Tag Archives: সার্চ

উইন্ডোজ টিউটোরিয়াল 8.1: সার্চ, শেয়ার, প্রিন্ট এবং অন্যান্য (Search, share, print, and more)

Huge Sell on Popular Electronics

উইন্ডোজ টউটোরিয়াল: পৃষ্ঠা 11 এর ৬

Charm ব্যবহার করে যে সকল কাজ আপনি প্রায়ই করে থাকেন তা সম্পন্ন করা

পাঁচটি Charm - সার্চ, শেয়ার, স্টার্ট, ডিভাইসেস, এবং সেটিংস- যেগুলো আপনি প্রায়সই ব্যবহার করে থাকেন তা দ্রুত করার কিছু ধাপ রয়েছে, যেমন- সার্চ ওয়েব ও পিসি, প্রিন্ট ডকুমেন্টস, এবং ইমেইল ফটো এবং লিঙ্কস। আপনি উইন্ডোজ এর যেখানেই থাকেন এগুলো সবসময় পর্দার ডান পাশে থাকবে।

Using Charm
পর্দার ডান প্রান্তে সুইপ করে যান। Search, Share, Start, Devices, বা Settings এ টোকা দিন বা ক্লিক করুন।
আপনি কীবোর্ড থেকে উইন্ডোজ এর প্রতীক Windows Logo + C চেপেও Charm এ যেতে পারেন।

 

সার্চ

Search Charm, Bing Smart Search ব্যবহার করে। সুতরাং আপনি আপনার পিসি, ওয়েব এবং অনড্রাইভ এ সার্চ করতে পারেন, সেইসাথে কিছু App এবং Windows Store এও সার্চ করতে পারেন।

পিসি, ওয়েব এবং অনড্রাইভ এ কিছু খোজার জন্য Bing Smart Search এর ব্যবহার

1. পর্দার ডান প্রান্তে সুইচ করে যান এবং Search এ টোকা দিন।
2. আপনি যা সার্চ করতে চান তা লিখুন। আপনার লেখা অনুসারে অনুসন্ধান ফলাফল এবং পরামর্শ এর তালিকা দেখা যাবে।
3. আপনি যে অ্যাপ, ফাইল বা সেটিং খুজছেন তা যদি দেখতে পান তাহলে এটি খুলতে এর উপর টোকা দিন বা ক্লিক করুন। আপনি যদি বিং এর ওয়েব ফলাফল সহ সকল ফলাফল দেখতে চান, তাহলে অনুসন্ধান ফলাফল পাতার Search বাটন Search Buttonএ টোকা দিন বা ক্লিক করুন। আপনি Search Suggetion এও ক্লিক করতে পারেন।
4. অনুসন্ধান ফলাফল পৃষ্ঠায়, একটি অনুসন্ধান ফলাফল খোলার জন্য ফলাফলটিতে টোকা দিন বা ক্লিক করুন।

অনুসন্ধান ফলাফল পাতা
অনুসন্ধান ফলাফল প্রকারভেদ অনুসারে এবং সেটি কোথায় রয়েছে সেই অনুসারে দলবদ্ধ (গোষ্ঠীতে বিভক্ত / গ্রুপ) হয়। উদাহরণ স্বরূপ, আপনার পিসির ছবিগুলো একসাথে থাকবে এবং ওয়েব সাইটের ছবিগুলো একসাথে। প্রথমে আপনার পিসির নিজস্ব ফাইল এবং অনড্রাইভ তালিকাভুক্ত হবে এবং তারপর অ্যাপ ও ওয়েব এর ফলাফল দেখাবে। থাম্বনেল গুলো আপনাকে ধারণা দিবে-কোনগুলোতে আপনি এর আগে টোকা দিয়েছেন বা ক্লিক করেছেন। একটি নির্দিষ্ট ক্যাটাগরির সকল অনুসন্ধান ফলাফল দেখতে ঐ ক্যাটাগরির See all লিঙ্ক এ ক্লিক করুন।

ফলাফল পাতায় ফিরে যাওয়া
যদি আপনি একটি ফলাফল খুলেন এবং দেখেন যে আপনি যা খুজছেন তা এটি নয় তাহলে আবার না খুজে ফলাফল পাতায় ফিরে যেতে পারেন। Touch দ্বারা, সুইপ করে পর্দার বাম প্রান্তের দিকে যান। (মাউস দ্বারা, মাউস পয়েন্টার পর্দার বাম পার্শ্বের উপরের দিকে নিয়ে যান এবং ক্লিক করুন।)

