Tag Archives: Windows tutorial

উইন্টোজ 8.1 টিউটোরিয়াল: অনড্রাইভ (OneDrive)

Huge Sell on Popular Electronics

উইন্টোজ টিউটোরিয়াল 11 এর 11

আপনার জীবনের সবকিছু এক জায়গায়

উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এ, আপনি সহজেই আপনার সকল ফাইল OneDrive এ রেখে দিতে পারেন এবং যেকোন ডিভাইস থেকে তাদের সংগ্রহ করতে পারেন, যেমন আপনার পিসি, টেবলেট বা ফোন।

অনড্রাইভ হচ্ছে বিনা মূল্যে প্রাপ্ত অনলাইন স্টোরেজ (ইন্টারনেট এ প্রয়োজনীয় সকল ফাইল বা যেকোন কিছু জমা করে রাখার স্থান), যা মাইক্রোসফট অ্যাকাউন্ট এর সাথে আসে। এটি একটি বাড়তি হার্ড ড্রাইভ এর মত যা আপনি যেকোন ডিভাইস থেকেই ব্যবহার করতে পারেন। আপনার নিজে নিজেকে ইমেইল করার প্রয়োজন নেই বা USB flash drive (পেন ড্রাইভ) ব্যবহার করে বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আপনার ল্যাপটপে যা কিছু আছে এবং প্রেজেন্টেশন এর উপর কাজ করার জন্য, আপনার নতুন ট্যাবলেট এ পরিবারের সাথে শেষ ছুটি কাটানোর ছবি দেখা, বা আপনার ফোনে শপিং লিস্ট দেখা ইত্যাদি করার পরিবর্তে আপনি আপনার ফাইল অনড্রাইভ এ রেখে দিতে পারেন।

OneDrive ব্যবহার করা খুবই সহজ। আপনি কপি বা মুভ করা ছাড়াই আপনার পিসি থেকে ফাইল OneDrive এ রেখে দিতে পারেন। যখন আপনি নতুন ফাইল সংরক্ষণ করবেন, আপনি OneDrive নির্বাচন করে দিতে পারেন, যাতে আপনি যেকোন ডিভাইস থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং অন্য লোকেদের সাথে তা শেয়ার করতে পারেন। এবং আপনার পিসিতে যদি ক্যামেরা থাকে, তাহলে সয়ংক্রিয়ভাবে ক্যামেরায় তোলা ছবি OneDrive এ সংরক্ষণ করতে পারেন। সুতরাং আপনার ডাটার সমসময়ই একটি ব্যাকআপ থাকছে।

 

 

OneDrive এ ফাইল যোগ করা

OneDrive এ ফাইল সংরক্ষণের ভিন্ন ভিন্ন পন্থা রয়েছে। প্রথমে সিদ্ধান্ত নিন যে আপনি আপনার মূল ফাইল পিসিতে রেখেদিবেন কিনা এবং একটি কপি OneDrive এ রাখবেন কিনা। বা পিসি থেকে মুছে (মুভ করে) OneDrive এ সংরক্ষণ করবেন কিনা।

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইল OneDrive এ কপি করা

Add Fileধাপ 1: Start Screen এ OneDrive অ্যাপ্লিকেশন খোলার জন্য OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

One Driveধাপ 2: টোকা দিয়ে বা ক্লিক করে OneDrive এর কোন ফোল্ডার এ ফাইল রাখতে চান সেখানে যান।

 

 

 

 

 

 

 

 

 

 

Add Filesধাপ 3: অ্যাপ কমান্ড খোলার জন্য সুইপ করে পর্দার উপরের বা নিচের প্রান্তে যান বা ডান-ক্লিক করুন এবং তারপর Add files এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

Add Filesধাপ 4: আপনি যে ফাইল আপলোড করতে চান ব্রাইজ করে সেই ফাইল এ যান, তাদের সিলেক্ট (নির্বাচন) করার জন্য টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Copy to OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইল OneDrive এ মুভ করা

যখন আপনি কোন ফাইল মুভ করবেন তখন আপনার ফাইল পিসি থেকে মুছে OneDrive এ যোগ হবে।

ধাপ 1: OneDrive এ নেক্সট চিহ্নিত তীর এ টোকা দিন বা ক্লিক করুন।

ধাপ 2: আপনি যে ফাইল আপলোড করতে চান ব্রাইজ করে সেই ফাইল এ যান, তাদের সিলেক্ট (নির্বাচন) করার জন্য টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Copy to OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

ধাপ 3: Cut এ টোকা দিন বা ক্লিক করুন।

ধাপ 4: This PC এ যেতে নেক্সট চিহ্নিত তীর এ টোকা দিন বা ক্লিক করুন, এবং OneDrive এর ফোল্ডার ব্রাউজ করার জন্য OneDrive নির্বাচন করুন।

ধাপ 5: অ্যাপ কমান্ড খোলার জন্য পর্দার উপর বা নিচের দিকের প্রান্তে সুইপ করে যান বা ডান-ক্লিক করুন এবং তারপর Paste এ টোকা দিন বা ক্লিক করুন।

File Explorer এর মাধ্যমে OneDrive এর ফাইল মুভ করা

যখন আপনি কোন ফাইল মুভ করবেন তখন আপনার ফাইল পিসি থেকে মুছে OneDrive এ যোগ হবে। ডান পাশের প্যানেল থেকে ফাইল চেপে ধরে বাম পাশের OneDrive প্যানেলে ছেড়ে দিন।

File Explorer

কোন অ্যাপ্লিকেশন থেকে OneDrive এ ফাইল সংরক্ষণ করা

আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ফাইল OneDrive এ সংরক্ষণ করতে পারেন। আপনি আপনার পিসি সহ OneDrive বা অন্য কোন স্থানে ফাইল সংরক্ষণ পছন্ন করতে পারেন। আপনি কোথায় সংরক্ষণ করতে চান তার স্থান পরিবর্তন করতে OneDrive এর উপরের দিকের বাম প্রান্তের তীর চিহ্নে টোকা বা ক্লিক করতে পারেন (যদি এটি ইতোমধ্যেই নির্বাচন করা না থাকে)।

Using App

তারপর OneDrive এর কোন ফোল্ডার এ ফাইল সংরক্ষণ করতে চান তা নির্বাচন করুন, ফাইলের একটি নাম লিখুন এবং তারপর Save এ টোকা দিন বা ক্লিক করুন।

ডেস্কটপ এর কোন অ্যাপ্লিকেশন থেকে OneDrive এ কোন ফাইল সংরক্ষণ করা

যখন আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, যেমন- মাইক্রোসফট অফিস বা পেইন্ট, আপনি এখান থেকেও সরাসরি OneDrive এ ফাইল সংরক্ষণ করতে পারেন। আপনি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন সেটি থেকে Save এ ক্লিক করুন। এবং তারপর বাম পাশের প্যানেল থেকে OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

Desktop App

তারপর OneDrive এর কোন ফোল্ডার এ ফাইল সংরক্ষণ করতে চান তা নির্বাচন করুন, ফাইলের একটি নাম লিখুন এবং তারপর Save এ টোকা দিন বা ক্লিক করুন।

