নোড.জেএস – এনপিএম (Node.js – NPM)

রিদওয়ান বিন শামীম

 

নড প্যাকেজ ম্যানেজার বা এনপিএম দুটি ফাংশনালিটির প্রবর্তন করে,

  • নড জেএস প্যাকেজ বা মডিউলের জন্য অনলাইন সংগ্রহস্থল তৈরি করে যা search.nodejs.orgতে খোঁজা হবে।
  • নড জেএস প্যাকেজ ইন্সটলের জন্য কম্যান্ড লাইন ইউটিলিটি, নড জেএস প্যাকেজের ভার্সন ও সংশ্লিষ্ট নির্ভরতা বিষয়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে।

এনপিএম v0.6.3 এর পরবর্তী সংস্করণগুলোতে নড জেএস ইন্সটলেশন প্যাকেজের সাথে বাণ্ডিল আকারে আসে। ভেরিফাই করার জন্য কনসোল ওপেন করে নিচের কম্যান্ড লিখে দেখতে পারি,


 $ npm --version
 2.7.1

 

যদি এনপিএমের পুরনো সংস্করণ ব্যবহার করে থাকি তাহলে এটি আপডেট করা অনেক সহজ হবে, নিচের কম্যান্ড ব্যবহার করে আমরা এটি করতে পারি,


$ sudo npm install npm -g
 /usr/bin/npm -> /usr/lib/node_modules/npm/bin/npm-cli.js
 npm@2.7.1 /usr/lib/node_modules/npm

 

এনপিএম ব্যবহার করে মডিউল ইন্সটল করা

এজন্য একটি সহজ সিনট্যাক্স আমরা ব্যবহার করতে পারি,


$ npm install <Module Name>

 

যেমন, নিচের কম্যান্ড express নামের একটি পরিচিত নড জেএস ওয়েব ফ্রেমওয়ার্ক মডিউল ইন্সটলের জন্য ব্যবহৃত হতে পারে,


$ npm install express

 

এখন আমরা জেএস ফাইলে এই মডিউল ব্যবহার করতে পারব,


var express = require('express');

 

গ্লোবাল বনাম লোকাল ইন্সটলেশন

বাই ডিফল্ট এনপিএম যেকোনো ডিপেন্ডেন্সিকে লোকাল মোডে ইন্সটল করে। এখানে লোকাল মোড বলতে বোঝায় node_modules ডিরেক্টরিতে প্যাকেজ ইন্সটলেশন যা কিনা নড জেএস এপ্লিকেশন যে ফোল্ডারে আছে সেখানে বিদ্যমান। লোকাল মোডের প্যাকেজগুলো require() মেথডে প্রবেশযোগ্য। যেমন, এক্সপ্রেস মডিউল ইন্সটল করার সময় এটি কারেন্ট ডিরেক্টরিতে node_modules ডিরেক্টরি তৈরি করেছে।


$ ls -l
 total 0
 drwxr-xr-x 3 root root 20 Mar 17 02:23 node_modules

 

অন্যভাবে, লোকালভাবে ইন্সটলড মডিউলকে আমরা npm ls কম্যান্ড ব্যবহার করে তালিকাবদ্ধ করতে পারি,

গ্লোবালভাবে ইন্সটলড প্যাকেজ বা ডিপেন্ডেন্সি সিস্টেম ডিরেক্টরিতে সংরক্ষিত থাকে। এসব ডিপেন্ডেন্সি যেকোনো নড জেএসের সিএলআই বা কম্যান্ড লাইন ইন্টারফেস ফাংশনে ব্যবহৃত হতে পারে কিন্তু require()ব্যবহার করে নড এপ্লিকেশনে সরাসরি ইমপোর্ট করা যায় না। গ্লোবাল ইন্সটলেশন ব্যবহার করে এক্সপ্রেস মডিউল ইন্সটল করা যাক,


$ npm install express -g

 