অনুসন্ধানের ফলাফল সঙ্কুচিত করা
Search Charm সয়ংক্রিয়ভাবে আপনার পিসির অ্যাপ, ফাইল এবং সেটিংস এবং অনড্রাইভ ও ওয়েবে খোজে। কিন্তু আপনি যেকোন এক প্ররার ফলাফল খুজতে পারেন, যেমন ওয়েব এ সেটিংস বা ছবি। এবং কিছু App এ, আপনি শুধুমাত্র উক্ত App খোজার অপশন সিলেক্ট করতে পারেন।
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং Search এ টোকা দিন।
2. Search বক্স এর তীর তীর এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর আপনি যে ক্যাটাগরি চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন।

Search এর সেটিংস পরিবর্তন করতে
আপনি ফলাফল ইতিহাস পরিস্কার করতে পারেন, নির্বাচন করুন আপনার অনুসন্ধান তথ্য কিভাবে বিং এর সঙ্গে শেয়ার (ভাগ করা হয়) করবেন, এবং SafeSearch options (নিরাপদ অনুসন্ধান অপশন) পরিবর্তন করবেন যা আপনার অনুসন্ধান ফলাফল থেকে প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু ফিল্টার (ছেঁকে বাদ দেয়) করে। শুধুমাত্র আপনার পিসি এবং অনড্রাইভ এ অনুসন্ধান করার জন্য আপনি যদি চান তাহলে ওয়েব সার্চ বন্ধ করে দিতে পারেন । (যদি আপনি Metered Internet সংযোগ ব্যবহার করে থাকেন তাহলে এই কাজ করতে চাইতে পারেন।)
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. Search and apps এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Search এ টোকা দিন বা ক্লিক করুন।
3. আপনার প্রয়োজন অনুসারে সেটিং পরিবর্তন করুন।

শেয়ার (ভাগ করা)

Share Charm হচ্ছে দ্রুততর উপায় যার সাহায্যে আপনি যাদের চেনেন তাদের সাথে ফাইল, ছবি, এবং তথ্য শেয়ার করতে পারেন, বা আপনি যে অ্যাপ্লিকেশন এ আছেন তা থেকে না বেরিয়েই পরবর্তীর জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আপনি একই সময়ে কিছু সংখ্যক লোক এর সাথে ছবি শেয়ার করতে পারেন, আপনার সকল সামাজিক নেটওয়ার্কের সঙ্গে একটি লিঙ্ক ভাগ (শেয়ার) করতে পারেন। অথবা একটি আকর্ষণীয় নিবন্ধ রিডিং লিস্ট App এ পাঠাতে পারেন যাতে আপনি পরবর্তীতে তা পড়তে পারেন।

আপনি Share Charm এর মাধ্যমে অধিকাংশ App এর জিনিস শেয়ার করতে পারেন। যদি আপনি ডেস্কটপ থেকে কিছু শেয়ার করতে চান, তাহলে আপনি ই-মেইল এর মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা এর সাহায্যে ফাইল এবং ছবি শেয়ার করতে পারেন।

Share

ফাইল শেয়ার করতে
1. একটি App এ, আপনি যেটি চান সেই আইটেমটি সিলেক্ট করার জন্য সুইপ করুন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে নিয়ে যান এবং তারপর Share এ টোকা দিন।
3. লোকটি বা অ্যাপ বা ডিভাইস যার সাথে শেয়ার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

একটি লিঙ্ক শেয়ার করতে
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন এবং আপনি যে ওয়েবসাইট, নিবন্ধ বা ম্যাপ শেয়ার করতে চান তা ব্রাউজ করুন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং Share এ টোকা দিন।
3. ব্যক্তি বা অ্যাপ বা ডিভাইস যার সাথে শেয়ার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

Share Settings পরিবর্তন করার জন্য
Share Charm এ কোন অ্যাপ্লিকেশনগুলো তালিকাভুক্ত এবং কিভাবে তারা প্রদর্শিত হবে আপনি তা পরিবর্তন করতে পারবেন ।
1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন, এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. Search and apps এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Share এ টোকা দিন বা ক্লিক করুন।
3. আপনার প্রয়োজন অনুসারে Settings পরিবর্তন করুন।

স্টার্ট

আপনি উইন্ডোজ এর যেখানেই থাকেন না কেন Start Charm ব্যবহার করে Start Screen খুলতে পারবেন। অথবা যদি আপনি Start এই থেকে থাকেন তাহলে এটি ব্যবহার করে শেষ ব্যবহৃত অ্যাপ্লিকেশন এ যেতে পারবেন।

Start
Start খুলতে, সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Start এ টোকা দিন।