সয়ংক্রিয়ভাবে OneDrive এ ফাইল সংরক্ষণ করা

অধিকাংশ পিসিতে আপনি যখন মাইক্রোসফট অফিস ফাইল, PDF এবং অন্যান্য ডকুমেন্ট সংরক্ষণ করেন তখন OneDrive প্রস্তাবিত স্থান হিসেবে দেখা যায় (যেমন- ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল ওয়ার্কশীট)। আপনার পিসিতে যদি ক্যামেরা সংযুক্ত থাকে, আপনি সয়ংক্রিয়ভাবে ছবি তোলার সাথে সাথে একটি কপি OneDrive এ সংরক্ষণ করে রাখতে পারেন, সুতরাং আপনার সবসময়ই একটি ব্যাকআপ থেকে যাবে। আপনার পিসিতে সয়ংক্রিয়ভাবে সংরক্ষণ সেট করা আছে কিনা তা দেখার জন্য OneDrive এর সেটিংস খুজে দেখুন।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. ডকুমেন্ট এর জন্য OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Save documents to OneDrive by default চালু করুন।
3. ছবির এর জন্য OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Upload photos at good quality পছন্দ করুন বা বেশি resolution এর ছবির জন্য Upload photos at best quality পছন্দ করুন।

OneDrive এ আপনার ফাইল এর নিরাপত্তা সম্পর্কিত তথ্যের জন্য দেখুন “OneDrive এ আপনার ফাইল এর নিরাপত্তা”।

টিপস: আপনি OneDrive এ বিনা মূল্যে স্টোরেজ পান, কিন্তু আপনার যদি আরো বেশি স্টোরেজ এর প্রয়োজন হয় তাহলে আপনি তা ক্রয় করতে পারেন। PC settings খুলুন, OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Buy more storage এ টোকা দিন বা ক্লিক করুন।

যেকোন স্থান থেকে আপনার ফাইল দেখা এবং সংগ্রহ করা

যখন আপনার ফাইল OneDrive এ আছে, আপনি যেকোন ডিভাইস থেকে এটি পেতে পারেন, এমনকি আপনার পিসিতে কোন সমস্যা দেখা দিলেও। আপনি OneDrive এর ওয়েব সাইটে যেতে পারেন বা এনড্রয়েড, আইওএস বা উইন্ডোজ ফোনের যেকোন একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।

যখন আপনি অফলাইন এ থাকবেন তখন ফাইলগুলো পেতে

উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এ, আপনি যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবেন না তখনও আপনার সকল ফাইল ব্রাউজ করতে পারবেন। আপনার যখন ইন্টারনেট কানেকশন থাকবে না তখন যদি আপনি ফাইলগুলো খুলতে এবং সম্পাদনা করতে চান তাহলে আপনাকে ঐ ফাইলগুলো অফলাইনে ব্যবহারযোগ্য করে রাখতে হবে। ফাইলগুলো অফলাইনে ব্যবহারযোগ্য করার জন্য OneDrive অ্যাপ্লিকেশন বা File Explorer ব্যবহার করতে পারেন।

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইলগুলো অফলাইনে ব্যবহারযোগ্য করা

ফাইলটি নির্বাচন করতে সুইপ করে নিচের দিকে যান বা এর উপর ডান-ক্লিক করুন, তারপর Make offline এ টোকা দিন বা ক্লিক করুন। যদি আপনি আপনার পিসিতে খুব বেশী স্থান দখল হয়ে যাওয়া সম্পর্কে উদ্বিগ্ন হন তাহলে কিছু সংখ্যক ফাইলকে অফলাইনে ব্যবহারযোগ্য বানান অথবা যদি কিছু ফাইল অফলাইনে ব্যবহারের কোন প্রয়োজন না হয়, তাহলে এদেরকে online-only হিসেবে পরিবর্তন করুন।

যদি আপনার পিসির space কোন উদ্বেগের বিষয় না হয়, তাহলে আপনি আপনার সম্পূর্ণ OneDrive অফলাইনে ব্যবহারযোগ্য করে রাখতে পারেন:

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. Options এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Access all files offline চালু করুন।

File Explorer ব্যবহার করে ফাইলগুলোকে অফলাইনে ব্যবহারযোগ্য করা

ফাইলের উপর চাপ দিন এবং ধরে রাখুন বা ডান-ক্লিক করুন এবং তারপর Make available offline পছন্দ করুন। আপনার OneDrive অফলাইনে ব্যবহারযোগ্য বানাতে বাম পাশের প্যানেল এ OneDrive এর উপর চাপ দিন এবং ধরে রাখুন বা ডান-ক্লিক করুন এবং তারপর Make available offline পছন্দ করুন।

ফাইল শেয়ারিং

OneDrive এ ফাইল শেয়ার করা এবং হোম নেটওয়ার্ক এ ফাইল শেয়ার করার সেটিং করা প্রায় সাদৃশ্যপূর্ণ, এবং ইমেইল এ ফাইল পাঠানো বা একটি USB ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করা থেকে আরো বেশি সংগঠিত এবং দক্ষ ।

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইল এবং ফোল্ডার শেয়ার করা

1. ফাইল বা ফোল্ডার নির্বাচন করার জন্য সুইপ করে নিচের দিকে যান বা ডান-ক্লিক করুন।
2. Share এ টোকা দিন বা ক্লিক করুন।
3. নির্দিষ্ট ব্যক্তি বা দলের সাথে শেয়ার করার জন্য Invite people পচন্দ করুন। আপনি ব্যক্তিগতভাবে জানেন না এমন প্রচুর সংখ্যক লোকর সাথে শেয়ার করার জন্য Get a link পছন্দ করুন। শেয়ারিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন “OneDrive এ আমি কিভাবে আমার ফাইল এবং ফোল্ডার শেয়ার করতে পারি?

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল: পিসিকে নিজের পছন্দ মতো সাজানো (Personalize your PC)

Huge Sell on Popular Electronics

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল 11 এর 10

আপনার পছন্দসমূহ সমন্বিত করা (Featuring your favorites)

উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 দিয়ে বিভিন্নভাবে আপনি আপনার পিসিকে পছন্দের অ্যাপ্লিকেশন, ব্যক্তি, ছবি, রং ইত্যাদি দিয়ে নিজের মতো করে সাজাতে পারেন।

যদি আপনি আপনার পিসিতে মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করে থাকেন, আপনি যতকিছু দিয়ে আপনার পিসিকে নিজস্বতা দান (personalize) করেছেন তার সবটাই সবসময় আপনার সঙ্গেই থাকবে। আপনি যদি এই একই মাইক্রোসফট একাউন্ট দিয়ে অন্য পিসি বা ডিভাইস এ Sign in করেন, তাহলে আপনার একই ছবি, কন্টাক্ট এবং সেটিংস উক্ত পিসিতে দেখতে পারবেন। এবং যদি অন্য কেউ আপনার পিসি ব্যবহার করে, তারা তাদের নিজেদের মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করতে পারবে, সুতরাং তারা তাদের পছন্দের অ্যাপ্লিকেশন, ব্যক্তি, ছবি এবং রং দিয়ে নিজের মতো করে পিসিকে সাজাতে পারবে (আপনার কোনকিছু পরিবর্তন না করেও)।

