ভবিষ্যৎ কম্পিউটারের নানান তথ্য

(রায়হান)
১। * ভবিষ্যৎ কম্পিউটারের নানান তথ্য *

কম্পিউটার ছারা আমাদের জীবন অচল। দৈনন্দিন কাজে কম্পিউটার আমাদের অপরীসিম ভুমিকা পালন করে। নানা বিবর্তনের পথ ধরে কম্পিউটার এখন সময়ের আধুনিকতম প্রযুক্তিপণ্য।বর্তমানের কম্পিউটার
চলে বৈদ্যতিক শক্তি দিয়ে, অদুর ভবিষ্যৎ এ চলবে আনবিক শক্তি দিয়ে।
এবার খবর পাওয়া গেছে মানুষের স্নায়ুকোষের আদলে তৈরি হবে ভবিষ্যৎ কম্পিউটার। মানুষের স্নায়ুকোষ যেভাবে তথ্য আদান-প্রদান করে ঠিক সেভাবেই পরবর্তী প্রজন্মের কম্পিউটার যেনো তথ্য আদান-প্রদান করতে পারে সে বিষয়টি নিয়ে গবেষণা করছেন গবেষকরা।ইউনিভার্সিটি অব প্লেইমাউথের গবেষক ড. টমাস ওয়েনকারস জানিয়েছেন, স্নায়ুকোষের কার্যকলাপ থেকে একটি মডেল দাঁড় করানো সম্ভব। ভবিষ্যৎ কম্পিউটার তৈরি করতে বায়োলজি থেকেই শিখতে চান গবেষকরা। নিউরাল নেটওয়ার্কের চেয়ে মস্তিষ্কের কাজ অনেক বেশি জটিল। আর মস্তিষ্কের যোগাযোগ পদ্ধতি ভালোভাবে জানা গেলে কম্পিউটারের যোগাযোগের ক্ষেত্রে অনেক উন্নতি করা সম্ভব বলেই তিনি মনে করেন। জানা গেছে, আর্ম চিপস নামে এক ধরনের ডিভাইস এরকম নিউরন মডেলেই তৈরি। এতে ১ হাজার নিউরন মডেল ব্যবহার করা হয়েছে। আর পদ্ধতিতে এ মডেলটি ব্যবহৃত হয়েছে তার নাম স্পিনাকার সিস্টেম। গবেষকরা ধারণা করছেন, কম্পিউটারের অডিও এবং ভিডিও প্রসেসিং পদ্ধতি নিউরনের যোগাযোগ পদ্ধতি অনুকরণ করে আরো উন্নত করা সম্ভব। ভাবার বিষয় হচ্ছে, ভবিষ্যতের এ কম্পিউটার কেবল সেন্সরের ওপর নির্ভর না করে মানুষের মতোই নিজেই দেখতে ও শুনতে পারবে। এ গবেষণায় শুধু কম্পিউটার তৈরি করা নয়, বরং স্নায়ুকোষের কার্যকলাপও জানা যাবে। ড. ওয়েনকারস জানিয়েছেন, স্নায়ুকোষের মডেল অনুসরণ করে বায়োলজিক্যাল কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার বানানোও সম্ভব হবে।

২। http://sitestree.com/future-computer-2/