ডিভাইসেস

আপনার পিসির সাথে সংযুক্ত ডিভাইস এ ফাইল এবং তথ্য পাঠানোর জন্য Device Charm হচ্ছে একটি দ্রুততম উপায়, যেমন আপনার প্রিন্টার, Xbox, ফোন, স্পিকার, টিভি বা প্রোজেক্টর। আপনার কোন কোন ডিভাইস আছে এবং তা পিসির কোথায় সংযুক্ত আছে তার উপর নির্ভর করে ডিভাইস এর তালিকা Device Charm এ থাকে। ডিভাইস Set up সম্পর্কে আরো বিস্তারিত জানতে, দেখুন ডিভাইস এবং প্রিন্টার সংযুক্তকরণ, বিচ্ছিন্নকরণ এবং নিয়ন্ত্রণ

Device Charm ব্যবহার করতে
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন এবং এটি বা ফাইল যা কোন ডিভাইস এ পাঠাতে চান তা নির্বাচন করার জন্য সুইপ করুন।
2. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং তারপর Devices এ টোকা দিন।
3. নিচের অপশনগুলো থেকে একটি অনুসরণ করুন।

Stream videos, music, or a photo slide show অন্য ডিভাইস এ নিয়ে যাওয়ার জন্য (যেমন টিভি, স্টেরিও)। Play এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন। কিভাবে Play সেটআপ করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন Stream pictures, video, and music using Play.

Print a document, photo, or email. Print এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন। আরো বিস্তারিত তথ্যের জন্য দেখুন How to print.

Project what’s on your PC (যেমন- একটি প্রেজেন্টেশন এর জন্য, একটি স্লাইড শো করার জন্য)। Project এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

সেটিংস

কিছু সাধারণ সেটিংসকে দ্রুত সমন্বয় করার জন্য Settings Charm ব্যবহার করা হয় (যেমন-উজ্জ্বলতা (brightness) এবং ভলিউম)। আপনার পিসির জন্য সেটিং খুজে বের করুন (যেমন- প্রেজেন্টেশন, ইউজার একাউন্ট এবং ডিভাইসেস) ‍এবং আপনি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তার  Settings পরিবর্তন করুন।

সাধারণ সেটিংস দ্রুত সমন্বয় করার জন্য
Change PC settings
এখানে কিছু সাধারণ PC Settings আছে- যেমন ভলিউম, পাউয়ার এবং নেটওয়ার্ক সংযোগ- এরা সবসময়ই Settings Charm এ থাকে।
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং তারপর Settings এ টোকা দিন।
2. আপনি যে Settings পরিবর্তন করতে চান সিটিতে টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

আপনার পিসির সেটিংস পরিবর্তন করার জন্য
PC settings থেকে বেশির ভাগ সেটিংস পরিবর্তন করতে পারবেন (Control Panel (কন্ট্রোল প্যানেল) এর পরিবর্তে), যেমন- বিভিন্ন বস্তু ব্যক্তিগতকরণ এবং সেটিংস পরিবর্তন করার জন্য যেমন- ডিভাইসেস, ইউজার একাউন্ট, অনড্রাইভ, নেটওয়ার্ক সংযোগ এবং ভাষা।
1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. যে ক্যাটাগরির Settings পরিবর্তন করতে চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন এর জন্য সেটিংস পরিবর্তন করার জন্য
app settings
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন অথবা Start বা Desktop এ যান।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Settings এ টোকা দিন।
3. আপনি যে সেটিং পরিবর্তন করতে চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন। যদি আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে থাকেন এবং দেখতে না পান কি করতে হবে, তাহলে PC settings এ খুজুন- কিছু অ্যাপ্লিকেশন এর Settings এখান থেকেও করতে পারবেন।

চিফ মার্কেটিং কর্মকর্তা হিসেবে যে আটটি এসইও ট্রেন্ড সম্পর্কে আপনাকে জানতেই হবে . 8 SEO Trends Your CMO Needs to Know for 2015

Huge Sell on Popular Electronics

শেখ মাহ্ফুজুর রহমান

 

২০১৫ সালের বাজেট ও স্ট্র্যাটেজি তৈরির সময় বিবেচনায় রাখার মতো সেরা আটটি এসইও ট্রেন্ড

