ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ১৬]:: ASP.NET Web Forms দিয়ে ডাটাবেজ কানেকশন

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ১৬]:: ASP.NET Web Forms দিয়ে ডাটাবেজ কানেকশন
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

যাক এইবার কন্ট্রোলের হাত থেকে একটু বাঁচলেন । এই পর্বে আমরা ASP.NET Web Forms দিয়ে ডাটাবেজ কানেকশন করা শিখবো । আর ডাটা কানেকশনের জন্য আমরা ADO.NET ব্যবহার করবো ।

ADO.NET কি?
ADO.NET তো ব্যভার করবো তাহলে আসুন আগে জেনে নেই ADO.NET টা কি জিনিস । এটা .NET Framework এর একটা অংশ । ADO.NET ডাটা অ্যাক্সেস হ্যান্ডেলের জন্য অনেকগুলো ক্লাস একসাথে ধারণ করে থাকে । এটা XML এর উপর ভিত্তি করে গঠিত হয় । এর ADO এর মত কোনো রেকর্ডসেট অবজেক্ট নাই ।

ডাটাবেজ কানেকশন তৈরী
আমরা কিন্তু আমাদের উদাহরণের জন্য Northwind database ব্যবহার করবো ।
প্রথমে তাই “System.Data.OleDb” নেমস্পেসকে ইম্পোর্ট করবো । এই নেমস্পেস যেনো আবার Microsoft Access এবং অন্যান্য OLE DB database provider এর সাথে কাজ করে থাকে । Page_Load সাবরুটিনের সাথে আমরা ডাটাবেজের কানেকশন তৈরী করবো । আমরা dbconn variable তৈরী করবো যেন সেটা নতুন OleDbConnection class আকারে ডাটাবেজকে নির্দেশ করে । তারপর ডাটাবেজ কানেকশনটি ওপেন করুন ।

<%@ Import Namespace=”System.Data.OleDb” %>

<script runat=”server”>
sub Page_Load
dim dbconn
dbconn=New OleDbConnection(“Provider=Microsoft.Jet.OLEDB.4.0;
data source=” & server.mappath(“northwind.mdb”))
dbconn.Open()
end sub
</script>

খেয়াল রাখবেন যেন এর ভিতর কোনো লাইনের ব্রেক না হয় ।

ডাটাবেজ কমান্ড তৈরী
নতুন OleDbCommand ক্লাসে dbcomm variable তৈরী করবো যেন OleDbCommand class, SQL queries এর বিরুদ্ধে ডাটাবেজ টেবিল তৈরী করে ।

<%@ Import Namespace=”System.Data.OleDb” %>

<script runat=”server”>
sub Page_Load
dim dbconn,sql,dbcomm
dbconn=New OleDbConnection(“Provider=Microsoft.Jet.OLEDB.4.0;
data source=” & server.mappath(“northwind.mdb”))
dbconn.Open()
sql=”SELECT * FROM customers”
dbcomm=New OleDbCommand(sql,dbconn)
end sub
</script>

ডাটা রিডার তৈরী
আমরা নিচের মত করে ডাটা রিডার তৈরী করতে পারি ।

<%@ Import Namespace=”System.Data.OleDb” %>

<script runat=”server”>
sub Page_Load
dim dbconn,sql,dbcomm,dbread
dbconn=New OleDbConnection(“Provider=Microsoft.Jet.OLEDB.4.0;
data source=” & server.mappath(“northwind.mdb”))
dbconn.Open()
sql=”SELECT * FROM customers”
dbcomm=New OleDbCommand(sql,dbconn)
dbread=dbcomm.ExecuteReader()
end sub
</script>

রিপিটার কনট্রোল দূর করার জন্য বাইন্ডিং
রিপিটার কনট্রোল দূর করার জন্য আমরা ডাটারিডারকে রিপিটার এর সাথে বাইন্ডিং করতে পারি ।

<%@ Import Namespace=”System.Data.OleDb” %>

<script runat=”server”>
sub Page_Load
dim dbconn,sql,dbcomm,dbread
dbconn=New OleDbConnection(“Provider=Microsoft.Jet.OLEDB.4.0;
data source=” & server.mappath(“northwind.mdb”))
dbconn.Open()
sql=”SELECT * FROM customers”
dbcomm=New OleDbCommand(sql,dbconn)
dbread=dbcomm.ExecuteReader()
customers.DataSource=dbread
customers.DataBind()
dbread.Close()
dbconn.Close()
end sub
</script>

<html>
<body>

<form runat=”server”>
<asp:Repeater id=”customers” runat=”server”>

<HeaderTemplate>
<table border=”1″ width=”100%”>
<tr>
<th>Companyname</th>
<th>Contactname</th>
<th>Address</th>
<th>City</th>
</tr>
</HeaderTemplate>

<ItemTemplate>
<tr>
<td><%#Container.DataItem(“companyname”)%></td>
<td><%#Container.DataItem(“contactname”)%></td>
<td><%#Container.DataItem(“address”)%></td>
<td><%#Container.DataItem(“city”)%></td>
</tr>
</ItemTemplate>

<FooterTemplate>
</table>
</FooterTemplate>

</asp:Repeater>
</form>

</body>
</html>

ডাটাবেজ কানেকশন বন্ধ করা
ডাটাবেজ কানেকশন বন্ধ করতে আমরা নিচের মত করে কোড ব্যবহার করতে পারি ।

dbread.Close()
dbconn.Close()

তাহলে তো শিখে গেলেন ডাটাবেজ কানেকশন কিভাবে দিতে হয় আর কিভাবে বন্ধ করতে হয় ।