All posts by nipu

test

Huge Sell on Popular Electronics

Test Test

Exciting new post today: 12/22/2018

Huge Sell on Popular Electronics

Vacations

Vacations are the best thing in this life.

Continue reading Exciting new post today: 12/22/2018

মাইএসকিউএল এ পিএইচপি সংযোগ (PHP Connect to MySQL)

Huge Sell on Popular Electronics

মাইএসকিউএল এ পিএইচপি সংযোগ

নয়ন চন্দ্র দত্ত

কি খবর সবার? সবাই ভালতো । আজ আমি অনেক গুরুত্বপুর্ণ একটা বিষয় মাইএসকিউএল এ পিএইচপি সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো । মাইএসকিউএল এ কীভাবে পিএইচপি সংযোগ করতে হয় তা আজ আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক ...।

পিএইচপি 5 এবং পরে্র একটি মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করে কাজ করতে পারেন। যেমন-

  • MySQLi extension ("i" দিয়ে উন্নততর বোঝায়)
  • PDO (পিএইচপি ডাটা অবজেক্টস)

পিএইচপি এর আগের ভার্সনে মাইএসকিউএল এক্সটেনশন ব্যবহার করা হত। যাইহোক, এই এক্সটেনশন 2012 সালে অবাঞ্চিত হয়েছে ।

এখন প্রশ্ন হচ্ছে, আমি কী MySQLi বা PDO ব্যবহার করতে পারব?

যদি আপনার একটি সংক্ষিপ্ত উত্তর প্রয়োজন হয়, তাহলে এটি হতে পারে "আপনি কি পছন্দ করেন" ।

MySQLi এবং PDO তাদের উভয়েরই সুবিধা আছে।

PDO 12টি বিভিন্ন ডাটাবেস সিস্টেম কাজ করে এবং MySQLi শুধুমাত্র মাইএসকিউএল উপাত্ত সঙ্গে কাজ করে।

যদি আপনি অন্য ডাটাবেস ব্যবহার করার জন্য আপনার প্রকল্প switch করতে চান তাহলে PDO প্রক্রিয়াটি সহজ করে তোলে। আপনার শুধুমাত্র সংযোগ স্ট্রিং এবং কয়েকটি queries পরিবর্তন করতে হবে। MySQLi দিয়ে আপনি সম্পূর্ণ কোড পুনর্লিখন করতে হবে - প্রশ্ন অন্তর্ভুক্ত হয়েছে।

উভয় বস্তু ভিত্তিক হয়, কিন্তু MySQLi একটি পদ্ধতিগত API- অফার করে।

প্রস্তুত বিবৃতি এসকিউএল ইনজেকশন থেকে রক্ষা করে এবং তা ওয়েব অ্যাপ্লিকেশন নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

MySQLi এবং PDO সিনট্যাক্স উভয় মাইএসকিউএল এর উদাহরণ

নিম্নলিখিত অধ্যায়গুলির মধ্যে আমরা পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে কাজ করার তিনটি উপায় দেখাবঃ

  • MySQLi (অবজেক্ট ওরিয়েন্টেড)
  • MySQLi (পদ্ধতিগত)
  • PDO

MySQLi ইনস্টলেশন

লিনাক্স এবং উইন্ডোজ জন্য: PHP5 মাইএসকিউএল প্যাকেজ ইনস্টল করা থাকলে অধিকাংশ ক্ষেত্রে MySQLi এক্সটেনশন স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়।

ইনস্টলেশন সংক্রান্ত বিস্তারিত বিবরণ এর জন্য ভিজিট করতে পারেন http://php.net/manual/en/mysqli.installation.php

PDO ইনস্টলেশন

ইনস্টলেশন সংক্রান্ত বিস্তারিত বিবরণ এর জন্য ভিজিট করতে পারেন http://php.net/manual/en/pdo.installation.php

মাইএসকিউএল এ একটি সংযোগ খুলুন

MySQL ডাটাবেসের মধ্যে তথ্য অ্যাক্সেস করার পূর্বে আমাদের সার্ভারের সাথে সংযোগ করতে হবে।

উদাহরণ ( MySQLi অবজেক্ট ওরিয়েন্টেড):


<?php
 $servername = "localhost";
 $username = "username";
 $password = "password";
 
 // Create connection
 $conn = new mysqli($servername, $username, $password);
 
 // Check connection
 if ($conn->connect_error) {
     die("Connection failed: " . $conn->connect_error);
 } 
 echo "Connected successfully";
 ?>

 

*** উপরে অবজেক্ট ওরিয়েন্টেড উদাহরণ দ্রষ্টব্য: $ connect_error পিএইচপি 5.2.9 এবং 5.3.0 পর্যন্ত Broken ছিল.
আপনার পূর্বের 5.2.9 এবং 5.3.0 পিএইচপি সংস্করণের সাথে সামঞ্জস্য নিশ্চিত করা প্রয়োজন হলে, পরিবর্তে নিম্নলিখিত কোড ব্যবহার করুন:


<?php
 $servername = "localhost";
 $username = "username";
 $password = "password";
 