বছরের এই সময়টিই, যখন বাৎষরিক মার্কেটিং বাজেট এবং সিদ্ধান্তগুলো নেয়া হয়, আগামী বছরের লাভ-লোকসানের ভিত্তি তৈরি করে। এখন শুধু প্ল্যানিং, অ্যাকাউন্টিং এবং প্রশাসন ব্যবস্থাপনাই যথেষ্ট নয়, ব্র্যান্ড মার্কেটারদের বজায় রাখতে হয় সর্বশেষ স্ট্র্যাটেজি এবং কৌশলকে যা অর্গ্যানিক সার্চের (যেখানে পরিবর্তনই হলো স্থীতিশীলতা) ক্রমোন্নতিকে গতিশীল করবে।

অবশ্য, চিফ মার্কেটিং অফিসাররা সার্চ এলগরিদমের ছোটখাটো পরিবর্তন নিয়ে মাথা না ঘামিয়ে ইন্ডাস্ট্রির বড় ধরণের ট্রেন্ডগুলোর দিকে দৃষ্টিপাত করেই সার্চের নতু নতুন পরিবর্তনের কৌশল নির্ধারণ করতে পারেন। "2015 Enterprise Buyer's Guide to SEO" থেকে নেয়া সেরা আটটি অর্গ্যানিক সার্চ ট্রেন্ড নিয়ে আজকের আলোচনাটি সাজানো হয়েছে যা সিএমও (চিফ মার্কেটিং অফিসার) এবং মার্কেটিং অর্গ্যানাইজেশনগুলো ২০১৫ সালের পরিকল্পনা তৈরির সময় বিবেচনায় রাখতে পারে।

১) ট্রুলি আর্নড লিংকের সংখ্যার ক্রমবৃদ্ধি

দীর্ঘকাল ধরেই ইনবাউন্ড বা ব্যাক লিংকগুলো সার্চ ইঞ্জিনগুলোর কাছে মূল্য, বিশ্বাস ও আস্থার প্রাথমিক অফ-সাইট ইন্ডিকেটর হিসেবে বিবেচিত হয়ে আসছিল এবং তা এখনো রয়েছে।

ব্র্যান্ডেড কন্টেন্ট সাইটেশন অর্জনের লক্ষ্যে অর্গ্যানিক সার্চ চ্যানেল নিয়ে চিন্তিত সিএমও'দের উচিত মূল্যবান কন্টেন্ট তৈরি করা এবং তা নির্দিষ্ট শ্রোতাদের কাছে প্রমোট করা। এগুলো শুধু মাত্র প্রোডাক্ট পেজের প্রতি কতগুলো টেক্সট লিংক না হয়ে হাই কোয়ালিটি ব্র্যান্ডেড কন্টেন্টের প্রতি উদৃতি ও লিংক হওয়া বাঞ্চনীয়।

যা হলো কর্তৃত্বস্থানীয় পাবলিশার অথবা ইনফ্লুয়েন্সারের কাছ থেকে প্রাসঙ্গিক সাইটেশন বা উল্লেখ এসইও, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অনলাইন সেইল, লিড জেনারেশন, শ্রোতার বৃদ্ধি এবং অন্যান্য সব দূর্লভ ও অত্যন্ত মূলবান মার্কেটিং বা বিপণন সূচককে প্রভাবিত করে-- তাই এসইও'র জন্য এই স্ট্র্যাটেজিটিকে কেন ব্যবহার করবেননা?

২) মোবাইলের অব্যাহত গুরুত্ব বৃদ্ধি

২০১৪ সালটি ছিল মার্কেটিং এর জন্য একটি স্মারক বর্ষ যখন মোবাইল ইন্টারনেটের ব্যবহার ডেস্কটপ ইন্টারনেটের ব্যবহারকে ছাড়িয়ে গিয়েছিল। এই ঘটনাটি কনজ্যুমার বা ভোক্তার আচরণের একটি মৌলিক পরিবর্তনকে চিহ্নিত করে যা সার্চ এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি বড় নিহিতার্থকে প্রকাশ করে।

মোবাইল সার্চ এলগরিদম ডেস্কটপের থেকে ভিন্নতর উৎকৃষ্ট পথকে নির্দেশ করে, তাই মার্কেটিং ব্যয়কে সঠিকভাবে পরিচালিত করার জন্য সিএমও'দের মোবাইল সার্চের দিকগুলো বুঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ব্র্যান্ডের দ্রুততার সাথে কার্যকরভাবে উচ্চমানের মোবাইল এক্সপেরিয়েন্স সরবারহ করার সক্ষমতাই নিশ্চিতভাবে একটি প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করে দেবে।

