জেকোয়েরি প্রোপার্টিজ বা জেকোয়েরি এর ধর্ম – jQuery Properties

জেকোয়েরি প্রোপার্টিজ বা জেকোয়েরি এর ধর্ম - jQuery Properties
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

জেকোয়েরি কেমন শিখছেন সবাই? নিশ্চয়ই ভালো । আজ আমি আপনাদের সাথে জেকোয়েরি প্রোপার্টিজ বা জেকোয়েরি এর ধর্ম সম্পর্কে আলোচনা করবো ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ context
বর্ণনাঃ এটা version 1.10 তে আর কাজ করে না । এটা jQuery() তে প্রসঙ্গত বেশি ভাল কাজ করে থাকে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jquery
বর্ণনাঃ জেকোয়েরি এর ভার্সন কত তা এটা থেকে বোঝা যায় ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jQuery.fx.interval
বর্ণনাঃ অ্যানিমেশন এর পরিবর্তনের গতি মিলিসেকেন্ডে পরিবর্তন করে থাকে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jQuery.fx.off
বর্ণনাঃ সকল অ্যানিমেশনকে সচল এবং অচল করতে সাহায্য করে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jQuery.support
বর্ণনাঃ সকল প্রকার ব্রাউজারের ফিচার এবং বাগ ঠিক রেখে এর সকল ধর্ম প্রদর্শন করে থাকে । এটা শুধুমাত্র জেকোয়েরি এর অভ্যন্তরীণ কাজে সাহায্য করে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ length
বর্ণনাঃ জেকোয়েরি এর ভিতর কতটি অবজেক্ট বা উপাদান আছে তার সংখ্যা প্রকাশ করে ।

তাহলে প্রত্যেকটি জেকোয়েরি প্রোপার্টিজ এর কাজ বুঝলেন তো? না বুঝতে পারলে কমেন্ট করতে ভুলবেন না । আমি আমার সাধ্যমত বুঝায় দিতে সর্বাত্মক চেষ্টা করবো ।