পিকচার পাসওয়ার্ড (Picture Password) ব্যবহার করে Sign in করা

Picture Password এর সাহায্যে, একটি মনে রাখা কষ্টকর পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার পছন্দের কোন ছবি দিয়ে পিসিতে Sign in করতে পারবেন। আপনি একটি ছবি নির্বাচন করেছেন, যা ইঙ্গিত করে - বৃত্ত, সোজা লাইন, বা ফোটার সমন্ময় - আপনি ব্যবহার করুন এবং ছবিটি যেখানে আছে তা ট্রেস করুন। আপনি একটি Picture Password অঙ্কন করতে পারেন সরাসরি টাচ স্ক্রিণের উপরে আঙ্গুলের সাহায্যে, অথবা আপনি ছবি (কোন আকৃতি) আকার জন্য মাউস ব্যবহার করতে পারেন। আপনার পিসিতে যাদের মাইক্রোসফট একাউন্ট আছে তাদের সবাই তাদের নিজস্ব Picture Password তৈরি করতে পারে।

Picture Password তৈরি করার জন্য

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Sign-in options এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Picture password এর অধীনে Add এ টোকা দিন বা ক্লিক করুন।
4. আপনার মাইক্রোসফট একাউন্ট এর তথ্য দিয়ে Sign in করুন, এবং তারপর পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

 

টিপস: সাধারণ পাসওয়ার্ড এর থেকে Picture Password অনেক বেশি নিরাপদ, কেননা এগুলো অনুমান করা কঠিন।

 

 

 

Sign in করার পর আপনি কোথায় যেতে চান

ডিফল্ট হিসেবে, অধিকাংশ মানুষ যখন তাদের পিসিতে Sign in করে তখন ডেস্কটপ এ যায়, কিন্তু আপনি আপনি যখন আপনার পিসিতে Sign in করবেন তখন Desktop, Start Screen, বা App View এর মধ্যে যেকোনটি পছন্দ করতে পারেন, এক্ষেত্রে আপনি কি ধরনের যন্ত্র (ডিভাইস) ব্যবহার করছেন তা কোন বিবেচ্য বিষয় নয়।

ডেস্কটপ এ বুট করার জন্য

1. প্রথমে, পর্দার ডান পাশে সুইপ করার মাধ্যমে টাস্কবার ও নেভিগেশন প্রোপার্টিজ খুলুন, Search এ টোকা দিন, সার্চ বক্স এ Taskbar লিখুন, এবং তারপর ফলাফল থেকে Taskbar and Navigation এ টোকা দিন বা ক্লিক করুন।

2. Navigation ট্যাব এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start চেক বক্স নির্বাচন করুন । OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি যখন পরবর্তীতে পিসি Sign in করবেন তখন ডেস্কটপ দেখা যাবে।

স্টার্ট এ বুট করার জন্য

1. প্রথমে, পর্দার ডান পাশে সুইপ করার মাধ্যমে টাস্কবার ও নেভিগেশন প্রোপার্টিজ খুলুন, Search এ টোকা দিন, সার্চ বক্স এ Taskbar লিখুন, এবং তারপর ফলাফল থেকে Taskbar and Navigation এ টোকা দিন বা ক্লিক করুন।
2. Navigation ট্যাব এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start চেক বক্স নির্বাচন উঠিয়ে দিন । OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি যখন পরবর্তীতে পিসি Sign in করবেন তখন ডেস্কটপ এর বদলে Start Screen দেখা যাবে।

 

 

একাউন্ট পিকচার পরিবর্তন করার জন্য

Microsoft accountআপনার অ্যাকাউন্ট পিকচার আপনার মাইক্রোসফট একাউন্ট এর সাথে সংযুক্ত, সুতরাং আপনি পিসিতে এবং Start Screen এ Sign in করলে উক্ত ছবি দেখতে পারবেন। সেইসাথে আপনার বন্ধু-বান্ধব এবং পরিবার যারা পরিচিত হিসেবে তালিকাভুক্ত আছে (আপনার কন্টাক্ট লিস্ট এ আছে) তারা আপনার ছবি দেখতে পারবে।

অ্যাকাউন্ট পিকচার হিসেবে আপনার নিজের ছবিগুলো থেকে একটি পছন্দের ছবি ব্যবহার করতে পারেন, বা কোন অ্যাপ্লিকেশন এর সাহায্যে ছবি তৈরি বা সম্পাদনা করে ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার ওয়েব ক্যাম থাকে তাহলে একটি ছবি তুলতে পারেন বা একটি ভিডিও ক্লিপ তৈরি করতে পারেন।

 

 

 

 

অ্যাকাউন্ট পিকচার পরিবর্তন করার জন্য

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Your account এ টোকা দিন বা ক্লিক করুন
3. নিচের যেকোন একটি পন্থা অনুসরণ করুন:

একটি পছন্দের ছবি খুজে বের করা। যদি আপনি একটি পছন্দের ছবি খুজতে চান তাহলে Browse এ টোকা দিন বা ক্রিক করুন। আপনি আপনার পিসিতে বা অনড্রাইভে ফটো নেভিগেট করতে পারেন। একটি ছবি নির্বাচন করার জন্য টোকা দিন বা ক্লিক করুন, তারপর Choose Image এ টোকা দিন বা ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা। আপনি যদি ছবি তৈরি বা সম্পাদনা করার জন্য কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, আপনি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন, তারপর পর্দায় প্রদর্শিত নির্দেশনা অনুসরন করুন। আপনার পিসিতে ইনস্টল করা ছবি সম্পাদনা করা যায় এমন সকল অ্যাপ্লিকেশন এর তালিকা এখানে দেখা যাবে। আপনি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তা যদি এখানে দেখা না যায় তাহলে কিভাবে একটি সংগ্রহ করবেন তা জানতে দেখুন “পিসির জন্য অ্যাপ্লিকেশন সংগ্রহ”।

একটি ছবি তোলা বা একটি ভিডিও ক্লিপ তৈরি করা। যদি আপনি একটি ছবি তুলতে চান বা একটি ভিডিও ক্লিপ তৈরি করতে চান তাহলে Camera এ টোকা দিন বা ক্লিক করুন। তারপর একটি ছবি তুলুন বা ভিডিও ক্লিপ তৈরি করার জন্য video mode এ সুইচ করুন।

 

 

 

স্টার্টকে নিজের পছন্দ অনুসারে সাজানো

আপনি Start Screen এ টাইলস, রং এবং ছবি বাছাই করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশনগুলো সাজাতে পারেন। যদি অন্যেরা আপনার পিসি ব্যবহার করে, তাহলে নিশ্চিত হয়ে নিন যে তারা সকলে তাদের নিজেদের মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে কিনা। এভাবে তারা প্রত্যেকের তাদের নিজস্ব কাস্টমাইজড Start Screen থাকতে পারে। আরো জানতে দেখুন “স্টার্ট স্ক্রিণ”।

ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য

Backgraund1. স্টার্ট খোলার জন্য সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Start এ টোকা দিন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।
3. Personalize এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর background, background Colour এ টোকা দিন বা ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ড কালার, এবং আপনার প্রয়োজন অনুসারে রঙ অ্যাকসেন্ট করুন। ব্যাকগ্রাউন্ড কালার এবং আপনি যে রঙ অ্যাকসেন্ট করেছেন তা অন্য কিছু জায়গাতেও দেখা যাবে, যেমন- চার্ম এবং সাইন ইন স্ক্রিণ।

 

 

 

 

স্টার্ট এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেখার জন্য

আপনি ডেস্কটপ ব্যাকগ্রাইন্ড পিকচার কে Start Screen এর ব্যাকগ্রাউন্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। যখন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হবে তখন স্টার্টও সয়ংক্রিয়ভাবে আপডেট হবে।

1. স্টার্ট খোলার জন্য সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Start এ টোকা দিন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।
3. Personalize এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এর প্রিভিউ থেকে আপনার পছন্দমত একটিকে টোকা দিন বা ক্লিক করুন।

 

 

যেসকল অ্যাপলিকেশন আপনি প্রায়ই ব্যবহার করেন সেগুলোকে পিন করে রাখা

দ্রুততার সাথে খোলার জন্য আপনি আপনার পছন্দের অ্যাপলিকেশনগুলোকে Start Screen বা টাস্কবার এর সাথে পিন করে রাখতে পারেন এবং টাইলস এ এক নজরে আপডেটগুলো দেখতে পারেন।

ধাপ 1 App View দেখার জন্য আপনার হাতের আঙুলের সাহায্যে Start Screen এর মাঝ বরাবর থেকে উপরের দিকে স্লাইড করুন অথবা Start Screen এর নিচের দিকে বাম পাশের অ্যারো Arrow এ ক্লিক করুন।

ধাপ 2 যে অ্যাপলিকেশন কে পিন করতে চান তার উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন। আপনি একাধিক অ্যাপলিকেশন বাছাই করতে পারেন এবং সবগুলোকে একই সাথে পিন করতে পারেন।

ধাপ 3 টোকা দিন বা ক্লিক করুন Pin to Start অথবা Pin to taskbar এর উপর। যে অ্যাপলিকেশনগুলো পিন করেছেন তা Start Screen এর শেষে বা ডেস্কটপ টাস্কবারে দেখা যাবে।

স্টার্ট থেকে অ্যাপলিকেশন আনপিন করা

আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার Start Screen এ একটি টাইল আর থাকবে না, আপনি একে স্টার্ট থেকে আনপিন করতে পারেন। অ্যাপলিকেশন আনপিন করা, অ্যাপলিকেশন আনইনস্টল করা থেকে ভিন্নতর - যদি আপনি একটি অ্যাপলিকেশন কে Start Screen থেকে আনপিন করেন, অ্যাপলিকেশনটি সার্চ করলে (খোজা হলে) তখনও দেখা যাবে এবং এটি অ্যাপলিকেশন ভিউ এও দেখা যাবে।

স্টার্ট থেকে একটি অ্যাপ আনপিন করা

1. শুরুর পর্দায় যে টাইলস কে আনপিন করতে চান তার উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন।
আপনি একাধিক অ্যাপলিকেশন বাছাই করতে পারেন এবং সবগুলোকে একই সাথে আনপিন করতে পারেন। আপনার নির্বাচন বাদ দেওয়ার জন্য Start Screen এর উপর অথবা App View ফাঁকা এর স্থানে এ টোকা দিন বা ক্লিক করুন, অথবা Customize এ টোকা দিন বা ক্লিক করুণ।

2. Unpin from Start এ টোকা দিন বা ক্লিক করুন।
আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে বাছাই করেছিলেন তা Start Screen থেকে মুছে যাবে, কিন্তু তখনও App View এ দেখা যাবে এবং সার্চ (খোঁজা হলে) করলে পাওয়া যাবে।

Start Screen এর একটি টাইল সরাতে
1। শুরুর পর্দায় যে টাইলস কে সরাতে চান তার উপর চাপ দিন বা ক্লিক করুন এবং ধরে রাখুন।
2। যেখানে এটিকে রাখতে চান সেখানে এটিকে টেনে নিয়ে যান।

টাইলস কে ছোট বড় করা
1। শুরুর পর্দায় যে টাইলস কে ছোট বড় করতে চান তার উপর চাপ দিন বা ক্লিক করুন এবং ধরে রাখুন।
2। Resize এ টোকা দিন বা ক্লিক করুন।
3। আপনার চাহিদামত সাইজ পছন্দ করুন।

 

 

 

আপনার লক স্ক্রিন কাস্টমাইজ করা

Lock Screen হচ্ছে এমন একটি স্ক্রিণ যা আপনার পিসিকে যখন লক (তালাবদ্ধ) করবেন তখন দেখতে পারবেন (অথবা কিছু সময় পিসি ব্যবহার না করার ফলে যখন এটি সয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে)। আপনি আপনার পছন্দের বাচ্চাদের, পোষা প্রাণী, এবং অবকাশ উৎযাপনের ছবি, বা এমনকি একটি আবর্তিত স্লাইড শো তৈরি করে সংযুক্ত করতে পারেন।

যদি আপনি কিছু বিনামূল্যে প্রাপ্ত ছবি ব্যবহার করতে চান, তাহলে Personalization Gallery থেকে ছবি ডাউনলোড করতে পারেন।

Lock Screen

Lock Screen এ ছবি যোগ করতে

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. PC and devices এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Lock screen এ টোকা দিন বা ক্লিক করুন।
3. যদি আপনি শুধুমাত্র একটি ছবিকে Lock Screen এ ব্যবহার করতে চান তাহলে Browse এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর আপনার চাহিদামত ছবি পছন্দ করুন (আপনি আপনার পিসি বা অনড্রাইভ থেকে ছবি পছন্দ করতে পারেন)।
4. যদি আপনি একটি স্লাইড শো কে আপনার পিসির Lock Screen এ দেখতে চান তাহলে এটি চালু করার জন্য Play a slide show on the lock screen টোকা দিন বা ক্লিক করুন।
5. Add a folder এ টোকা দিন বা ক্লিক করুন এবং আপনার পিসি বা অনড্রাইভ এ একটি ফোল্ডার কে ব্রাউজ করুন।
6. এটি নির্বাচন করার জন্য ফোল্ডারটির উপর টোকা দিন বা ক্লিক করুন এবং OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি দশটি পর্যন্ত ফোল্ডার নির্বাচন করতে পারবেন।

Lock Screen এর নিচে অ্যাপ্লিকেশন আনার জন্য

Lock Screen AppLock Screen এর নিচে স্থাপনের জন্য আপনি কিছু সংখ্যক অ্যাপ পছন্দ করতে পারেন যাতে আপনি পিসি লক থাকা সত্ত্বেও আপনার পিসিতে কি ঘটছে তা দেখতে পারেন।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. PC and devices এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Lock screen এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Lock screen apps এ মধ্যে plus button Plusএ টোকা দিন বা ক্লিক করুন। তারপর তালিকা হতে নির্বাচনের জন্য একটি অ্যাপ এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