৩) প্লাটফর্ম, ডিভাইস, চ্যানেল অনুসারে সার্চকে বিভক্ত করা

সার্চ কোয়ারিগুলো শুধু লং টেইল কিওয়ার্ডেই বিভক্ত হচ্ছেনা সেগুলো প্লাটফর্ম ও চ্যানেল অনুযায়ীও বিভক্ত করে। অনলাইন সার্ভিস প্রোভাইডার, মোবাইল ডিভাইস এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো তাদের শ্রোতাদের ভালো সেবা দেয়ার জন্য ইন্টারনাল সার্চ ফাংশন গড়ে তুলছে-- এবং এর মানে হলো ওয়েব ব্রাওজার সার্চ ইঞ্জিনের থেকে সার্চ ভল্যুম সেখানে চলে যাচ্ছে।

২০১৫ সালে, সিএমও'দের উচিত গুগল ছাড়াও আমাজন, উইকিপিডিয়া, ইয়েল্প এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মতো প্লাটফর্মগুলোর সার্চে ব্র্যান্ড এর উপস্থিতিকে অপটিমাইজ করার দিকে নজর দেয়া।

৪) সোশ্যাল এঙ্গেজম্যান্টের সাথে থট লিডারশিপের সমন্বয়

থট লিডারশিপ (বা চিন্তার নেতৃত্ব) সামসময়িক বছরগুলোতে একটি হট টার্ম হিসেবে বিবেচিত হচ্ছে যখন অনেক ব্র্যান্ড নিজেদেরকে তাদের নিজস্ব অনলাইন কমিউনিটিগুলোতে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে আগ্রাসী কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটেজি গ্রহন করেছে। যেহেতু কিছু থট লিডারশীপ কেম্পেইন মিইয়ে গেছে, এখন দৃষ্টি পড়েছে অফ-সাইট সিগন্যাল (সোশ্যাল মিডিয়া শেয়ার) এর উপর যা অর্গ্যানিক স্ট্র্যাটেজি'র একটি অবিচ্ছেদ্য অংশ।

প্রাসঙ্গিক শ্রোতাদের কাছ থেকে সোশ্যাল এঙ্গেজমেন্ট ছাড়া শুধু থট লিডারশিপের পক্ষে সার্চে দীর্ঘস্থায়ী সফলতা অর্জন সম্ভব নয়। দুটোকেই একসাথে চলতে হবে।

৫) লং-টেইল সার্চ ট্রাফিকের ক্রমবর্ধনশীল গুরুত্ব

এক-দুই শব্দের কি ফ্রেজ (key phrase) দিয়ে সার্চে র‍্যাংক পাওয়া কষ্টসাধ্য এবং তা পুরোপুরি কভার করেনা। সেই তুলনায়, লং-টেইল কিওয়ার্ড কোয়ারিগুলো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে থাকে এবং উচ্চমাত্রায় কনভার্ট হয়ে থাকে এর নির্দিষ্টতার জন্য, পরিণামে উদ্দেশ্যের সফলতা অর্জিত হয়। যেসব ব্র্যান্ড লং-টেইল কোয়ারিগুলোর শক্তি ও প্রভাবকে যুথবদ্ধ করতে পারবে সেগুলোই ২০১৫ সালে সূচাগ্র পার্থক্য দেখতে পাবে।

২০১২ সালের একটি গবেষণা এটি নির্দেশ করে যে দৈনন্দিন কোয়ারির ১৬ থেকে ২০ ভাগ পূর্বে দেখাই যায়নি। এই পরিস্থিতির আরও বেশি উন্নতি ঘটছে যখন মোবাইল ডিভাইসগুলোতে ভোকাল সার্চের অ্যাপ্লিকেশনগুলো প্রকাশিত হচ্ছে এবং সার্চ ইঞ্জিনগুলো লং-টেইল কিওয়ার্ড বুঝার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠছে। যদিও লং-টেইল সার্চ ট্রাফিক পেতে ব্যাপক সময় লাগবে, তবে এটি দীর্ঘপথযাত্রায় যথার্থ ভালো ফল দেবে।

৬) সার্চ রেজাল্ট দৃশ্যপটের পরিবর্তন

যখন গুগল একটি লক্ষ্যস্থানে পরিণত হতে চাইছে তখন আমরা আরও বেশি খেলাধুলার স্কোর, আবহাওয়ার খবর এবং খুচরা বিক্রেতাদের সম্পর্কিত ইন-স্ট্রিম আন্সার বা উত্তর প্রত্যাশা করতে পারি। কাস্টমাররা যেভাবে সার্চ রেজাল্টকে দেখে ও ইন্টারেক্ট করে সে অনুযায়ী গুগলের নলেজ গ্রাফ এবং কারোজাল ফিচারগুলোর মৌলিক পরিবর্তন ঘটছে। সিএমও'দের সার্চ স্পেসে তাদের ব্র্যান্ড কেমনভাবে উপস্থাপিত হয় সে সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে যেহেতু গুগল একটি ইনফর্মেশন ইঞ্জিনকে নলেজ ইঞ্জিনে রূপান্তরিত করছে।

