CISCO রাউটার এর সাহায্যে Load Balancing

Author: Jahir
Original article:http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1311&title=Load%20Balancing%20with%20CISCO%20Routers

CISCO রাউটার এর সাহায্যে Load Balancing

প্রথমেই দেখা যাক Load Balancing কী। Load Balancing হচ্ছে একাধিক সিস্টেমের মধ্যে কাজ ভাগ করে দেওয়া। ধরুন আপনার দুটি ট্রাক আছে। প্রত্যেকটি ২ টন করে ভার বহন করতে পারে। এখন আপনি ২.৫ টনের একটি বোঝা, একটি ট্রাকেই তুলে দিতে পারেন। অথবা ২ টি ট্রাকে বোঝা টি ভাগ করে দিতে পারেন। ১ম ব্যাবস্থার তুলনায় ২য় টি নিঃসন্দেহে কম ঝুকিপুর্ন এবং অধিক কার্জকরি।
তেমনি কম্পিউটার সিস্তেমেও অনেক সময় Data/Traffic একটি পথ দিয়ে না পাঠিয়ে একাধিক পথে প্রেরন করলে ডাটা পরিবহন অধিক কার্জকরি হয়। রাউটার এর Load Balancing সিস্টেমের দ্বারা এ কাজটি করা হয়।

CISCO এর সাহায্যে Load Balancing করার জন্য এই রিসর্স গুলোর সাহায্য নিতে পারেন।
১।http://www.routergeek.net/general/how-to-configure-load-balancing-in-a-cisco-router/

২।http://www.cisco.com/en/US/tech/tk365/technologies_configuration_example09186a00800945bf.shtml