এটি একই ফলাফল দেবে কিন্তু মডিউল গ্লোবালি ইন্সটলড হবে। এখানে প্রথম লাইন মডিউলের ভার্সন ও ইন্সটলের লোকেশন নির্দেশ করবে।


express@4.12.2 /usr/lib/node_modules/express
 ├── merge-descriptors@1.0.0
 ├── utils-merge@1.0.0
 ├── cookie-signature@1.0.6
 ├── methods@1.1.1
 ├── fresh@0.2.4
 ├── cookie@0.1.2
 ├── escape-html@1.0.1
 ├── range-parser@1.0.2
 ├── content-type@1.0.1
 ├── finalhandler@0.3.3
 ├── vary@1.0.0
 ├── parseurl@1.3.0
 ├── content-disposition@0.5.0
 ├── path-to-regexp@0.1.3
 ├── depd@1.0.0
 ├── qs@2.3.3
 ├── on-finished@2.2.0 (ee-first@1.1.0)
 ├── etag@1.5.1 (crc@3.2.1)
 ├── debug@2.1.3 (ms@0.7.0)
 ├── proxy-addr@1.0.7 (forwarded@0.1.0, ipaddr.js@0.1.9)
 ├── send@0.12.1 (destroy@1.0.3, ms@0.7.0, mime@1.3.4)
 ├── serve-static@1.9.2 (send@0.12.2)
 ├── accepts@1.2.5 (negotiator@0.5.1, mime-types@2.0.10)
 └── type-is@1.6.1 (media-typer@0.3.0, mime-types@2.0.10)

 

গ্লোবালি ইন্সটলড সব মডিউল চেক করে দেখতে,


$ npm ls -g

 

package.jsonব্যবহারঃ package.json যেকোনো নড এপ্লিকেশন বা মডিউলের রুট ডিরেক্টরিতে থাকে এবং প্যাকেজের বৈশিষ্ট্য বিবৃত করে। node_modules/express/তে অবস্থিত এক্সপ্রেস প্যাকেজের package.json খুলে আমরা পাই,


{
  "name": "express",
  "description": "Fast, unopinionated, minimalist web framework",
  "version": "4.11.2",
  "author": {
    "name": "TJ Holowaychuk",
    "email": "tj@vision-media.ca"
  },
  "contributors": [
    {
      "name": "Aaron Heckmann",
      "email": "aaron.heckmann+github@gmail.com"
    },
    {
      "name": "Ciaran Jessup",
      "email": "ciaranj@gmail.com"
    },
    {
      "name": "Douglas Christopher Wilson",
      "email": "doug@somethingdoug.com"
    },
    {
      "name": "Guillermo Rauch",
      "email": "rauchg@gmail.com"
    },
    {
      "name": "Jonathan Ong",
      "email": "me@jongleberry.com"
    },
    {
      "name": "Roman Shtylman",
      "email": "shtylman+expressjs@gmail.com"
    },
    {
      "name": "Young Jae Sim",
      "email": "hanul@hanul.me"
    }
  ],
  "license": "MIT",
  "repository": {
    "type": "git",
    "url": "https://github.com/strongloop/express"
  },
  "homepage": "http://expressjs.com/",
  "keywords": [
    "express",
    "framework",
    "sinatra",
    "web",
    "rest",
    "restful",
    "router",
    "app",
    "api"
  ],
  "dependencies": {
    "accepts": "~1.2.3",
    "content-disposition": "0.5.0",
    "cookie-signature": "1.0.5",
    "debug": "~2.1.1",
    "depd": "~1.0.0",
    "escape-html": "1.0.1",
    "etag": "~1.5.1",
    "finalhandler": "0.3.3",
    "fresh": "0.2.4",
    "media-typer": "0.3.0",
    "methods": "~1.1.1",
    "on-finished": "~2.2.0",
    "parseurl": "~1.3.0",
    "path-to-regexp": "0.1.3",
    "proxy-addr": "~1.0.6",
    "qs": "2.3.3",
    "range-parser": "~1.0.2",
    "send": "0.11.1",
    "serve-static": "~1.8.1",
    "type-is": "~1.5.6",
    "vary": "~1.0.0",
    "cookie": "0.1.2",
    "merge-descriptors": "0.0.2",
    "utils-merge": "1.0.0"
  },
  "devDependencies": {
    "after": "0.8.1",
    "ejs": "2.1.4",
    "istanbul": "0.3.5",
    "marked": "0.3.3",
    "mocha": "~2.1.0",
    "should": "~4.6.2",
    "supertest": "~0.15.0",
    "hjs": "~0.0.6",
    "body-parser": "~1.11.0",
    "connect-redis": "~2.2.0",
    "cookie-parser": "~1.3.3",
    "express-session": "~1.10.2",
    "jade": "~1.9.1",
    "method-override": "~2.3.1",
    "morgan": "~1.5.1",
    "multiparty": "~4.1.1",
    "vhost": "~3.0.0"
  },
  "engines": {
    "node": ">= 0.10.0"
  },
  "files": [
    "LICENSE",
    "History.md",
    "Readme.md",
    "index.js",
    "lib/"
  ],
  "scripts": {
    "test": "mocha --require test/support/env --reporter spec --bail --check-leaks test/ test/acceptance/",
    "test-cov": "istanbul cover node_modules/mocha/bin/_mocha -- --require test/support/env --reporter dot --check-leaks test/ test/acceptance/",
    "test-tap": "mocha --require test/support/env --reporter tap --check-leaks test/ test/acceptance/",
    "test-travis": "istanbul cover node_modules/mocha/bin/_mocha --report lcovonly -- --require test/support/env --reporter spec --check-leaks test/ test/acceptance/"
  },
  "gitHead": "63ab25579bda70b4927a179b580a9c580b6c7ada",
  "bugs": {
    "url": "https://github.com/strongloop/express/issues"
  },
  "_id": "express@4.11.2",
  "_shasum": "8df3d5a9ac848585f00a0777601823faecd3b148",
  "_from": "express@*",
  "_npmVersion": "1.4.28",
  "_npmUser": {
    "name": "dougwilson",
    "email": "doug@somethingdoug.com"
  },
  "maintainers": [
    {
      "name": "tjholowaychuk",
      "email": "tj@vision-media.ca"
    },
    {
      "name": "jongleberry",
      "email": "jonathanrichardong@gmail.com"
    },
    {
      "name": "shtylman",
      "email": "shtylman@gmail.com"
    },
    {
      "name": "dougwilson",
      "email": "doug@somethingdoug.com"
    },
    {
      "name": "aredridel",
      "email": "aredridel@nbtsc.org"
    },
    {
      "name": "strongloop",
      "email": "callback@strongloop.com"
    },
    {
      "name": "rfeng",
      "email": "enjoyjava@gmail.com"
    }
  ],
  "dist": {
    "shasum": "8df3d5a9ac848585f00a0777601823faecd3b148",
    "tarball": "http://registry.npmjs.org/express/-/express-4.11.2.tgz"
  },
  "directories": {},
  "_resolved": "https://registry.npmjs.org/express/-/express-4.11.2.tgz",
  "readme": "ERROR: No README data found!"
}