৭) কিওয়ার্ড ও র‍্যাঙ্কিং এর গুরুত্ব হ্রাস

গুগলের কিওয়ার্ড সার্চ ডাটার এনক্রিপশন নিকট ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাই নির্দেশ করেছিল। যতই প্লাটফর্ম, চ্যানেল, ডিভাইস এবং অ্যাপ্লিকেশনে তথ্যের ব্যবহার বিভক্ত হয়ে যাবে ততই কিওয়ার্ড ও র‍্যাংকিং এর সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজশনের সম্পর্ক হ্রাস পাবে। সিএমও'দের উচিত বহুবিধ প্রপার্টিতে ব্রান্ডের দৃশ্যমানতা এবং ডিজিটাল স্পেসের প্রতিটি কোনায়, যেখানে ভাগ্য ও ক্রেতা আছে, এর উপস্থিকেই সার্চ অপটিমাইজেশন হিসেবে দেখতে শেখা।

৮) পারসোনালাইজেশনের প্রয়োজনীয়তা বৃদ্ধি

যতই সার্চ প্রক্রিয়াগুলো জটিল হচ্ছে কাস্টমাররা ততই উচ্চতর পর্যায়ের পারসোনালাইজেশনের অন্তর্ভূক্ত হচ্ছে। একই কোয়ারির জন্য অঞ্চল, সাওইকোগ্রাফিক এবং ডেমোগ্রাফিক ডাটা অনুসারে, যেগুলো পূর্ববর্তী ব্যবহারের উপর সংগ্রহ করা হয়েছে, প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা রেজাল্ট পেতে পারে। কনভার্সান ঐ ব্র্যান্ডগুলোর দিকেই যাবে যারা সবগুলো সার্চ প্লাটফর্মের কাস্টমারদের উচ্চতর পারসোনালাইজেশন সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। প্রমিনেন্ট কন্টেন্ট মার্কেটারদের ব্র্যান্ডের দৃশ্যমান হওয়ার সম্ভবনা তাই অনেক বেশি।

অর্গ্যানিক সার্চ এখনো সবকিছুর উপরে

যে চ্যানেলটি এখনো বিটুবি (B2B) এবং বিটুসি (B2C) কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ ভিজিটর, কনভার্সান এবং কাস্টমারদের চালিত করে থাকে, অর্গ্যানিক সার্চ তেমন চ্যানেল নয় যা মার্কেটিং একজিকিউটিভরা অগ্রাহ্য করতে পারে। যেসব কোম্পানি এই চ্যানেলটিকে ম্যাক্সিমাইজ করতে পারবে তারাই অবশেষে ডিজিটাল স্পেসে অধিকার পাবে এবং সেই সাথে দেখা পাবে লাভের।

২০১৫ সালে যে পাঁচটি এসএইও ট্রেন্ডকে বিবেচনায় রাখা উচিত . 5 SEO Trends You Need to Consider for 2015

Huge Sell on Popular Electronics

আশা করি আপনারা "সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যুগ শেষ" এবং "সোশ্যাল মিডিয়াই হলো নতুন সার্চ" এই দু'টি সর্বশেষ অত্যুক্তিতে বিশ্বাস করেননা। বাস্তবতা হলো, এসইও কতগুলো বহুল পরীক্ষিত এসইও কৌশল, কন্টেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মধ্যকার সংযুক্তিতে বিবর্তিত হচ্ছে। এটি আরও বেশী জটিল হয়েছে কিন্তু এর মূল্য সামান্য পরিমাণেও কমেনি। এই ধারণাটি মাথায় রেখে ২০১৫ সালের পাঁচটি এসইও ট্রেন্ড সম্পর্কে আলোচনা করা হলো, যেগুলো আপনি এবছর পরিকল্পনা করবেন।

১) সিম্যান্টিক সার্চ

গুগল সম্প্রতি সার্চ এলগরিদমের "Hummingbird" আপডেট প্রকাশ করেছে। পূর্বের পান্ডা ও পেঙ্গুইন আপডেটের মতো না হয়ে হামিংবার্ড আপডেটটি ছিল সম্পূর্নরূপে সিম্যান্টিক সার্চ নির্ভর। যেখানে সিম্যান্টিক হলো ভাষাতত্ত্বের একটি বিভাগ যা শব্দের অর্থঘটিত বিষয় নিয়ে আলোচনা করে। সিম্যান্টিক সার্চ সার্চ কোয়ারির (আপনি সার্চ বারে যা লিখে সার্চ করেন) অর্থ এবং যে ব্যক্তি সার্চ করছেন তার মনোভাব বুঝার চেষ্টা করে। সার্চ ইঞ্জিন ল্যান্ডের ডেনি সুলিভান বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছেনঃ

"হামিংবার্ড কোয়ারির প্রত্যকটি শব্দের দিকে আরও বেশি মনোযোগ দেয় যাতে পুরো কোয়ারিটিকে নিশ্চিত করা যায়-- নির্দিষ্ট কতগুলো শব্দ নয় বরং পুরো বাক্য বা আলোচনা বা অর্থকে বিবেচনায় নেয়া হয়। লক্ষ্য হলো, পেজের অর্থের সাথে সার্চের অর্থ মেলানো; এখানে অল্প কিছু কিওয়ার্ড কে আর ধর্তব্যে নেয়া হয়না।"

তাই এক্ষেত্রে সংলাপমূলক কোয়ারি, লং টেইল কিওয়ার্ড এবং লেটেন্ট সিম্যান্টিক মার্কআপ যেমন কিওয়ার্ড বা শব্দের বহুবচন এবং সমার্থক শব্দগুলোর দিকে মনযোগ দিতে হবে। এইচটিএমএল মার্কআপের সময় লক্ষ্য রাখতে হবে তা যেন যতটা সম্ভব সিম্যান্টিক হয়। নতুন যে সিম্যান্টিক ট্যাগগুলো স্কিমা ডট অর্গ থেকে এসেছে তা ওয়েবপেজ তৈরির সময় ব্যবহার করতে হবে। এবং কিওয়ার্ড রিসার্চ এর ক্রমাগত গুরুত্ব বৃদ্ধিকে অবশ্যই মাথায় রাখতে হবে।

২) মোবাইল সার্চ অপটিমাইজেশন

গুগলের তথ্য অনুযায়ী মোবাইল সার্চের ৫০ভাগ কোয়ারিই হয়েছে অঞ্চলগত দিক লক্ষ্য করে। এর মানে হল সার্চকারি ব্যক্তিরা স্থানীয় ব্যবসাগুলোকে খুঁজেছেন যেন তারা ইন-স্টোর কেনাকাটা করতে পারেন। তারপরও সব মোবাইল সার্চ অঞ্চলবিশেষ লক্ষ্য করে করা হয়নি।

তাই এক্ষেত্রে মোবাইল সার্চের ব্যবহার বৃদ্ধি, মোবাইল-ওনলি ইউজারদের উত্থান এবং গুগলের নতুন ''মোবাইল ফ্রেন্ডলি" লেবেলগুলো কিভাবে সার্চ রেজাল্টকে প্রভাবিত করছে সে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। বলাবাহুল্য, সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের ব্যবহারের বৃদ্ধিকে ভোক্তা সংগ্রহের একটি প্রধান ক্ষেত্র হিসেবে ধরে নিতে হবে।

৩) সোশ্যাল সিগনেলগুলোর অকার্যকারিতা

সোশ্যাল সিগনেল যেমন টুইট, শেয়ার ও গুগলপ্লাস সার্চ রেঙ্কিংকে প্রভাবিত করে? তা করে, কিন্তু আপনি যেভাবে ভাবেন তেমন নয়।

সব সময়ই বলা হয়েছে যে টপ সার্চ রেঙ্কিংয়ে উপরের যাওয়ার উপায় হলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার। এটি সেই ২০১০ সালের কথা যখন গুগলের ওয়েব-স্পাম বিষয়ক প্রধান বলেছিলেন, আমরা আমাদের সার্চ রেঙ্কিং এ টুইটার ও ফেসবুকের লিংক ও রেঙ্কিংকে ব্যবহার করি। কিন্তু ২০১৪ সালে যখন তাকে একই প্রশ্ন করা হয় তখন বলেছিলেন, বর্তমানে আমাদের সার্চ এলগরিদমে তেমন কোন সিগন্যাল নেই।"

তারপরও কিছু সার্চ অপটিমাইজাররা প্রমাণ করে দেখিয়েছেন যে সোশ্যাল শেয়ার সার্চে সত্যিকার অর্থেই প্রভাব রাখে। তাই সোশ্যাল মিডিয়া সিগন্যাল একেবারেই অপ্রয়োজনীয় তেমন বলা যাবেনা তবে তা আরও বৃহৎ পরিসরে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে অপটিমাইজ করতে হবে। আপনার এবং অন্যদের শেয়ার করা কন্টেন্ট ব্যাকলিংক তৈরি করে, আরও ট্রাফিককে আপনার সাইটের দিকে ধাবিত করে যা আপনার ব্র্যান্ড সংশ্লিষ্ট কোয়ারিকে বাড়িয়ে দেয়।

