কম্পিউটার ভিশনের ব্যাবহারিক প্রয়োগ


কম্পিউটার ভিশন এর ব্যাবহার আমাদের জীবনে সাথে দিনদিন এতটাই মিশে যাচ্ছে যে আমরা নিজেরা এর ব্যাবহারিক প্রয়োগ আলাদা করে আগের মত আর অনুধাবন করি না।
যেমন ধরুন, ফেসবুকে আপনার বন্ধুর ছবির উপরে মাউস নিয়ে গেলে সেখানে ট্যাগ করতে বলে। কই, একই ছবির অন্য কোথাও যেখানে মানুষের ছবি নেই, সেখানে মাউস নিয়ে গেলে ট্যাগ করতে তো বলে না।
ভেবে দেখেছেন কি এটা কি করে করা সম্ভব হল? মানুষের মুখাবয়ব দেখলেই বুঝে ফেলার এই ক্ষমতা সম্ভব হয়েছে Face Detection এর কল্যানে। আর Face Recognition দ্বারা বোঝা সম্ভব এই মুখটা আসলে কার? আপনার বন্ধু জামালের নাকি আপরিচিত কেউ যাকে আগে কখনই দেখেননি ?

এই লেকচারে তেমনি কয়েকটি গুরুত্বপূর্ণ Application নিয়ে আলাপ করা হয়েছে।