবে কোমলমতি এই শিশুরা। ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণীর শিশুদের জন্য আর ২০১০ সাল থেকে ইবতেদায়ী বিভাগে অধ্যয়নরত শিশুদের জন্য এই পরীক্ষার প্রবর্তন হয়। প্রথম দুই বছর এই পরীক্ষায় বিভাগভিত্তিক ফল দেয়া হত, পরে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে এর ফলাফল দেয়া হচ্ছে।

 

২২নভেম্বর ২০১৫, রবিবার সকাল ১১টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়।  হরতালের কারণে ২৩ নভেম্বরের পরীক্ষা ৩০ নভেম্বরে পিছানোয় এই পরীক্ষার সময়সূচী দীর্ঘায়িত হল।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be/

Leave a Reply