Lock Screen এ কোন অ্যাপ্লিকেশনের বিস্তারিত তথ্য দেখার জন্য

Lock Screen এ আপনি একটি অ্যাপ নিতে পারেন যাতে Lock Screen এ অবস্থান করেও কোন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন যেমন- আপনার ক্যালেন্ডারের পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট বা স্কাইপিতে কে আপনাকে কল করছে তা জানতে পারেন।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. PC and devices এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Lock screen এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Choose an app to display detailed status এর অধীন plus button Plusএ টোকা দিন বা ক্লিক করুন। তারপর তালিকা হতে নির্বাচনের জন্য একটি অ্যাপ এ টোকা দিন বা ক্লিক করুন।

 

টিপস: ডিফল্ট হিসেবে উইন্ডোজ সেইসকল ছবি লক স্কিণের স্লাইড শো এ ব্যবহার করে যেগুলো পর্দার সাথে ভালভাবে ফিট হয়। কিন্তু যদি আপনি আপনার নির্বাচিত ফোল্ডার এর সকল ছবি স্লাইড শো এ ব্যবহার করতে চান তাহলে Only use the pictures that will fit best on my screen এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

আপনার সেটিংস সিঙ্ক (Sync) করা।

যদি আপনি একটি মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করতে থাকেন, আপনি আপনার lock screen এর ছবি, Start screen এবং themes সিঙ্ক করতে পারবেন। এভাবে আপনি যখন অন্য পিসি বা ডিভাইস এ Sign in করবেন, তখন আপনার ব্যক্তিগতকৃত (personalized) সব কিছুই সেখানে দেখতে পারবেন।

সেটিংস সিঙ্ক (Sync) করতে

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Sync settings এ টোকা দিন বা ক্লিক করুন।
3. এটি অন করতে Sync your settings on this PC এ টোকা দিন বা ক্লিক করুন।
4. Personalization settings এর অধীনে আপনি যেভাবে সিঙ্ক করতে চান সেভাবে সেটিংস পছন্দ করুন।

নোট: আপনি সেখানে Sign in করেছেন সেখানকার Start Screen এ আপনার সকল অ্যাপ্লিকেশন এর টাইলস দেখতে পারবেন। কিন্তু একটি অ্যাপ্লিকেশন অন্য ডিভাইস এ ব্যবহার করার জন্য উক্ত ডিবাইস এ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে।। আরো জানার জন্য দেখুন “একাধিক পিসিতে অ্যাপ্লিকেশন ইন্সটল করার জন্য মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করুন”।

 

 

ডেস্কটপ কাস্টমাইজ করা

ডেস্কটপ কাস্টমাইজ করতে আপনি থিম, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, উইন্ডো কালারস এবং স্ক্রিণ সেভার ব্যবহার করতে পারেন। আপনি বিনামূল্যে কিছু থিম এবং ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান তাহলে Personalization Gallery এ বিশাল সংখ্যয় এগুলো পাবেন। ডেস্কটপ ব্যক্তিগতকৃতকরণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন Get started with themes.

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল: ইন্টারনেট এক্সপ্লোরার 11 : ওয়েব ব্রাউজিং (Internet Explorer 11 – Browsing the web)

Huge Sell on Popular Electronics

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল 11 এর 9

ইন্টারনেট এক্সপ্লোরার 11 দিয়ে শুরু করা

Windows 8.1 এবং Windows RT 8.1 আপডেট এর সাথে Internet Explorer 11 অন্তরর্ভুক্ত রয়েছে। Internet Explorer ওয়েব এর যেকোন স্থানে যাওয়ার পথ সহজ করে তোলে এবং আপনাকে ওয়েব এর সবচেয়ে ভাল মানের প্রচুর বিষয়বস্তু দেখতে সাহায্য করে। কিছু সাধারণ ইঙ্গিত ও ট্রিকস শেখার দ্বারা আপনি সহজই আপনার এই নতুন ব্রাউজার ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রিয় সাইটগুলোর অধিকাংশই খুঁজে পেতে সক্ষম হবেন।

নোট: আপনি যদি আপনার Windows 8.1 বা Windows RT 8.1 এ Internet Explorer 11 ব্যবহার না করে থাকেন তাহলে “Internet Explorer 11 ডাউনলোড” এ যান।

প্রাথমিক ব্রাউজিং

শুরু করা যাক। Internet Explorer 11 খোলার জন্য Start Screen এর Internet Explorer টাইলস এ টোকা দিন বা ক্লিক করুন।

এড্রেস বার ব্যবহারের তিনটি উপায় রয়েছে।

ওয়েবসাইট ব্রাউজিং শুরু হয় এড্রেস বার থেকে। এড্রেস বার এবং সার্চ বক্স (সমন্নিত) এর মাধ্যমে সার্ফ, অনুসন্ধান বা পরামর্শ একই স্থান থেকে পেতে পারেন। আপনি যখন কোন সাইট খোলেন এবং ব্যবহার না করে অন্য সাইট নিয়ে কাজ করেন তখন উক্ত সাইটটি tucked out অবস্থায় থাকে, ফলে চলমান সাইটগুলো ভালোভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয় । Address Bar দেখার জন্য পর্দার নিচ থেকে উপরের দিকে সুইপ করে যান বা যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে পর্দার নিচের দিকের বার এ ক্লিক করুন। এখানে এটি ব্যবহারের তিনটি পন্থা দেওয়া হলো।

 

Address barসার্ফ (Surf)। সরাসরি ওয়েব সাইটে যাওয়ার জন্য এড্রেস বার এ ওয়েব সাইটের ইউআরএল (URL) টাইপ করুন বা প্রায়ই ব্যবহৃত সাইটগুলো দেখার জন্য এড্রেস বার এ টোকা দিন বা ক্লিক করুন।

সার্চ (Search)। এড্রেস বারে একটি শব্দ লিখুন এবং ডিফল্ট সার্চ ইঞ্জিন এর সাহায্যে অনুসন্ধান করার জন্য Go goএ টোকা দিন বা ক্লিক করুন।

পরামর্শ নেন (Get suggestions)। আপনি জানেন না আপনি কোথায় যেতে চান? ওয়েব সাইট, অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়ার জন্য এড্রেস বার এ একটি শব্দ লিখুন এবং এড্রেস বার এর উপরের যেকোন একটি পরামর্শ (suggestion) এ টোকা দিন বা ক্লিক করুন।

ট্যাব এবং উইন্ডোজ দিয়ে একধিক কাজ সম্পন্ন করা

ট্যাব দিয়ে, আপনি একটি ব্রাউজিং উইন্ডো দিয়ে অনেক সাইট ওপেন করতে পারবেন, সুতরাং খোলা, বন্ধ করা এবং একটি থেকে আরেকটিতে খুব সহজেই যেতে পারবেন। ট্যাব বার আপনি যেসকল ট্যাব এবং উইন্ডো খুলেছেন সেই ট্যাবগুলো বা উইন্ডোগুলো দেখায়। ট্যাব বার দেখার জন্য, পর্দার নিচের প্রান্ত থেকে সুইপ করে উপরের দিকে যান (বা ক্লিক করুন)।

