Tag Archives: বিবৃতি

জাভাস্ক্রিপ্ট সুইচ বিবৃতি (JavaScript Switch Statement in Bangla)

Huge Sell on Popular Electronics

শরিফুল ইসলাম
Job category-Php Coder

ভিন্ন ভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন কাজ পারফর্ম করার জন্য এই switch statement ব্যবহার করা হয়।

জাভাস্ক্রিপ্ট সুইচ বিবৃতি

Switch statement এর মাধ্যমে অনেকগুলো ব্লক কোড থেকে শর্ত অনুযায়ী একটি কোড পছন্দ করবে এবং সে অনুযায়ী কাজ করবে

Syntax


switch(expression) {
    case n:
        code block
        break;
    case n:
        code block
        break;
    default:
        default code block
}

  • এই expression একবার মূল্যায়ন করা হয়
  • এই expression যতগুলো কেস আছে তাদের মধ্যে তুলনা করে
  • যদি কোনটা মিলে যায় তবে তবে সেই কোড গণনা করে।

 

উদাহরণ

সপ্তাহের দিনের সংখ্যা দিয়ে আমরা সপ্তাহের নাম বের করব Sunday=0, Monday=1, Tuesday=2 ...


switch (new Date().getDay()) {
    case 0:
        day = "Sunday";
        break;
    case 1:
        day = "Monday";
        break;
    case 2:
        day = "Tuesday";
        break;
    case 3:
        day = "Wednesday";
        break;
    case 4:
        day = "Thursday";
        break;
    case 5:
        day = "Friday";
        break;
    case 6:
        day = "Saturday";
        break;
}

 

ফলাফল আসবে


Sunday


 

Break কীওয়ার্ড

Javascript কোড যখন break কি-ওয়ার্ড এ পৌঁছে তখন সে switch ব্লক কে ভেঙে দেয়। তখন অতিরিক্ত কোড গণনা করা ছেড়ে দেয়, বা ব্লকের ভিতর কোড টেস্ট করা থামিয়ে দেয়। যখন কোন statement মিলে যায় , তখন কাজ সম্পূর্ণ হয়, সে আর তখন অতিরিক্ত কোন টেস্টিং করে না।

 

ডিফল্ট কি-ওয়ার্ড

যদি কোন কেস না মিলে তাহলে ডিফল্ট ভাবে একটা কি ওয়ার্ড ডিসপ্লে করে যদি সেটি আমরা উল্লেখ করে দেই

উদাহরণ

যদি আজকে শনিবার বা রবিবার না হয় তাহলে ডিফল্ট মেসেজ ডিসপ্লে করবে


switch (new Date().getDay()) {
    case 6:
        text = "Today is Saturday";
        break;
    case 0:
        text = "Today is Sunday";
        break;
    default:
        text = "Looking forward to the Weekend";
}

 

ফলাফল


Looking forward to the Weekend


 

প্রচলিত কোড এবং fall through

অনেক সময় আপনি সুইচ ব্লক এর মধ্যে ভিন্ন ভিন্ন কেসে একই চদ এবাবহার করতে চান। আমাদের পরবর্তী উদাহরণ এ ঠিক এই ধরনের একটি একই কোড ব্লক দেখানো হয়েছে এবং সুইচ ব্লক এর মধ্যে ডিফল্ট কেস টি শেষ কেস হবে না।

উদাহরণ


switch (new Date().getDay()) {
    case 1:
    case 2:
    case 3:
    default:
        text = "Looking forward to the Weekend";
        break;
    case 4:
    case 5:
       text = "Soon it is Weekend";
        break;
    case 0:
    case 6:
       text = "It is Weekend";
}

যদি সুইচ ব্লকে ডিফল্ট ভাবে শেষ কেস না হয় , তাহলে মনে রাখতে হবে ব্রেক দিয়ে এর কাজ শেষ করতে হবে।

 

জাভাস্ক্রিপ্ট If…Else বিবৃতি (JavaScript If…Else Statements)

Huge Sell on Popular Electronics

শরিফুল ইসলাম
Job category-Php Coder

Conditional statement ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন কোড পারফর্ম করার জন্য।

 

শর্তাধীন বিবৃতি

প্রায় আমরা যখন কোড লিখি তাতে আমরা ভিন্ন ভিন্ন শর্ত জুড়ে দেই যাতে সে শর্ত অনুযায়ী কাজ করতে পারে। এই statement ব্যবহার করার নিয়মগুলি নিচে দেওয়া হল

  • If ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি শর্ত সত্য হয়,
  • else ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি একই শর্ত সত্য না হয়,
  • Else if নতুন শর্ত টেস্ট করবে , যদি প্রথম শর্ত মিথ্যা হয়,
  • অনেকগুলো আলটারনেটিভ ব্লক কোড থেকে সঠিক কোড গণনা করার জন্য switch ব্যবহার করা হয়।

 

 

If statement syntax

If ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি শর্ত সত্য হয় ,


if (condition) {
    block of code to be executed if the condition is true
}

 

যদি if এর বদলে IF (বড় হাতের লেটার) ব্যবহার করা হয় তাহলে এরর আসবে

উদাহরণ

যদি ঘণ্টা ১৮ এর চেয়ে কম হয় তাহলে ডিসপ্লে করবে good day


if (hour < 18) {
    greeting = "Good day";
}

 

ফলাফল


Good day


 

Else statement

else ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি একই শর্ত সত্য না হয়,


if (condition) {
    block of code to be executed if the condition is true
} else {
    block of code to be executed if the condition is false
}

 

উদাহরণ

যদি ঘণ্টা ১৮ এর চেয়ে কম হয় তাহলে দেখাবে good day এবং যদি তা না হয় তাহলে দেখাবে good evening


if (hour < 18) {
greeting = "Good day";
} else {
greeting = "Good evening";
}


 

ফলাফল


Good day


 

Else if statement

Else if নতুন শর্ত টেস্ট করবে , যদি প্রথম শর্ত মিথ্যা হয়
Syntax


if (condition1) {
    block of code to be executed if condition1 is true
} else if (condition2) {
    block of code to be executed if the condition1 is false and condition2 is true
} else {
    block of code to be executed if the condition1 is false and condition2 is false
}

 

উদাহরণ

যদি সময় ১০ থেকে কম হয় তাহলে দেখাবে good morning ,যদি ২০ থেকে কম হয় তাহলে দেখাবে good day ,যদি তা না হয় তাহলে দেখাবে good evening


if (time < 10) {
    greeting = "Good morning";
} else if (time < 20) {
    greeting = "Good day";
} else {
    greeting = "Good evening";
}

 

ফলাফল


Good day


 

লেকচার-০৫: সিএসই-১০০: সি প্রোগ্রামিং পরিচিতি – সি এ শর্তাধীন বিবৃতি (Conditional Statements in C)

Huge Sell on Popular Electronics