Tag Archives: চিহ্ন

এইচটিএমএল প্রতিক (HTML Symbols)

Huge Sell on Popular Electronics

শরিফুল ইসলাম

 

অনেক গানিতিক, প্রযুক্তিগত, মুদ্রার চিহ্ন নরমাল কীবোর্ড এ পাওয়া যায় না। এইচটিএমএল এর entity নাম ব্যবহার করে আমরা এই চিহ্ন গুলো নিয়ে আসতে পারি। যদি কোন entity নাম না থাকে তাহলে আমরা entity নাম্বার ব্যবহার করতে পারি decimal or hexadecimal রেফারেঞ্চ। যদি আমরা এইচটিএমএল পেজ কোন entity নাম বা কোন নাম্বার ব্যবহার করি তাহলে এই character গুলি সঠিক ফরম্যাট এ ডিসপ্লে করবে।

উদাহরণ


 <p>I will display &euro;</p>
 <p>I will display &#8364;</p>
 <p>I will display &#x20AC;</p>

 

 

এর ফলাফল পাওয়া যাবে


I will display €
I will display €
I will display €


 

 

কিছু গানিতিক চিহ্ন যা এইচটিএমএল সাপোর্ট করে

Char নাম্বার Entity বর্ণনা
&#8704; &forall; FOR ALL
&#8706; &part; PARTIAL  DIFFERENTIAL
&#8707; &exist; THERE EXISTS
&#8709; &empty; EMPTY SETS
&#8711; &nabla; NABLA
&#8712; &isin; ELEMENT OF
&#8713; &notin; NOT AN ELEMENT OF
&#8715; &ni; CONTAINS AS MEMBER
&#8719; &prod; N-ARY PRODUCT
&#8721; &sum; N-ARY SUMMATION

 

কিছু গ্রীক লেটার যা এইচটিএমএল সাপোর্ট করে

Char

নাম্বার

Entity

বর্ণনা
Α &#913; &Alpha; গ্রীক ক্যাপিটাল লেটার আলফা
Β &#914; &Beta; গ্রীক ক্যাপিটাল লেটার বিটা
Γ &#915; &Gamma; গ্রীক ক্যাপিটাল লেটার গামা
Δ &#916; &Delta; গ্রীক ক্যাপিটাল লেটার ডেলটা
Ε &#917; &Epsilon; গ্রীক ক্যাপিটাল লেটার EPSILON
Ζ &#918; &Zeta; গ্রীক ক্যাপিটাল লেটার যেটা

 

অন্যান্য আরও অনেক entities যা এইচটিএমএল সাপোর্ট করে

Char

নাম্বার

Entity

বর্ণনা

© &#169; &copy; কপিরাইট চিহ্ন
® &#174; &reg; নিবন্ধন চিহ্ন
&#8364; &euro; EURO চিহ্ন
&#8482; &trade; ট্রেডমার্ক
&#8592; &larr; বামদিকের নির্দেশ
&#8593; &uarr; উপরের নির্দেশ
&#8594; &rarr; ডানদিকের নির্দেশ
&#8595; &darr; নিচের দিকের নির্দেশ
&#9824; &spades; BLACK SPADE SUIT
&#9827; &clubs; BLACK CLUB SUIT
&#9829; &hearts; BLACK HEART SUIT
&#9830; &diams; BLACK DIAMOND SUIT

 

এইচটিএমএল ইনট্রিগুলো (HTML Entities)

Huge Sell on Popular Electronics

শরিফুল ইসলাম
Job category-Php Coder

 

কিছু সংরক্ষিত অক্ষর অবশ্যই character entities দ্বারা পরিবর্তন করতে হয়।

এমনকি যেই অক্ষরগুলো কীবোর্ড এ নাই সেইগুলো পরিবর্তন করা সম্ভব

 

এইচটিএমএল Entities

কিছু অক্ষর এইচটিএমএল এ সংরক্ষিত করা আছে। যদি আমরা কোন টেক্সট এ ছোট চিহ্ন (<) এবং বড় চিহ্ন (>) ব্যবহার করি ব্রাউজার তাদের ট্যাগ দিয়ে মিক্স করে দিতে পারে।

character entities এইচটিএমএল এ কিছু সংরক্ষিত অক্ষর দেখাতে সাহায্য করে।

character entity গুলো নিচের মতন


&entity_name;
OR
&#entity_number;

 

যদি আমরা ছোট চিহ্ন ডিসপ্লে করতে চাই তাহলে লিখব  &lt; বা &#60;

নাম্বার এর পরিবর্তে নাম ব্যবহার করা বেশি উপকারী কারন এতে নামটা বেশি মনে থাকে। এর একটি অপকারিতা আছে কিছু কিছু ব্রাউজার entity নাম নাও পরতে পারে কিন্তু নাম্বার ঠিক পরতে পারে।

 

অবিচ্ছিন্ন স্থান (Non breaking space)

একই লাইন এ ফাকা জায়গা তৈরি করার জন্য &nbsp; ব্যবহার করা হয়। মনে রাখতে হবে ব্রাউজার সবসময় এইচটিএমএল পেজ এর অতিরিক্ত ফাকা জায়গা মুছে ফেলে কেবলমাত্র একটি ফাকা জায়গা রাখে। যদি আমি ১০ টি স্পেস দেই ব্রাউজার তার ৯ টাই মুছে ফেলে ১ টি লিখবে। যদি আমরা টেক্সট এ প্রকৃত ফাকা জায়গা পেতে চাই তাহলে ক্যারেক্টার ব্যবহার করতে হবে।

 

কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার entities

ফলাফল বর্ণনা নাম প্রবেশকৃত নাম্বার
non-breaking space &nbsp; &#160;
< less than &lt; &#60;
> greater than &gt; &#62;
& ampersand &amp; &#38;
¢ cent &cent; &#162;
£ pound &pound; &#163;
¥ yen &yen; &#165;
euro &euro; &#8364;
© copyright &copy; &#169;
® registered trademark &reg; &#174;

 

কিছু বৈশিষ্ট্যসূচক চিহ্ন

একটি বৈশিষ্ট্যসূচক চিহ্ন “glyph” লেখার বর্ণে যোগ করা হয়েছে। আবার কিছু বৈশিষ্ট্যসূচক চিহ্ন: grave ( ̀) এবং acute ( ́) কে বলা হয় accents (কথা)।

বৈশিষ্ট্যসূচক চিহ্ন বর্ণের উপরে , নিচে, পাশে এবং দুটি লেটার এর মাঝে হতে পারে। আলফানিউমেরিক ক্যারেক্টার এর কম্বিনেশন এ এই বৈশিষ্ট্যসূচক চিহ্নগুলো ব্যবহার করা হয়ে থাকে।

কিছু উদাহরণ নিচে দেওয়া হল

চিহ্ন বর্ণ গঠন ফলাফল
  ̀ a a&#768;
  ́ a a&#769;
̂ a a&#770;
  ̃ a a&#771;
  ̀ O O&#768;
  ́ O O&#769;
̂ O O&#770;
  ̃ O O&#771;