নতুন ট্যাব খোলা বা একটি থেকে আরেকটিতে যাওয়া

switching

নতুন ট্যাব খুলতে New tab বাটন 20115ec8-1c18-4399-bd4b-ba435ce4eeca_10এ টোকা দিন বা ক্লিক করুন। তারপর একটি URL লিখুন বা খুজুন বা আপনার পছন্দের সাইটগুলো থেকে একটি নির্বাচন করুন। যখন আপনি একাধিক ট্যাব খুলবেন তখন একটি থেকে আরেকটিতে যাওয়ার জন্য ট্যাব বারের খোলা ট্যাবগুলোতে টোকা দিন বা ক্লিক করুন। আপনি একটি উইন্ডোতে 100 টি পর্যন্ত ট্যাব খুলতে পারবেন। ট্যাবগুলো বন্ধ করতে প্রতিটি ট্যাব এর Close Closeপ্রতীকে টোকা দিন বা ক্লিক করুন।

multiple browsing windows

 

Internet Explorer 11 এ একাধিক উইন্ডো ও খুলতে পারেন এবং এদের দুইটিকে পাশাপাশি দেখতে পারেন। নতুন উইন্ডো খুলতে Start Screen এর Internet Explorer টাইলস এ চাপ দিন এবং ধরে রাখুন এবং Open new window এ ক্লিক করুন।

আপনার পর্দার উপর দুইটি উইন্ডোকে পাশাপাশি দেখতে পারেন। একটি উইন্ডো খুলুন এবং পর্দার উপরের প্রান্তের বাম অথবা ডান প্রান্তে টেনে নিয়ে যান। তারপর আরেকটি উইন্ডোকে পর্দার বাম প্রান্ত থেকে টেনে নিয়ে যান।

 

 

 

 

টিপস: ওয়েব সাইটে দ্রুত যাওয়ার জন্য এড্রেস বার এবং ট্যাব কে ব্রাউজারের নিচের দিকে প্রদর্শন করে রাখতে পারেন। Charm থেকে Settings এ যান, Appearance এ এড্রেস বার এবং ট্যাব সবসময় দেখার জন্য Always show the address bar and tabs এ টোকা দিন বা ক্লিক করুন।

আপনার ব্রাউজিং কাস্টমাইজ করুন

যখন আপনি ব্রাউজার ব্যবহার করার প্রাথমিক বিষয়গুলো শিখবেন, তখন আপনি আপনার হোমপেজ (ব্রাউজার খুললে যে পাতাতি ওপেন হয়) পরিবর্তন করতে পারবেন, পছন্দের সাইটগুলো যোগ করতে পারবেন এবং সাইটগুলোকে Start Screen এর সাথে পিন করে রাখতে পারবেন।

হোম পেজ (শুরুর পাতা) পছন্দ করা

হোম পেজ হচ্ছে নির্দিষ্ট ওয়েব সাইট যা প্রতিবার Internet Explorer এর একটি নতুন সেসন শুরু করলে প্রদর্শিত হয়। আপনি একাধিক সাইট পছন্দ করতে পারেন- যেমন আপনার পছন্দের সংবাদপত্র বা ব্লগ- যা ব্রাউজার খোলার সময় লোড হবে।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং Settings এ টোকা দিন। (যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে, মাউস পয়েন্টার পর্দার ডান প্রান্তের নিচের দিকে নিয়ে যান এবং একটু উপেরের দিকে উঠে Settings এ ক্লিক করুন)।

2. Options এ টোকা দিন বা ক্লিক করুন এবং Home pages এর অধীন Manage এ টোকা দিন বা ক্লিক করুন।

3. আপনি যে সাইটটিকে হোম পেজ হিসেবে চান তার URL (ঠিকানা) প্রবেশ করান অথবা আপনি যে সাইটটিকে হোম পেজ হিসেবে রাখতে চান সেটি ব্রাউজারে চলমান অবস্থায় থাকলে Add current site এ ক্লিক করুন।

পছন্দের সাইটগুলো Favorite হিসেবে সংরক্ষণ করা

আপনার পছন্দের সাইটগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে সাইটগুলোকে পছন্দের সাইট (favorite) হিসেবে সংরক্ষণ করে রাখা। (যদি আপনি উইন্ডোজ 8 থেকে Windows 8.1 এ আপডেট করে থাকেন এবং আপনার মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করা অবস্থায় থাকেন, তাহলে সকল পছন্দের সাইটগুলো সয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজারে পছন্দের সাইট (favorite) হিসেবে সংযুক্ত হয়ে যাবে।)

Favarite tab

1. আপনি যে ওয়েব সাইট যোগ করতে চান সেটি খুলুন।

2. Application Command প্রদর্শনের জন্য পর্দার নিচের প্রান্ত থেকে উপরের দিকে সুইপ করে যান, তারপর Favorites বার দেখার জন্য Favorites বাটন Favariteএ টোকা দিন বা ক্লিক করুন।

3. Add to favorites Add Favariteএ টোকা দিন বা ক্লিক করুন। এবং তারপর Add এ টোকা দিন বা ক্লিক করুন।

সাইটকে Start Screen এ পিন করা

কোন সাইটকে Start Screen এ পিন করলে তা একটি টাইলস তৈরি করে, এবং আপনাকে একবার স্পর্শের মাধ্যমে সাইটে প্রবেশের সুবিধা প্রদান করে। কিছু পিন করা সাইট নটিফিকেশন দেখায়, সুতরাং কখন নতুন বিষয়বস্তু (content) পাওয়া যাবে তা আপনি জানতে পারেন । আপনি যত খুশি ততগুলো সাইট পিন করে রাখতে পারবেন এবং Start Screen এ গ্রুপ হিসেবে সাজিয়ে রাখতে পারবেন।

Start Screen

1. Application Command প্রদর্শনের জন্য পর্দার নিচের প্রান্ত থেকে উপরের দিকে সুইপ করে যান।

2. Favorites বাটন Favariteএ টোকা দিন বা ক্লিক করুন, Pin site বাটন Pinএ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Pin to Start এ টোকা দিন বা ক্লিক করুন।

 

টিপস: Favorites বাটন Favariteবা Tabs বাটন Tab battonএ টোকা বা ক্লিক করার মাধ্যমে আপনি দ্রুত ফেবারিট এবং ট্যাব এর মধ্যে সুইচ (একটি থেকে আরেকটিতে যাওয়া) করতে পারেন।

 

ওয়েব কন্টেন্ট পড়া, সংরক্ষন করে রাখা এবং অন্যের সাথে শেয়ার করা

যখন আপনি আপনার পছন্দের অনলাইন কন্টেন্ট (বিষয়বস্তু) দেখেন তখন এড্রেস বার এর Reading view আইকনে Reading Viewক্লিক করুন। Reading view বিশৃঙ্খলাগুলো (clutter) দূরে সরিয়ে দেয় - যেমন বিজ্ঞাপণ- সুতরাং বিবরণ সামনে চলে আসে এবং কেন্দ্রিভূত হয়। পেজটিকে Reading view এ দেখার জন্য উক্ত আইকনে টোকা দিন বা ক্লিক করুন। যখন আপনি আবার ব্রাউজিং ভিউ এ ফিরে যেতে চান তখন আবার উক্ত আইকনে টোকা দিন বা ক্লিক করুন।

