Tag Archives: Tool

Practical Google webmaster tool demo with real examples

Huge Sell on Popular Electronics

Practical Google webmaster tool demo with real examples

DNN মডিউল তৈরীর সরঞ্জাম (Tools to develop Modules for DNN)

Huge Sell on Popular Electronics

DNN এর পূর্ন রুপ হচ্ছে ডটনেট নিঊক।

DNN এর মডিউল তৈরী  করা যেতে পারে অনেক গুলো সরঞ্জাম দিয়ে। এবং তার মধ্যে সব থেকে সাধারন সরঞ্জাম/Tool হচ্ছে ভিজুয়াল স্টুডিও ২০১০ এবং ২০১২।

মডিউল তৈরী করার প্রথম ধাপ হলো মডিউল তৈরীর সবরকম পরিবেশ প্রস্তত করে রাখা। সে জন্য আপনাকে মডিউল তৈরীর টেমপ্লেট ইনস্টল করতে হবে। এবং এটা ইনস্টলের মাধ্যমে আপনি একটা মডিউল প্রকল্প/project তৈরি প্রক্রিয়ার মধ্যে যেতে পারেন।

এটা একটা খুব ই সাধারন ঘটনা যে মডিউল কিছু বাছাই করা SQL স্ক্রিপ্ট সরবরাহ করে ডাটা রাখার জন্য, তাই সাধারন ভাবেই মডিউলের থাকতে হয় নিজস্ব টেবিল যেখানে ডাটা স্টোর করে রাখা হয়।

মডিউল উন্নয়নের/তৈরীর  জন্য দ্বিতীয় ধাপে আপনার যে সকল সফটওয়্যার লাগবে তা নিম্ন দেওয়া হলো

  1. ভিজুয়াল স্টুডিও
  2. SQL Server
  3. IIS
  4. ReShaper
  5. Core API Help File

 

ভিজুয়াল স্টুডিও

ভিজুয়াল স্টুডিও একটি মাইক্রোসফটের এপ্লিকেসন উন্নয়ন সফটওয়্যার । এবং এই সফটওয়্যার সব থেকে বেশি ব্যবহার করা হয় মডিউল উন্নয়নের জন্য। ভিজুয়াল স্টুডিও
প্রধানত ব্যবহার করা হয় মডিউলের কোড পরিচালনা/Execute করতে, কম্পাইল করতে এবং ডিবাগ করতে।

SQL Server

SQL Server হলো মাক্রোসফটের ডাটাবেজ সফটওয়্যার ।এটা ও একটি সফটওয়্যার যেটি মডিউল উন্নয়নের
জন্য  ব্যবহার করা হয়।SQL Server ডাটাকে স্টোর করে রাখার জন্য ও ব্যবহার করা হয়।
এটা সত্য যে আপনি SQL সরাসরি যোগাযোগ না করে ও মডিউল উন্নয়ন করতে পারবেন

IIS

IIS এর পূর্ন রুপ হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সারভিসেস।সাধারনত উইন্ডোজ চালিত কম্পিউটারে IIS. সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার কারীদের ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান করার জন্য।

ReShaper

ReShaper একটি সফটওয়্যার  যেটা ভিজুয়াল স্টুডিও এর সাথে  ব্যবহার করা হয় । এটা খুব দরকারি নয় যে মডিউল উন্নয়নের জন্য ReShaper ব্যবহার করতেই হবে।তবে মডিউল উন্নয়নের/তৈরীর বিশেষ সাহায্যকারী রুপে ব্যবহার করা হয় ReShaper।

Core API Help File

API এর পূর্ন রুপ হচ্ছে Application Programming Interface. সব সময় DNN এর একটি নতুন সংস্করণ এর সাথে একটি নতুন কোর এপিআই এবং একটি হেল্প ফাইল প্রকাশিত হয় কোডপ্লেক্সে।

কোর এপি আই ফাইলের একটি সার্চ ফিচার আছে।

 

Introducing the Performance and Resource Monitoring Tool, and How that Relates to SQL Server

Huge Sell on Popular Electronics

Introducing the Performance and Resource Monitoring Tool, and How that Relates to SQL Server

 

এইচটিএমল লেখার টুল (tool) । HTML Editors সম্পর্কে আলোচনা

Huge Sell on Popular Electronics

আজকে আমরা এইচটিএমল লেখার টুল (tool) এবং HTML Editors সম্পর্কে আলোচনা করব।

Adobe Dreamweaver, Microsoft Expression Web, এবং CoffeeCup প্রভৃতি Professional HTML Ediotor ব্যবহার করে HTML কে edit করা যায়।তবে আমরা HTML শেখার জন্য Notepad অথবা Textedit কে Text editor হিসেবে সমর্থন করি। আমরা বিশ্বাস করি যে, একটি সাধারণ Text Editor ব্যবহার করেই HTML ভালোভাবে শেখা যায়। Notepad ব্যবহার করে web page তৈরি করতে হলে আপনাকে নিম্নের ৪ টি পর্যায় অনুসরণ করতে হবে।

 

পর্যায় ১ঃ Notepad খুলুন।

Windows 7 অথবা তার আগের ভার্সনে Notepad খুলতে(open)গেলে প্রথমে কম্পিউটারের screen এর বামপাশে অবস্থিত start এ click করবেন, এরপর All Programmes এ click করে Notepad এ click করবেন।

Windows 8 অথবা তার পরের ভার্সনে Notepad খুলতে(open)গেলে আপনার কম্পিউটারের start screen এ click করে Notepad type করবেন।

 

পর্যায় ২ঃ কিছু HTML লিখুন।

Notepad এ কিছু HTML লিখতে অথবা কপি করতে পারেন।

উদাহরণস্বরূপ-

<!DOCTYPE html>

<html>

<body>

<h1> আমার প্রথম শিরোনাম </h1>

<p> আমার প্রথম অনুচ্ছেদ </p>

</body>

</html>

পর্যায় ৩ঃ HTML Page টিকে সংরক্ষণ করুন।

আপনার কম্পিউটারে HTML Page কে সংরক্ষণ করতে গেলে Notepad Menu এর file option এ গিয়ে save as কে select করুন। file extention হিসেবে আপনি .htm অথবা .html ব্যবহার করতে পারেন, কারন দুটোর মাঝে কোন পার্থক্য নেই।

 

পর্যায় ৪ঃ আপনার browser এ HTML Page টিকে দেখুন।

আপনার সংরক্ষিত HTML file এ double click করুন এবং দেখবেন এর ফলাফল এরকম হবে।

 

আমার প্রথম শিরোনাম

আমার প্রথম অনুচ্ছেদ

 

 

যদিও এই উদাহরণে ব্যবহৃত tag গুলো সম্পর্কে আপনারা এখনও জানেননা তবে উদ্বিগ্ন হবার কিছু নেই, পরবর্তী অধ্যায়ে আপনারা এগুলো সম্পর্কে জানবেন।