জাভা JDK 1.0.x এর সাহায্যে ফাইল খোলা এবং পড়া

জাভা JDK 1.0.x এর সাহায্যে ফাইল খোলা এবং পড়া
------------------------------------------------------------------

১। ফাইল ক্লাস অনুযায়ী ফাইল খুলুন।

২। ফাইল অবজেক্ট ব্যাবহার করে একটি FileInputStream তৈরি করুন।

৩। FileInputStream কে BufferedInputStream এ রুপান্তর করুন যা আপনার ফাইল পড়ার গতিকে অনেক বাড়িয়ে দেবে।

৪। BufferedInputStream কে DataInputStream কনভার্ট করুন যা আপনাকে ফাইল পড়ার ক্ষেত্রে যথেষ্ট স্বাচ্ছন্দ্য প্রদান করবে।

৫। শেষ পর্যন্ত ফাইলটি পরুন।

নিচে প্রক্রিয়াটি দেখান হলঃ

File f = new File("mydata.txt");
FileInputStream fis = new FileInputStream(f);
BufferedInputStream bis = new BufferedInputStream(fis);
DataInputStream dis = new DataInputStream(bis);
String record = null;

try {

while ( (record=dis.readLine()) != null ) {
//
// put your logic here to work with "record"
//
}

} catch (IOException e) {
//
// put your error-handling code here
//
}

Ref: http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=652&title=Opening%20and%20reading%20files%20with%20Java%20JDK%201.0.x