পিএইচপি তে ক্যারিয়ার

পিএইচপি তে ক্যারিয়ার

যেসব টুল ও ফ্রেমওয়ার্ক শিখতে হবেঃ
• ফ্রেমওয়ার্কঃ CakePHP
• যেসব IDE (আইডিই) এর সাথে পরিচিত থাকতে হবেঃ
Zend Studio, Aptana, Borland Delphi IDE for PHP, P4A IDE, Eclipse PDT, Dreamweaver।
• আপনি যদি ইতিমধ্যে পিএইচপি কাজের সাথে যুক্ত থাকেন তবে আপনার কাজের সাথে সম্পর্কিত যেকোন একটি IDE (আইডিই) তে মনোনিবেশ করতে পারেন। কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে নতুন হন এবং চাকরি প্রার্থী হন, তবে মোটামুটি সব IDE (আইডিই) সম্পর্কেই কিছু ধারনা থাকতে হবে।
• পিএইচপি ক্যারিয়ারে ভালো করতে হলে আপনাকে HTML, CSS, JavaScript, XHTML ও শিখতে হবে।
• আপনার linux/Apache প্লাটফর্মে ওয়েব হোস্টিং সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে। এছাড়াও জেন্ড অ্যাপ্লিকেশন সার্ভার (Zend Application Server) ও ইন্টারনেট ইনফরমেশন সার্ভার Internet Information Server(IIS) ও শিখতে হবে।
• মাইএসকিউএল (MySQL) ডাটাবেজ পিএইচপি এর সাথে সহজে কাজ করে। তাই, মাইএসকিউএল (MySQL) ডাটাবেজ শিখতে হবে।
• এক্সএমএল ম্যনিপুলেশন (XML manipulation)ও এক্সএমএল অপারেশন (XML operations) ও জানতে হবে।
• কার্ল (Curl) ও পিএইচপি তে ওয়েবসার্ভিস (WebServices in PHP) ও বেশ কাজে লাগবে।
• কি করে ওয়েবসাইট টেষ্ট করতে হয় জানুন। টেষ্টিং শিখাটা বেশ কাজে দিবে।
• এক্সএসএস (XSS) এর মত কনসেপ্টগুলো সম্পর্কে জানুন।
• ষ্ট্রেস টেষ্ট (Stress test) , রিগ্রেশন টেষ্ট (Regression test), ইউনিট টেষ্ট (unit test), ফিচার টেষ্ট (feature test) সম্পর্কে পরিচিত হোন।
• পিএইচপি এপ্লিকেশন ডেপ্লয় করতে শিখুন।
• ভার্সন ম্যনেজমেন্ট সিস্টেম (version management systems) যেমন CVS ও এর সাব ভার্সনগুলো শিখতে হবে।
• ওয়াটার ফল Waterfall,স্পাইরাল Spiral, ইন্টার এক্টিভ স্পাইরাল Iterative Spiral – SDLC সম্পর্কে ধারনা থাকতে হবে।

• প্রোজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা নিন তাতে করে আপনি জানবেন কি করে একটি পিএইচপি প্রোজেক্ট চালাতে হয়।

2.

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1147

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/