নড.জেএস এর পরিবেশ তৈরি করা (Node.js – Environment Setup)

রিদওয়ান বিন শামীম

 

অনলাইনে অপশন পরীক্ষা করা

নড জেএস এর পরিবেশ নতুন করে তৈরি করার কিছু নেই কারণ ইতোমধ্যেই অনলাইনে সেই পরিবেশ তৈরি হয়ে আছে, অনলাইনে প্রাপ্য সকল উদাহরণ আমরা থিওরি নিয়ে কাজ করার সময়েই সম্পাদন করতে পারব। এটি আমাদের এবিষয়ে পড়াশুনার সময় বিভিন্ন ফলাফলসহ পরীক্ষানিরীক্ষা করার আত্মবিশ্বাস দেবে।

নিচের কোডের সাথে Try it অপশন ব্যবহার করে এটি করা যায়,


/* Hello World! program in Node.js */
 console.log("Hello World!");

 

আমাদের টিউটোরিয়ালের পরবর্তী অংশে Try it অপশন প্রচুর ব্যবহার করা হবে তাই এর ব্যবহার ভালভাবে জেনে নেয়া প্রয়োজন।

লোকাল এনভায়রন সেটআপ করা

লোকাল এনভায়রন সেটআপ করতে চাইলে দুটি জিনিস কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে, টেক্সট এডিটর আর নড জেএস বাইনারি ইন্সটলেবল।

টেক্সট এডিটরঃ প্রোগ্রাম টাইপ করার জন্য ব্যবহার করতে হয়। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে উইন্ডোজ নোটপ্যাড, অপারেটিং সিস্টেম এডিট কম্যান্ড ব্রিফ, এপ্সিলন, ইম্যাকস, ভিআইএম বা ভিআই ইত্যাদি টেক্সট এডিটর ব্যবহৃত হয়ে থাকে। এডিটরের মাধ্যমে সোর্স ফাইল তৈরি করা হয় যার মধ্যে প্রোগ্রাম সোর্স কোড থাকে। এর এক্সটেনশনে ".js" থাকে।

প্রোগ্রামিং শুরুর আগে একটি টেক্সট এডিটর ঠিক করে কোডিঙে কিছু অভিজ্ঞতা অর্জন করে একটি ফাইলে রেখে তা সম্পাদন করতে হয়।

নড জেএস রানটাইম

সোর্স ফাইলে লেখা সোর্সকোড হল জাভাস্ক্রিপ্ট। সেই জাভাস্ক্রিপ্ট কোড ইন্টারপ্রিট ও সম্পাদন করতে নড জেএস ইন্টারপ্রিটার ব্যবহৃত হয়।

নড জেএস ডিস্ট্রিবিউশন সান ওএস, লিনাক্স, ম্যাক ওএস এক্স, এবং উইন্ডোজের জন্য ৩২ ও ৬৪ বিট এক্স৮৬ প্রসেসর আর্কিটেকচারে বাইনারি ইন্সটলেবলরূপে পাওয়া যায়।

নড জেএসএর আরকাইভ ডাউনলোড করা

এক্ষেত্রে নড জেএসএর সর্বশেষ আরকাইভ ভার্সন ডাউনলোড করে নিতে হয়, বিভিন্ন ওএসের জন্য প্রযোজ্য কিছু আরকাইভ ভার্সন নিচের ছকে দেয়া হল,

ওএস আরকাইভের নাম

Windows   node-v0.12.0-x64.msi
Linux     node-v0.12.0-linux-x86.tar.gz
Mac       node-v0.12.0-darwin-x86.tar.gz
SunOS     node-v0.12.0-sunos-x86.tar.gz

ইউনিক্স, সান ওএস, লিনাক্স ও ম্যাক ওএস এক্সে ইন্সটল করা

ওএস আর্কিটেকচার অনুযায়ী /tmp তে node-v0.12.0-osname.tar.gz আরকাইভ ডাউনলোড ও এক্সট্রাক্ট করতে হয়। এরপর সেটিকে /usr/local/nodejs ডিরেক্টরিতে সরিয়ে রাখতে হয়।


 $ cd /tmp
 $ wget http://nodejs.org/dist/v0.12.0/node-v0.12.0-linux-x64.tar.gz
 $ tar xvfz node-v0.12.0-linux-x64.tar.gz
 $ mkdir -p /usr/local/nodejs
 $ mv node-v0.12.0-linux-x64/* /usr/local/nodejs

 

পাথ এনভায়রনমেন্ট চলকে /usr/local/nodejs/bin যোগ করতে হয়,

ওএস আউটপুট
 Linux    export PATH=$PATH:/usr/local/nodejs/bin
 Mac      export PATH=$PATH:/usr/local/nodejs/bin
 FreeBSD  export PATH=$PATH:/usr/local/nodejs/bin

উইন্ডোজে ইন্সটলেশন

এমএসআই ফাইল ব্যবহার করে নড জেএসের প্রম্পট ব্যবহার করতে হয়। বাই ডিফল্ট C:\Program Files\nodejs তে নড জেএস ডিস্ট্রিবিউশন ব্যবহার করে থাকে।ইন্সটলার উইন্ডোজের পাথ পরিবেশ চলকে C:\Program Files\nodejs\bin ডিরেক্টরি সেট করে। কম্যান্ড প্রম্পট সক্রিয় করতে রিস্টার্ট করতে হয়।

ইন্সটলেশন ভেরিফাই করা- ফাইল সম্পাদন

main.js নামের জেএস ফাইল তৈরি করতে হয় নিচের কোড সহ,


/* Hello, World! program in node.js */
 console.log("Hello, World!"

 

নড জেএস ইন্টারপ্রিটার ব্যবহার করে main.js ফাইল সম্পাদন করে আমরা ফলাফল দেখতে পারি,


$ node main.js

 

ইন্সটলেশনের সবকিছু ঠিকঠাক থাকলে এটি যে ফলাফল দেখাবে তা হল,


Hello, World!


 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a8%e0%a6%a1-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-node/

Leave a Reply