Tag Archives: noConflict()

jQuery – AJAX এর noConflict() মেথড । jQuery – AJAX noConflict() Method

Huge Sell on Popular Electronics

মাহবুবুর রহমান

 

jQuery এবং অন্যান্য JavaScript ফ্রেমওয়ার্ক

ইতিমধ্যে আপনি যেনেছেন যে, jQuery তে $ চিহ্ন ব্যবহার করা হয় শর্টকাট হিসাবে।

বেশকিছু জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে, যেমন Angular, Backbone, Ember, Knockout ইত্যাদি।

যদি অন্য কোন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক শর্টকাট হিসেবে $ ব্যবহার করে তাহলে কি ঘটবে?

যদি দুটি আলাদা ফ্রেমওয়ার্ক একই শর্টকাট ব্যবহার করে, তাহলে তাদের যেকোন একটির কাজ বন্ধ হয়ে যেতে পারে ।

ইতিমধ্যেই JQuery টিম এটি সম্পর্কে ভেবেছে, এবং noConflict() মেথড তৈরি করেছে।

 

JQuery এর noConflict() পদ্ধতি

noConflict() পদ্ধতি, $ শর্টকাট আইডেন্টিফায়ার রেখেই রিলিজ করেছে যাতে অন্য যে কোন স্ক্রিপ্টও এটি ব্যবহার করতে পারেন।

আপনি অবশ্যই এখনও শর্টকার্ট নাম এর পরিবর্তে পূর্ণ নাম ব্যবহার করে jQuery ব্যবহার করতে পারেন।


$.noConflict();
jQuery(document).ready(function(){
    jQuery("button").click(function(){
        jQuery("p").text("jQuery is still working!");
    });
});

ফলাফল : noConflict() পদ্ধতি

 

আপনি খুব সহজেই নিজেই নিজের শর্টকাট তৈরি করতে পারেন। noConflict() মেথড jQuery তে একটি রেফারেন্স ফেরত দেয়, যা আপনি পরবর্তীতে ব্যবহারের জন্য ভ্যারিয়েবল হিসেবে সংরক্ষণ করে রাখতে পারেন।

উদাহরণ


var jq = $.noConflict();
jq(document).ready(function(){
    jq("button").click(function(){
        jq("p").text("jQuery is still working!");
    });
});

ফলাফল : শর্টকাট তৈরি

 

যদি আপনার একটি jQuery code ব্লক থাকে এবং আপনি এটিকে পরিবর্তন করতে না চান, তাহলে আপনি  আপনি ready মেথড ব্যবহার করে $ সাইন পারামিটার হিসাবে ব্যবহার করতে পারেন। এটি jQuery এর ফাংশনের ভিতরে $ সাইন ব্যবহারের অনুমতি দেয় - এর বাহিরে আপনাকে jQuery ব্যবহার করতে হবে।

উদাহরণ


$.noConflict();
jQuery(document).ready(function($){
    $("button").click(function(){
        $("p").text("jQuery is still working!");
    });
});

ফলাফল : ready মেথড