 

package.jsonএর এট্রিবিউট

  • name – প্যাকেজের নাম
  • version – প্যাকেজের ভার্সন
  • description – প্যাকেজের বর্ণনা
  • homepage – প্যাকেজের হোমপেজ
  • author – প্যাকেজের অথর
  • contributors – প্যাকেজের কন্ট্রিবিউটারের নাম
  • dependencies – ডিপেনডেন্সি লিস্ট
  • repository – প্যাকেজের সংগ্রহস্থলের প্রকরণ ও ইউআরএল
  • main – প্যাকেজের এন্ট্রি পয়েন্ট
  • keywords – কী ওয়ার্ড

 

মডিউল আনইন্সটল করতে

এজন্য কম্যান্ড ব্যবহার করতে পারি,


$ npm uninstall express


 

আনইন্সটল করে of /node_modules/ ডিরেক্টরি থেকে অথবা নিচের কম্যান্ড ব্যবহার করে ভেরিফাই করতে পারি


$ npm ls


 

 

মডিউল আপডেট করতে

package.json আপডেট করে ডিপেন্ডেন্সি ভার্সন পরিবর্তন করে এই কম্যান্ড রান করাতে হয়,


$ npm update express

 

মডিউল সার্চ করতে

এনপিএম ব্যবহার করে প্যাকেজের নাম সার্চ করতে হয়।


$ npm search express


 

মডিউল তৈরি করতে

এনপিএম ব্যবহার করে package.json এর কাঠামো তৈরি করা হয়,


$ npm init
 This utility will walk you through creating a package.json file.
 It only covers the most common items, and tries to guess sane defaults.
See 'npm help json' for definitive documentation on these fields
 and exactly what they do.
Use 'npm install <pkg> --save' afterwards to install a package and
 save it as a dependency in the package.json file.
Press ^C at any time to quit.
 name: (webmaster)

 

ভ্যালিড ইমেইল এড্রেসসহ এনপিএম সংগ্রহস্থল সাইটে রেজিস্ট্রেশন করার জন্য কম্যান্ড,


$ npm adduser
 Username: mcmohd
 Password:
 Email: (this IS public) mcmohd@gmail.com

 

মডিউল পাবলিশ করতে যে কোড ব্যবহার করব,


$ npm publish

 

সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হলে মডিউলটি পাবলিশ হয়ে যাবেএবং এনপিএমের মাধ্যমে ইন্সটলের যোগ্য হবে অন্যান্য নড জেএস মডিউলের মত।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae-node-js-npm/

Leave a Reply