Facebook Chat to Magento 2

Khurshed alam
Written by Khurshed alam
• 1 hour ago for: https://www.youtube.com/watch?v=CoPQ26YcxqU

প্রথমেই ধন্যবাদ ভাই, এত সুন্দর করে বুঝানোর জন্য আমরা নতুনরা খুব সুন্দর করে বুঝতে পারতেছি আপনাকে ‍অনুস্মরণ করে। ১. প্রথমে আমাদের ফেসবুকে পেইজে যেতে হবে, পেইজ না থাকলে তৈরি করে নিতে হবে, তার পর সেটিং যেতে হবে সেটিংসে থেকে মেসেজিং যেতে হবে তারপর গেট স্টার্ট যেতে হবে( 04:১৪ থেকে ০৪:৫৫ পর্যন্ত) ২. এড মেসেঞ্জার টু ইউর ওয়েব সাইট এর গেট স্টার্ট তারপর সেট আপ তার স্ট্যান্ডার্ড ক্লিক তার ডোমেইন ক্লিক করতে হবে (04:52 থেকে 05:১০ পর্যন্ত) ৩. তিন নাম্বার স্টেপ থেকে কপি কোড করতে হবে নেক্সট করতে হবে পেস্ট করে ডান করতে হবে ইচ্ছা করলে কোডগুলো সেভ করে রাখতে পারি, (05:10 থেকে 05:20) ৪. এরপর যেতে এডোবি ইকমার্স বা অনলাইন শপের কন্ট্রোল প্যানেল (এডমিনিস্ট্রাশন সেকশন) ড্যাসবোর্ড ওপেন হওয়ার পরে লগ ইন করে আন্ডার ডেভেলপমেন্ট (কন্টেন্ট ক্লিক করতে হবে) স্পেশালি এমাজন এ বেশি হয় এটা ।পেইজে ক্লিক করে হেডার বা ফুটার এ করা যায় এটা। (05:19 থেকে ০৬:35 পর্যন্ত) ৫.এর জন্য কিছু কাজ করা লাগতে পারে যেমন ব্রাউজারের সেটিংস চেইঞ্জ করা লাগতে পারে, ম্যাজেন্টর ক্লিন করা লাগতে পারে বা ম্যাজেন্টর ক্যাশ ক্লিন করতে হবে এটা এডমিন থেকেও করা যায় কমান্ড লাইন থেকেও করা যায়, যেতে ক্যাশ ম্যানেজমেন্ট এবং সিলেক্ট ক্যাশ টাইপ তারপর রিফ্রেশ করলেই চলে যাওয়ার কথা, ব্রাউজারের ক্যাশ বা গুগলের ক্যাশ দুই জায়গায় ক্লিন করে রাখা ভালো, আর বাকি যেগুলা আছে সেগুলা তেমন এফেক্ট করার কথা তবে জাভা স্ক্রিপ্ট সিএসএস ক্যাশ টা এফেক্ট করতে পারে (07:35 থেকে 09:55 পর্যন্ত) ৬. তবে কাজটি ব্লক বা ফুটারে যে জায়গায় করি না কেন সাথে সাথেই এখানে চলে আসবে না , এখানে কয়েকটা ব্যাপার থাকতে পারে যেমন ম্যাজেন্ট ট্রু বা ফেসবুক ব্যাপার , ম্যাজেন্ট ক্যাশ ক্লিয়ারের ব্যাপার বা ফেসবুক চ্যাটের ব্যাপার , ফেসবুক চ্যাটের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার চ্যাট টা পাবলিশ করা হয়েছে তখন আমরা দেখতে পারবো। (13:20 থেকে 13:54) ৭. ব্লকে এইচটিএমএল আকারে পেস্ট করতে হবে (13:54 থেকে 15:02 পর্যন্ত) ৮. তারপর সেটিংস করতে হবে যেমন প্লাগইনের কোড এখানে রয়েছে কিনা। ৯. যেমন জাভা স্ক্রিপ্টের কোড পপআপ হয় কিনা যে লেআউট দেখাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে না হলে কনিফিউজড হতে হয় এটা আমরা ব্লকে রাখতে পারি (15:03 থেকে 15:42 পর্যন্ত) ১০. ব্লগে যেতে হলে ওয়েব সাইটের কন্টেন্টে ক্লিক করে বাই প্রাইজ কন্ডিশন দেখতে হবে তারপর এডিটে ক্লিক করে এডিট এইচটিএমএল ক্লিক করতে হবে। ( 15:43 থেকে 16:20 পর্যন্ত)

Permanent link to this article: http://bangla.sitestree.com/facebook-chat-to-magento-2/

Leave a Reply