এএসপি.নেট এমভিসি – ইন্টারনেট অ্যাপ্লিকেশন . ASP.NET MVC – Internet Application

এএসপি.নেট এমভিসি - ইন্টারনেট অ্যাপ্লিকেশন
Sheikh Mahfuzur Rahman
Bangla word: 180

এএসপি.নেট এমভিসি ( ASP.NET MVC ) সম্পর্কে শিখতে গিয়ে আমরা একটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি করবো।

প্রথম পার্টঃ অ্যাপ্লিকেশনটি তৈরি করা

আমরা যা তৈরি করবো
আমরা এমন একটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি করবো যা একটি ডাটাবেজে সংরক্ষিত তথ্যের adding, editing, deleting এবং listing সাপোর্ট করে।

আমরা যা যা করবো

ভিজ্যুয়াল ওয়েব ডেভলাপার ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য বিভিন্ন টেমপ্লেট অফার করে। আমরা এইচটিএমএল ফাইভ ( HTML5 ) মার্কআপের মাধ্যমে একটি খালি এমভিসি ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি করতে ভিজ্যুয়াল ডেভলাপারকে ( Visual Web Developer ) ব্যবহার করবো।

যখন খালি ইন্টারনেট অ্যাপ্লিকেশনটি তৈরি হবে তখন আমরা ধীরে ধীরে অ্যাপ্লিকেশনটিতে কোড যোগ করবো যতক্ষণ না সেটি সম্পূর্ণভাবে শেষ হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা C# এবং সবচেয়ে নতুন Razor সার্ভার কোড মার্কআপ ব্যবহার করবো।

পুরো টিউটোরিয়ালটি চলার সময়ে আমরা কন্টেন্ট, কোড এবং অ্যাপ্লিকেশনের সবগুলো উপাদান ব্যাখ্যা করবো।

ওয়েব অ্যাপ্লিকেশনটি তৈরি করা

যদি আপনার কম্পিউটারে ভিজ্যুয়াল ওয়েব ডেভলাপার ইন্সটল করা থাকে, সেটি চালু করুন এবং New Project সিলেক্ট করুন। অন্যথায়, শুধু পড়ুন এবং শিখুন।

New Project ডায়ালগ বক্সেঃ
Visual C# টেমপ্লেট ওপেন করুন
ASP.NET MVC 3 Web Application টেমপ্লেটটি সিলেক্ট করুন
প্রজেক্ট এর নাম হিসেবে MvcDemo সেট করুন
ডিস্ক লোকেশন হিসেবে c:\w3schools_demo এর মতো কিছু একটা সেট করুন
OK তে ক্লিক করুন

http://bangla.salearningschool.com/aspnet/pic_mvc_new_project.jpg

যখন New Project ডায়ালগ বক্স ওপেন হয়ঃ
Internet Application টেমপ্লেট সিলেক্ট করুন
Razor Engine সিলেক্ট করুন
HTML5 Markup সিলেক্ট করুন
OK তে ক্লিক করুন

ভিজ্যুয়াল স্টুডিও এক্সপ্রেস ঠিক নিচের মতো একটি প্রজেক্ট তৈরি করবেঃ

http://bangla.salearningschool.com/aspnet/pic_mvc_explorer.jpg

 

এই টিউটোরিয়ালের পরবর্তী অধ্যায়ে আমরা ফাইল এবং ফোল্ডারের উপাদানগুলোকে নিয়ে আলোচনা করবো।