Tag Archives: কলব্যাক

জেকোয়েরি এর কলব্যাক ফাংশন ।

Huge Sell on Popular Electronics

লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

 

কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে জেকোয়েরি এর কলব্যাক ফাংশন সমূহ আলোচনা করবো ।

জেকোয়েরি এর কলব্যাক ফাংশন

যখন কোনো পেজের ইফেক্ট ১০০% শেষ হয় তখন কলব্যাক ফাংশন তার কাজ সম্পাদন করে থাকে ।
সাধারণত জাভাস্ক্রিপ্ট এর বিবৃতি গুলো লাইন বাই লাইন সম্পাদিত হয় । আর যখন ইফেক্ট ব্যবহার করা হয় তখন ইফেক্ট শেষ না হলেও পরের লাইন সম্পাদিত হতে পারে । আর এই সমস্যা দূর করার জন্য কলব্যাক ফাংশন তৈরি করা হয় ।

চলমান ইফেক্ট শেষ হলে কলব্যাক ইফেক্ট চালু হয় ।

কলব্যাক ইফেক্ট টিতে সাধারণত এমন কোড থাকে :


$(selector).hide(speed,callback);

 

 

কলব্যাক ফাংশনসহ উদাহরণঃ


$("button").click(function(){
    $("p").hide("slow", function(){
        alert("The paragraph is now hidden");
    });
});

ফলাফল : কলব্যাক ফাংশন

 

এটায় hide effect শেষ হলে কলব্যাক ফাংশন কাজ করবে ।

কলব্যাক ফাংশনবিহীন উদাহরণঃ


$("button").click(function(){
    $("p").hide(1000);
    alert("The paragraph is now hidden");
});

ফলাফল : কলব্যাক ফাংশনবিহীন

এটায় কোনো কলব্যাক ফাংশন ব্যবহার করা হয়নি । তাই hide effect শেষ হলেই alert box হাজির হবে ।

 

তাহলে কলব্যাক ফাংশনের কাজ বুঝলেন তো? না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি বুঝতে সাহায্য করবো ।