Java: জাভা

জাভা

জাভা একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাগুয়েজ । জাভা প্রোগ্রামটির ডেভেলব করেন জেমস্ গসলিং। জাভা প্রোগ্রাম ল্যাগুয়েজ ১৯৯৫ সালে প্রথম প্রকাশ পায়, যার কাজ শুরু হয়েছিল ১৯৯১ সালে। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাগুয়েজ হিসেবে ব্যবহার হচ্ছে জাভা প্রোগ্রাম। এটি মূলত সেই ধরনের প্রোগ্রাম যা কাজ করে যেকোন জাভা ভারচুয়াল মেশিনে, যা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাগুয়েজ শিল্পের আলোড়ন সৃষ্টি করেছে।শুরুতে জাভা প্রোগ্রামটির ডেভেলব প্রতিষ্ঠানের নাম ছিল মারগেড ইনটু ওরাকাল সিস্টেম এখন সান মাইক্রোসিস্টেম্স নামে পরিচিত।জাভা প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে প্রোগ্রামের ইনিস্টল সমস্যার সমাধান হয়।সুতরাং কম্পিউটার শিল্পের উন্নয়নের জন্য জাভা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাগুয়েজ বিশেষ প্রয়োজনীয়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/java-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be/