ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২১]:: ASP.NET Web Forms এর Web Server Controls ট্যাগের বর্ণনা

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২১]:: ASP.NET Web Forms এর Web Server Controls ট্যাগের বর্ণনা
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

গত পর্বে আমরা শিখেছিলাম ASP.NET Web Forms এর HTML Server Control ট্যাগের বর্ণনা । আজ আমরা শিখবো ASP.NET Web Forms এর Web Server Controls ট্যাগের বর্ণনা । আপনি রেডি তো ? ;)

Web Server Controls
Web Server Controls হল সার্ভারের বোঝার জন্য স্পেশাল ASP.NET ট্যাগ ।
HTML server controls এর মত Web Server Controls এ ও HTML ইলিমেন্টস গুলো ASP.NET এর ভিতর সাধারণ টেক্সট আকারেই থাকে । এটাকে প্রোগামেবল করার জন্য এতে runat=”server” এলিমেন্ট যোগ করা হয়ে থাকে । এখানে runat=”server” এলিমেন্ট প্রকাশ করে এটা একটা সার্ভার কনট্রোল ।
Web Server Controls তৈরী করার জন্য নিচের মত একটা syntax ব্যবহার করা হয় ।
<asp:control_name id=”some_id” runat=”server” />

Web Server Control ট্যাগের বর্ণনা

AdRotator = ছবিগুলোর ধারাবাহিকতা দেখায় ।
Button = পুশ বাটন দেখায় ।
Calendar = একটি ক্যালেন্ডার দেখায় ।
CalendarDay = একটি দিনের ক্যালেন্ডার কনট্রোল দেখায় ।
CheckBox = একটি চেক বক্স প্রদর্শন করে ।
CheckBoxList = multi-selection check box group তৈরী করে ।
DataGrid = একটি গ্রিডে ডাটার উৎসের ক্ষেত্র দেখায় ।
DataList = টেমপ্লেট ব্যবহার করে ডাটা উৎসের আইটেমগুলোকে দেখায় ।
DropDownList = drop-down list তৈরী করে ।
HyperLink = HyperLink তৈরি করে ।
Image = ছবি প্রদর্শন করে ।
ImageButton = clickable image তৈরি করে ।
Label = প্রোগ্রামাবেল static content দেখায় ।
LinkButton = hyperlink button তৈরি করে ।
ListBox = single- or multi-selection drop-down list তৈরি করে ।
ListItem = লিস্টের ভিতর আইটেম তৈরি করে ।
Literal = প্রোগ্রামাবেল static content দেখায় ।
Panel = অন্যদের কন্ট্রোল করে ।
PlaceHolder = কোড জমা রাখার জন্য জায়গা রেখে দেয় ।
RadioButton = Radio Button তৈরি করে ।
RadioButtonList = Radio Button গ্রুপ তৈরি করে ।
BulletedList = বুলেট ফরমেটে লিস্ট তৈরি করে ।
Repeater = রিপিট লিস্ট তৈরি করে কনট্রোলের জন্য ।
Style = কন্ট্রোলের স্টাইল তৈরি করে ,
Table = টেবিল তৈরি করে ।
TableCell = টেবিলের একক সেল তৈরি করে ।
TableRow = টেবিলের সারি তৈরি করে ।
TextBox = TextBox তৈরি করে ।
Xml = Xml ফাইল দেখায় ।

আপনারা এই ট্যাগ গুলো এবং এদের কাজ মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন । তাহলে আপনাদের কোডিং করতে অনেক সুবিধা হবে ।