৪) আর্নড লিংকের ক্রমবর্ধমান গুরুত্ব বৃদ্ধি

একটি সফল এসইও স্ট্র্যাটেজি নির্ভর করে গুণগত ও পরিমাণগত ব্যাকলিংকের উপর। এক্ষেত্রে আপনার নিজের তৈরি লিংক যেমন আপনার ওয়েব পেজ ও সোশ্যাল মিডিয়া পেজ, পেইড লিংক যেমন গুগল অ্যাডওয়ার্ড বিজ্ঞাপন, টুইটার প্রমোট অথবা অন্যান্য সংস্থার বিজ্ঞাপনী সেবার লিংকের চেয়ে অর্জিত লিংক যেগুলো অন্যান্যরা স্বেচ্ছায় আপনার পণ্য সম্পর্কে আলোচনা ও শেয়ারের মাধ্যমে তৈরি করেছে সেগুলোর গুরুত্ব সার্চ রেঙ্কিংএ অনেক অনেক বেশি। সবসময় লো-কোয়ালিটি লিংক তৈরি থেকে বিরত থাকা উচিত যা আপনার সাইটকে সার্চ ইঞ্জিনে পেনালাইজড করতে পারে।

সুতরাং বুঝা যাচ্ছে যে উচ্চমানসম্পন্ন কন্টেন্ট তৈরিই এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ! তাছাড়া সামজিক কার্যকলাপের মাধ্যমে অফলাইন সম্পর্ক বৃদ্ধি এবং ব্রোকেন লিংক বিল্ডিংকেও মাথায় রাখতে হবে।

৫) ব্র্যান্ড সম্পর্কে উল্লেখ এবং সাইটেশন

একটি সাইটেশন হলো আপনার ওয়েবসাইট ছাড়া অন্য কোন ওয়েব সাইটে আপনার ব্র্যান্ডের নাম, ঠিকান, ফোন নাম্বার সম্পর্কে যেকোন উদ্দৃতি। একটি কো-সাইটেশন হলো আপনার ব্যবসায়ের মতো একই রকম অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইটে আপনার ব্র্যান্ড সম্পর্কিত উল্যেখ। এক্ষেত্রে লোকাল সাইটেশন, ইন্ডাস্ট্রি সাইটেশন ও নিচ্‌(Niche) সাইটেশন সম্পর্কে জানতে হবে।

সাইট স্ট্রাকচার সম্পর্কে বোনাস টিপ

আপনার সাইটটি ভিজিটরদের কাছে যত বেশী আকর্শনীয় হবে ততো বেশি তা সার্চ ইঞ্জিনের কাছে গ্রহনযোগ্য হবে। তাই সাইটকে যতটা সম্ভব সহজবোধ্য করুন। বাউন্স রেটকে কমানো এবং সাইটে ভিজিটরদের অতিবাহিত সময় বাড়ানোকে গুরুত্ব দিয়ে সাইট ডিজাইন করুন। একটি ত্রুটিমুক্ত এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করুন। সাইটের ইউজেবিলিটি বৃদ্ধি করুন।

পরিশেষে, সন্দেহ নেই এসইও বিবর্তিত হয়েছে মানুষ ও সার্চ ইঞ্জিন উভয়ের রুচির দিকে লক্ষ্য রেখে। সিম্যান্টিক সার্চ, মোবাইল ওয়েব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাসঙ্গিকতার উত্থান আপনার কন্টেন্টকে মানুষের কাছে পৌছে দিচ্ছে; কিন্তু তা আগের চেয়ে আরও বেশি জটিলতা ও নতুন নতুন সমস্যাকে অন্তর্ভূক্ত করেছে। তবে অনেক পরিবর্তনের মধ্যেও কিছু জিনিস একই রকম রয়ে গেছেঃ প্রাসঙ্গিক উচ্চমানের কন্টেন্ট এবং এর ভালো উপসস্থাপন আপনার জন্য কাজে লাগবে। এবং লিংক অ্যাসিস্ট্যান্ট এর এসইও পাওয়ার স্যুইট এসইও টুল আপনার সিদ্ধান্ত গ্রহনে ও আপনার সাইটকে প্রমোট করতে ভূমিকা রাখবে। তাই আজই এসইও পাওয়ার স্যুইটকে ট্রাই করে দেখুন।