 

Brawsing View
Reading view বন্ধ থাকা অবস্থায় একটি ওয়েব কলাম

 

Reading View
Reading view চালু অবস্থায় একটি ওয়েব কলাম

 

Reading view এর জন্য আপনার সেটিং নতুনভাবে সাজানো

1. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং Settings এ টোকা দিন। (যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে, মাউস পয়েন্টার পর্দার ডান প্রান্তের নিচের দিকে নিয়ে যান এবং একটু উপেরের দিকে উঠে Settings এ ক্লিক করুন)।

2. Options এ টোকা দিন বা ক্লিক করুন এবং Reading view এর অধীন font style এবং text size পছন্দ করুন।

এখানে কিছু ভিন্ন ভিন্ন ধরনের অপশন আপনার পছন্দের জন্য দেওয়া হলো

Reading option 088b5d6c-100a-4e4b-b7a6-907d8176500a_22 56927be9-53da-492a-9602-70372f9c2d24_25

রিডিং লিস্ট এ পেজ সংরক্ষণ করে রাখা

যখন আপনি কলাম বা অন্য কোন বিষয়বস্তু পরবর্তীতে পড়তে চান, তখন এর লিঙ্ক নিজেই নিজেকে ইমেইল না করে বা একটি অতিরিক্ত ব্রাউজিং ট্যাব না খুলে রেখে দিয়ে শুধুমাত্র এটিকে Reading List এ শেয়ার করুন। Reading List হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট লাইব্রেরি। আপনি যে পেজ এ বর্তমানে আছেন তা ছেড়ে না যেয়েও আপনি কলাম, ভিডিও বা অন্য যেকোন বিষয়বস্তু এতে যোগ করে রাখতে পারেন।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং Share এ টোকা দিন। (যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে, মাউস পয়েন্টার পর্দার ডান প্রান্তের নিচের দিকে নিয়ে যান এবং একটু উপেরের দিকে উঠে Share এ ক্লিক করুন)।

2. Reading List এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Add এ টোকা দিন বা ক্লিক করুন। আপনার কন্টেন্ট (বিষয়বস্তু) এর লিঙ্ক Reading List এ সংরক্ষিত হবে।

আপনার গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করা

সামাজিক যোগাযোগ, কেনাকাটা, পড়াশোনা, কাজ - আপনি ওয়েব সাইটে সম্ভবত এগুলোর সবগুলোই প্রতিদিন করে থাকেন যা আপনার ব্যক্তিগত তথ্য অন্যের জন্য সহজ লভ্য করে তুলতে পারে। Internet Explorer আপনার নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করে এবং আপনার গোপনীয়তা নিয়ন্ত্রণ করে। ব্রাউজিং করার সময় আপনার গোপনীয়তা কিভাবে রক্ষা করবেন তার কিছু উপায় এখানে দেওয়া হলো।

InPrivate Browsing ব্যবহার। আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করার জন্য ব্রাউজার আপনার তথ্য যেমন অনুসন্ধানের ইতিহাস ইত্যাদি সংরক্ষণ করে রাখে। যখন আপনি InPrivate tab ব্যবহার করবেন তখন আপনি সাধারনভাবেই ব্রাউজ করতে পারবেন, কিন্তু যখন আপনি ব্রাউজার বন্ধ করবেন তখন আপনার পাসওয়ার্ড, অনুসন্ধান ইতিহাস এবং ওয়েব পেজ হিস্টোরি ইত্যাদি মুছে যাবে। ইনপ্রাইবেট ট্যাব খোলার জন্য - Application Command দেখার জন্য পর্দার নিচের প্রান্ত থেকে উপরের দিকে সুইপ করে যান, Tab tools বাটন এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর New InPrivate tab এ ক্লিক করুন।

ট্রেকিং প্রোটেকশন ব্যবহার করা এবং আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য ট্রেক না করা। ট্রেকিং বলতে বোঝায় ওয়েবসাইট, থার্ড-পার্টি কন্টেন্ট পরিবেশক, বিজ্ঞাপণ দাতা  এবং অন্যেরা আপনি কিভাবে সাইটগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেন তা সম্পর্কে যেভাবে ধারণা লাভ করে। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে আপনি কোন কোন পেজ ভিজিট করছেন, কোন লিঙ্ক এ ক্লিক করছেন এবং কোন পণ্য ক্রয় করছেন বা পুনর্বিবেচনার জন্য রেখে দিচ্ছেন। Internet Explorer এ আপনি Tracking Protection ব্যবহার করতে পারেন এবং Do Not Track ব্যবহার করতে পারেন যাতে তৃতীয় পক্ষের হাত থেকে আপনার ব্রাউজিং এবং আপনার ভিজিট করা সাইটগুলোর গোপনীয়তা প্রকাশ হয়ে যাওয়াকে সীমাবদ্ধ করা যায়।

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল : “মেইল“ অ্যাপ্লিকেশন এ ই-মেল সেট আপ (Setting up email)

Huge Sell on Popular Electronics

উইন্ডোজ টিউটোরিয়াল: 11 এর 8

আপনার পছন্দের একটি অ্যাপ্লিকেশন বা সেবা

কোন ব্যাপার না আপনি কিভাবে ই-মেইল ব্যবহার করেন, Windows 8.1 এবং Windows RT 8.1 এর অনেক অ্যাপ্লিকেশন এবং সেবা আছে, যা আপনার জন্য কাজ করবে। আপনি আপনার বর্তমান E-mail ব্যবহার করতে পারেন, অথবা নতুন করে একটি নিতে পারেন। এখানে কিছু পছন্দ করার জন্য দেয়া হল।

Mail App

Mail App সেট আপ করা এবং ব্যবহার করা সহজ। E-mail অ্যাপ্লিকেশন এর সাহায্যে Gmail, Yahoo!, Outlook.com এবং এমনকি আপনার কর্মস্থলের E-mail ব্যবহার করতে পারবেন। যদি আপনি বর্তমানে Windows Live বা Outlook XPress ব্যবহার করতে থাকেন, তাহলে Mail App ব্যবহার করে দেখতে পারেন।

Outlook.com

যেকোন ব্রাউজার দিয়ে আপনার ই-মেইল চেক করুন। Outlook.com দিয়ে, E-mail চেক করার জন্য আপনার যেকোন সংযুক্ত ডিভাইস দিয়ে Sign in করতে পারেন। অন্যান্য E-mail সেবার একাউন্ট যোগ করতে পারেন, যেমন- Gmail, Yahoo!, iCloud Mail, এবং অন্যান্য। Outlook.com অ্যাপটি Mail App এবং Outlook এর সাথেও অঙ্গীভূতভাবে কাজ করে।

Outlook

ইমেল, ক্যালেন্ডার, এবং কাজের তালিকা পরিচালনা করে। আউটলুক এগুলো আন্তরিকভাবে সম্পন্ন করে। এটি Windows RT 8.1 এর সাথে বিনামূল্যে সংযুক্ত থাকে।

