Tag Archives: পি এইচ পি

পি, এইচ, পি ফাইল আপলোড

Huge Sell on Popular Electronics

আপলোড ফাইল ফর্ম তৈরি করার পদ্ধতি-
User যাতে খুব সহজে একটি ফাইল আপলোড করতে পারে তা PHP এর মাধ্যমে করা যায়।
প্রথমে htdocs ফোল্ডারের আপনার নিজস্ব একটি ফোল্ডার তৈরি করুন। এখানে upload.php নামের একটি ফাইল তৈরি করুন। তারপর নিচের কোডটি লিখুন-
<html>
<body>

<form action="upload_file.php" method="post"
enctype="multipart/form-data">
<label for="file">Filename:</label>
<input type="file" name="file" id="file" />
<br />
<input type="submit" name="submit" value="Submit" />
</form>

</body>
</html>
আপলোড-স্ক্রিপ্ট ফাইল তৈরি করার পদ্ধতি-
এবার সেই একই ফোলডারের ভেতর upload-script.php নামের আরেকটি ফাইল তৈরি করুন এবং নিচের কোডটি লিখুন-
<?php
if ($_FILES["file"]["error"] > 0)
{
echo "Error: " . $_FILES["file"]["error"] . "<br />";
}
else
{
echo "Upload: " . $_FILES["file"]["name"] . "<br />";
echo "Type: " . $_FILES["file"]["type"] . "<br />";
echo "Size: " . ($_FILES["file"]["size"] / 1024) . " Kb<br />";
echo "Stored in: " . $_FILES["file"]["tmp_name"];
}
?>
এবার সেভ করে ব্রাইজারে open করে দেখুন।

Source: http://salearningschool.com/index.php?table=Articles&categoryID=16&category=PHP

প্রোগ্রামিং সম্পর্কে আমাদের সবার ভীতি আছে? কিন্তু কম্পিউটার মানেই প্রোগ্রামিং

Huge Sell on Popular Electronics

আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই হয়তো জানেন প্রোগ্রামিং কি? আপনাদের মনে প্রোগ্রামিং সম্পর্কে ভীতি থাকতে পারে? তবে আমি এখন থেকে তা দূর করবো। আমি আজ থেকে জাবা প্রোগ্রামিং এর যাত্রা শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং সম্পর্কে আমাদের সবার ভীতি আছে? কিন্তু কম্পিউটার মানেই প্রোগ্রামিং। প্রোগ্রামিং কোন কঠিন কিছু না। একটু শিখলেই আপনার কাছে সহজ মনে হবে। প্রোগ্রামিং হলো আপনি যা বলবেন কম্পিউটার আপনার জন্য করবে।

programming জাভা প্রোগ্রামিং বাংলা ভিডিও টিউটোরিয়াল | পর্বঃ২

প্রোগ্রামিং এর মধ্যে জাভা একটা ল্যাংগুয়েজ। এবং জাভা একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

প্রোগ্রামিং এর পর্যায় এলে আমরা দূরে যাই , ভাবী প্রোগ্রামিং আমার জন্য নয়। যারা মেধাবি, গণিত ভাল জানে তাদের জন্য।

মেধাবী আপনিও , আপনিও প্রোগ্রামিং করতে পারেন । এজকেই প্রোগ্রামিং এর খাতায় আপনার নাম লিখিয়ে নিন।

প্রোগ্রামিং হল কম্পিউটার কে বলা যে কম্পিউটার আপনার জন্য কি করবে।

আমারা সবাই অপারেটিং সিস্টেম ব্যবহার করি কেও উইন্ডোজ আবার কেও বা লিনাক্স আবার কেও ম্যাক।

এই অপারেটিং সিস্টেম গুলো প্রোগ্রামিং দিয়ে তৈরি।

উইন্ডোজ ডেভেলপ করা হয়েছে C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে ।

তবে বিলিয়ন ডিভাইস জাভা দিয়ে চলছে ।

যেমন আমারা অনেকে Android মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে জানি।

সেই APP গুলো জাভা দিয়ে ডেভেলপ করা, আপনিও করতে পারেন ।

তবে প্রথমে আপনাকে বেসিক জাভা জানতে হবে।

আমি বাংলায় পরগ্রাম্মিং তুলে ধরব আপনাদের সামনে এবং তা ভিডিও এর মাধমে।

সুতরাং প্রোগ্রামিং আপনাদের কাছে সহজ হয়ে যাবে।

কিছু প্রোগ্রামিং নিয়ে প্রশ্ন এবং উত্তরঃ

১। আমি জাভা দিয়ে প্রোগ্রামিং শুরু করতে চাই আমার কি এর আগে অন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে;

উত্তরঃ আপনাকে কোন ল্যাংগুয়েজ জানতে হবে নাহ, আপনি জাভা দিয়ে শুরু করুন । এবং আপনার কাছে আমি বাংলায় সহজ ভাবে উপস্থাপন করব।

২। আমাকে কি গণিত এ পারদর্শী হতে হবে?

উত্তরঃ অবশ্যই নাহ! আপনাকে শুধু যোগ, বিয়োগ, গুণ ,ভাগ জানলেই হবে। তবে গেম ডেভেলপ করতে গেলে আপনাকে একটু গণিত জানতে হতে পারে তবে প্রথমের দিকে একে বারেই নাহ!
resource:MySQL
http://salearningschool.com/searchResult.php?queryStr=mysql&submit=Search+Database