 // Create connection
 $conn = new mysqli($servername, $username, $password);
 
 // Check connection
 if ($conn->connect_error) {
     die("Connection failed: " . $conn->connect_error);
 } 
 echo "Connected successfully";
 ?>

 

উদাহরণ (প্রথাগত MySQLi )


<?php
 $servername = "localhost";
 $username = "username";
 $password = "password";
 
 // Create connection
 $conn = mysqli_connect($servername, $username, $password);
 
 // Check connection
 if (!$conn) {
     die("Connection failed: " . mysqli_connect_error());
 }
 echo "Connected successfully";
 ?>

 

উদাহরণ ( PDO )


<?php
 $servername = "localhost";
 $username = "username";
 $password = "password";
 
 try {
     $conn = new PDO("mysql:host=$servername;dbname=myDB", $username, $password);
     // set the PDO error mode to exception
     $conn->setAttribute(PDO::ATTR_ERRMODE, PDO::ERRMODE_EXCEPTION);
     echo "Connected successfully"; 
     }
 catch(PDOException $e)
     {
     echo "Connection failed: " . $e->getMessage();
     }
 ?>

 

***উপরের PDO উদাহরণে লক্ষ্য করুন আমরা একটি ডাটাবেস নির্দিষ্ট করেছি ( myDB ) । PDO সংযোগ স্থাপনের জন্য একটি কার্যকর ডাটাবেস প্রয়োজন হয়। যদি কোন ডাটাবেস উল্লেখিত না থাকে তবে একটি ব্যতিক্রম নিক্ষিপ্ত হয়।

সংযোগ বন্ধ করুন

সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে যখন স্ক্রিপ্ট শেষ হবে। সংযোগ বন্ধ করার পূর্বে নিম্নলিখিত কাজগুলো অণুসরণ করুনঃ

উদাহরণ (MySQLi অবজেক্ট ওরিয়েন্টেড)


$conn->close();

 

উদাহরণ (প্রথাগত MySQLi)


mysqli_close($conn);

 

উদাহরণ (PDO)


$conn = null;

 

আজকের মত এই পর্যন্ত। আশা করি সবার খুব ভাল লেগেছে । সবাই বেশি বেশি করে প্রাকটিস করবেন । সবাই ভাল থাকবেন আর কোন সমস্যা হলে নিশ্চই কমেন্ট করবেন ।

 

Resources for PMP Certification

Huge Sell on Popular Electronics

পিএমপি সার্টিফিকেট পরীক্ষার জন্য তথ্যঃ
রিদওয়ান বিন শামিম

পিএমপি সার্টিফিকেট পরীক্ষাটি প্রকল্প পরিচালক হওয়ার ক্ষেত্রে খুব ভাল একটি সহায়ক বিশেষ করে কোন ব্যক্তির অভিজ্ঞতার পাশাপাশি খুবই প্রয়োজনীয় হতে পারে যদি সে কোন সফটওয়ার কোম্পানি বা এই জাতীয় কোম্পানির প্রকল্প পরিচালক হতে চায়। কিন্তু এ ক্ষেত্রে শুধু মাত্র প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট হয়ত প্রকল্প পরিচালক হিসেবে সফল হওয়ার পুরোপুরি নিশ্চয়তা দেয় না। তবে এটি নিশ্চিতভাবেই অনেক সাহায্য করে, বিশেষ করে থিওরিগুলো বিভিন্ন সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে থাকে।

SEO Miscellaneous Techniques

Huge Sell on Popular Electronics

এস ই ও করার বিভিন্ন টিপস
স্বর্ণা আখতার

এস ই ও করার ক্ষেত্রে কিছু কিছু টিপস বা পদ্ধতি আছে সেগুলো সাধারণত বিশেষ কোন কাঠামোতে অন্তর্ভুক্ত করা যায় না। তবে সেগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। নিচে এমনই কিছু বিষয়াবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল।

যে বিষয়গুলি মনে রাখা জরুরি,

১. ওয়েবপেজ এ কোন লুকায়িত বিষয়বস্তু রাখবেন না।
২. ইমেজ এর সাথে কিওয়ার্ডস মিল না রেখে বিষয়বস্তু নির্বাচন করবেন না।
৩. মেটা ট্যাগ ঠাসাঠাসি করে নির্বাচন করবেন না।
৪. ব্ল্যাক পদ্ধতি অনুসরণকারী সাইট এর সাথে লিঙ্ক বিনিময় কাজে অংশ নিবেন না।
৫. ভুল কিওয়ার্ডস নির্বাচন করে ভিজিটরদের প্রতারিত করার চেষ্টা করবেন না।
৬. অতিরিক্ত গ্রাফিক্স এর ব্যবহার না করা।
৭. কোন নকল বিষয়বস্তু বা লেখা ওয়েবসাইট প্রকাশ করবেন না। সবসময় অদ্বিতীয় কিছু লেখার চেষ্টা করবেন।
৮. একই সার্চ ইঞ্জিন বারবার আপনার সাইট সাবমিট করার চেষ্টা করবেন না।
৯. বেশি সংখ্যক ডায়নামিক পেজের ব্যবহার হতে বিরত থাকুন।
১০. ওয়েব পেজগুলোকে বেশি সংখ্যক কোড দ্বারা প্রভাবিত করবেন না।

যে কাজগুলো করতে হবে,

১. পেজের লগ তৈরি করুন এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটি পেজ যেন ২০০ এর অধিক শব্দ না থাকে যেটা কিনা গুগল এর সাথে সঙ্গতিপূর্ণ হবে।
২. কিছু সংখ্যক সাইট ম্যাপ তৈরি করুন যেমন, Help, FAQ, About Us, Link to Us, Copyright, Disclaimer, Privacy Policy pages on mandatory basis.