আপনি বাসায় Outlook.com এবং Mail App একই সাথে আপনার ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং আপনার অফিসের পিসিতে Outlook ব্যবহার করতে পারেন। আপনি কোনটি ব্যাবহার করছেন তা কোন সমস্যা নয়, এগুলো সবই Setup করা সহজ- আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব।

Mail App সেটআপ করা

Mail App হচ্ছে একটি সহজ উপায় যা দ্বারা আপনার সকল ই-মেইল একীভূত করতে পারেন। মাইক্রোসফট একাউন্ট হচ্ছে এর চাবি। আপনি একটি একাউন্ট তৈরি করতে পারেন যা আগে থেকেই আছে বা নতুন একটি খুলতে পারেন - এগুলো সবই ফ্রি।

যদি অন্যরা আপনার পিসি ব্যবহার করে তাহলে নিশ্চিত হয়ে নিন যে তারা সকলে তাদের নিজেদের মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করে কিনা।

আপনি মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করা অবস্থায় আছেন কিনা তা চেক করে নিন।
আপনি যদি অতীতে মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে থাকেন যেমন- Xbox, Hotmail, OneDrive, Messenger, Skype, বা Windows Phone তাহলে আপনার ইতোমধ্যেই একটি মাইক্রোসফট একাউন্ট আছে - এটি হচ্ছে আপনার E-mail এড্রেস যা দিয়ে আপনি Sign in করেছিলেন। আপনি আপনার পিসি Setup করার সময় ঐ মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে থাকতে পারেন, সুতরাই আপনি ইতোমধ্যেই Sign in করা অবস্থায় থাকতে পারেন। কিন্তু যদি আপনি নিশ্চিত না হন তাহলে এখানে কিছু চেক করার উপায় দেয়া হলো।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।

2. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Your account এ টোকা দিন বা ক্লিক করুন।

Microsoft account
আপনি যদি ইতোমধ্যেই Sign in করা অবস্থায় থেকে থােকেন তাহলে আপনার পর্দা এইরকম দেখা যাবে। আপনি এখন প্রস্তুত।

Local Account
আপনি যদি লোকাল একাউন্ট দ্বারা Sign in করা অবস্থায় থেকে থাকেন তাহলে আপনার পর্দা এইরকম দেখা যাবে। Connect to a Microsoft account এ টোকা দিন বা ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

Mail App এ একাউন্ট যোগ করা
যদি আপনার মাইক্রোসফট একাউন্ট এর ইমেইল এড্রেস outlook.com, live.com, hotmail.com বা msn.com এর সাথে থাকে, তাহলে শুধুমাত্র আপনার পিসিতে Sign in করুন। Start Screen এ যান, এবং Mail App খুলুন - আপনার ই-মেইল এখানে আপনার জন্য অপেক্ষা করছে।

যদি আপনি অন্যান্য ডোমেইন এর সাথে থাকেন, যেমন- gmail.com, yahoo.com, or comcast.net তাহলে এখানে সংযুক্ত করার পদ্ধতি দেওয়া হলো।

1. Start Screen এর Mail এ টোকা দিন বা ক্লিক করুন।

2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।

3. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন। Add an account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর কোন ধরনের একাউন্ট যোগ করতে চান তাতে টোকা দিন বা ক্লিক করুন।

4. আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড টাইপ করুন, এবং তারপর Connect এ টোকা দিন বা ক্লিক করুন।

আপনার Contact সময়হ পেতে
Mail এবং People App একই সাথে কাজ করে- আপনি যখন Mail App এ একটি অ্যাকাউন্ট এর E-mail পরিচালনা করবেন তখন People App এও উক্ত একাউন্ট দেখতে পারবেন, যোগ করতে পারবেন এবং সম্পাদনা করতে পারবেন। যদি আপনার ইমেইল এড্রেস outlook.com, live.com, hotmail.com বা msn.com এর সাথে থাকে, তাহলে যখন আপনি Mail App এর সাথে সংযুক্ত হয়েছেন আপনার Contact সময়হ সয়ংক্রিয়ভাবে যোগ হয়ে গেছে । অন্যান্য একাউন্ট এর জন্য কিভাবে Contact যোগ করবেন তা দেওয়া হলো।

1. Start Screen এর People এ টোকা দিন বা ক্লিক করুন।

2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।

3. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন। Add an account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর কোন ধরনের একাউন্ট যোগ করতে চান তাতে টোকা দিন বা ক্লিক করুন। এবং তারপর পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

আউটলুক.কম (Outlook.com)

Outlook.com হচ্ছে একটি ফ্রি ওয়েবমেইল সেবা। আপনার পিসির যেকোন ব্রাউজার থেকে আপনার E-mail গুলো পেতে আপনি এটি ব্যবহার করতে পারবেন। যদি আপনার ইতোমধ্যেই একটি মাইক্রোসফট একাউন্ট থেকে থাকে (উদাহরণ স্বরুপ, যদি আপনি একটি ইমেইল এড্রেস দিয়ে আপনার পিসি Sign in করে থাকেন), আপনি Outlook.com এ Sign in করতে পারবেন- আপনার নতুন করে কোন একাউন্ট তৈরি করতে হবে না।

যদি আপনি একটি নতুন Outlook.com ইমেইল এড্রেস পেতে চান, এটি Setup করা সহজ এবং সয়ংক্রিয়ভাবেই এটি একটি মাইক্রোসফট একাউন্ট। যদি আপনি আপনার বর্তমান ইমেইল এড্রেস রেখে দিতে চান, কিন্তু সেইসাথে আরো একটি Outlook.com তৈরি করতে চান, আপনি একটি “উপনাম যোগ” করতে পারেন।

নতুন মাইক্রোসফট একাউন্ট যোগ করতে এবং Outlook.com এ Sign in করতে
1. Outlook.com এ যান।
2. Sign up now এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।


Outlook.com এ আপনার একাউন্ট পরিচালনা করা

এখানে দেওয়া হলো আপনি কিভাবে আপনার Contact পাবেন, নতুন করে যোগ করবেন এবং Outlook.com দিয়ে কিভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন Facebook, Twitter, and LinkedIn এ যুক্ত হবেন।

ধাপ 1
Step 1
Outlook.com প্রতীকের পরের তীর এ ক্লিক করুন।

ধাপ 2
Stap-2
People এ টোকা দিন বা ক্লিক করুন।

আউটলুক (Outlook)

আউটলুক ডেস্কটপ অ্যাপ্লিকেশন এ আপনাকে সাহায্য করার জন্য কর্মস্থলের ইমেইল, ক্যালেন্ডার এবং কাজের তালিকা পরিচালনার শক্তিশালি বৈশিষ্ট আছে। আউটলুক Windows RT 8.1 এর সাথে সংযুক্ত একটি ফ্রি অ্যাপ্লিকেশন, কিন্তু আপনার যদি Windows 8.1 থাকে, তাহলে আপনি Office.Microsoft.com থেকে এটি ক্রয় করতে পারবেন।

আউটলুক কিভাবে শুরু করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন “আউটলুক এর সাধারণ কাজ” ।