মেডিকেলের ইন্টার্নশিপ ২ বছর করার পরিকল্পনাঃ Govt plans internship of MBBS for two years

চিকিৎসাবিদ্যার স্নাতক পর্যায়ের পড়ালেখা সমাপ্তির জন্য ১ বছর ইন্টার্নশিপ করতে হত শিক্ষার্থীদের। হাতেকলমে প্রয়োগের জন্য অর্জিত জ্ঞান প্রয়োগের জন্য বিশ্বের প্রায় সব দেশেই এই ইন্টার্নশিপকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আর সেই ইন্টার্নশিপকে বাড়িয়ে দুই বছর করার চিন্তাভাবনা করছে সরকার।

১৯ ডিসেম্বর শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন অফ বাংলাদেশের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দুই বছরের ইন্টার্নশিপের বিষয়ে সম্ভবনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'বর্তমান সরকার সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।' অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃমোঃ আব্দুল আজিজ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কামরুল হাসান খান, জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন প্রমুখ।

নতুন নিয়মে শিক্ষার্থীদের একবছর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আর একবছর নিজ গ্রামে ইন্টার্নশিপ করতে হবে।

 

বিভিন্ন জাতীয় দৈনিক অবলম্বনে

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%aa-%e0%a7%a8/

Leave a Reply