৩. প্রত্যেকটি পেজে হোম পেজ এর লিঙ্ক রাখুন এবং নিশ্চিত করুন যেন ন্যাভিগেশন তা সহজ হয়।
৪. আপনার সাইটে কোন অসম্পূর্ণ লিঙ্ক আছে কিনা সেটা পরিক্ষা করুন। কারন, সেগুলো আপনার ওয়েবসাইট এর রাঙ্ক কমিয়ে দিতে পারে।

Attach in a word document
এস ই ও করার বিভিন্ন টিপস
স্বর্ণা আখতার

এস ই ও করার ক্ষেত্রে কিছু কিছু টিপস বা পদ্ধতি আছে সেগুলো সাধারণত বিশেষ কোন কাঠামোতে অন্তর্ভুক্ত করা যায় না। তবে সেগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। নিচে এমনই কিছু বিষয়াবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল।

যে বিষয়গুলি মনে রাখা জরুরি,

১. ওয়েবপেজ এ কোন লুকায়িত বিষয়বস্তু রাখবেন না।
২. ইমেজ এর সাথে কিওয়ার্ডস মিল না রেখে বিষয়বস্তু নির্বাচন করবেন না।
৩. মেটা ট্যাগ ঠাসাঠাসি করে নির্বাচন করবেন না।
৪. ব্ল্যাক পদ্ধতি অনুসরণকারী সাইট এর সাথে লিঙ্ক বিনিময় কাজে অংশ নিবেন না।
৫. ভুল কিওয়ার্ডস নির্বাচন করে ভিজিটরদের প্রতারিত করার চেষ্টা করবেন না।
৬. অতিরিক্ত গ্রাফিক্স এর ব্যবহার না করা।
৭. কোন নকল বিষয়বস্তু বা লেখা ওয়েবসাইট প্রকাশ করবেন না। সবসময় অদ্বিতীয় কিছু লেখার চেষ্টা করবেন।
৮. একই সার্চ ইঞ্জিন বারবার আপনার সাইট সাবমিট করার চেষ্টা করবেন না।
৯. বেশি সংখ্যক ডায়নামিক পেজের ব্যবহার হতে বিরত থাকুন।
১০. ওয়েব পেজগুলোকে বেশি সংখ্যক কোড দ্বারা প্রভাবিত করবেন না।

যে কাজগুলো করতে হবে,

১. পেজের লগ তৈরি করুন এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটি পেজ যেন ২০০ এর অধিক শব্দ না থাকে যেটা কিনা গুগল এর সাথে সঙ্গতিপূর্ণ হবে।
২. কিছু সংখ্যক সাইট ম্যাপ তৈরি করুন যেমন, Help, FAQ, About Us, Link to Us, Copyright, Disclaimer, Privacy Policy pages on mandatory basis.

৩. প্রত্যেকটি পেজে হোম পেজ এর লিঙ্ক রাখুন এবং নিশ্চিত করুন যেন ন্যাভিগেশন তা সহজ হয়।
৪. আপনার সাইটে কোন অসম্পূর্ণ লিঙ্ক আছে কিনা সেটা পরিক্ষা করুন। কারন, সেগুলো আপনার ওয়েবসাইট এর রাঙ্ক কমিয়ে দিতে পারে।

শিশুর জ্বর হলে করণীয়

Huge Sell on Popular Electronics

শিশুর জ্বর হলে করনীয়

প্রথমেই দেখতে হবে শিশুর শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি কিনা। যদি তাপমাত্রা ১০০ ডিগ্রি বা তার বেশি হয় তবে কুসুম গরম পানিতে ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ পর পর শিশুর গা মুছে দিতে হবে। শিশুর গায়ের কাপড় খুলে তাকে খোলামেলা পরিবেশে রাখতে হবে এবং প্যারাসিটামল খাওয়ানো শুরু করতে হবে। ০-১ বছরের শিশুদের ১/২ চামচ করে দিনে ৩-৪ বার খাওয়াতে হবে, ১-৫ বছ্রের শিশুদের ১-২ চামচ করে ৬ ঘন্টা পর পর খাওয়াতে হবে। এছাড়া শিশুকে তরল খাবার যেমন- ফলের রস, স্যুপ, পানি বেশি করে খাওয়াতে হবে। ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর জ্বর ৪৮ ঘন্টার বেশি হলে অবশ্যি ডাক্তারের কাছে নিতে হবে।