এইচটিএমএল প্রতিক (HTML Symbols)

শরিফুল ইসলাম

 

অনেক গানিতিক, প্রযুক্তিগত, মুদ্রার চিহ্ন নরমাল কীবোর্ড এ পাওয়া যায় না। এইচটিএমএল এর entity নাম ব্যবহার করে আমরা এই চিহ্ন গুলো নিয়ে আসতে পারি। যদি কোন entity নাম না থাকে তাহলে আমরা entity নাম্বার ব্যবহার করতে পারি decimal or hexadecimal রেফারেঞ্চ। যদি আমরা এইচটিএমএল পেজ কোন entity নাম বা কোন নাম্বার ব্যবহার করি তাহলে এই character গুলি সঠিক ফরম্যাট এ ডিসপ্লে করবে।

উদাহরণ


 <p>I will display &euro;</p>
 <p>I will display &#8364;</p>
 <p>I will display &#x20AC;</p>

 

 

এর ফলাফল পাওয়া যাবে


I will display €
I will display €
I will display €


 

 

কিছু গানিতিক চিহ্ন যা এইচটিএমএল সাপোর্ট করে

Char নাম্বার Entity বর্ণনা
&#8704; &forall; FOR ALL
&#8706; &part; PARTIAL  DIFFERENTIAL
&#8707; &exist; THERE EXISTS
&#8709; &empty; EMPTY SETS
&#8711; &nabla; NABLA
&#8712; &isin; ELEMENT OF
&#8713; &notin; NOT AN ELEMENT OF
&#8715; &ni; CONTAINS AS MEMBER
&#8719; &prod; N-ARY PRODUCT
&#8721; &sum; N-ARY SUMMATION

 

কিছু গ্রীক লেটার যা এইচটিএমএল সাপোর্ট করে

Char

নাম্বার

Entity

বর্ণনা
Α &#913; &Alpha; গ্রীক ক্যাপিটাল লেটার আলফা
Β &#914; &Beta; গ্রীক ক্যাপিটাল লেটার বিটা
Γ &#915; &Gamma; গ্রীক ক্যাপিটাল লেটার গামা
Δ &#916; &Delta; গ্রীক ক্যাপিটাল লেটার ডেলটা
Ε &#917; &Epsilon; গ্রীক ক্যাপিটাল লেটার EPSILON
Ζ &#918; &Zeta; গ্রীক ক্যাপিটাল লেটার যেটা

 

অন্যান্য আরও অনেক entities যা এইচটিএমএল সাপোর্ট করে

Char

নাম্বার

Entity

বর্ণনা

© &#169; &copy; কপিরাইট চিহ্ন
® &#174; &reg; নিবন্ধন চিহ্ন
&#8364; &euro; EURO চিহ্ন
&#8482; &trade; ট্রেডমার্ক
&#8592; &larr; বামদিকের নির্দেশ
&#8593; &uarr; উপরের নির্দেশ
&#8594; &rarr; ডানদিকের নির্দেশ
&#8595; &darr; নিচের দিকের নির্দেশ
&#9824; &spades; BLACK SPADE SUIT
&#9827; &clubs; BLACK CLUB SUIT
&#9829; &hearts; BLACK HEART SUIT
&#9830; &diams; BLACK DIAMOND SUIT

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/html-symbols/

Leave a Reply