ASP.Net ভ্যালিডেশন কন্ট্রোlলের উদাহরণ

ASP.Net ভ্যালিডেশন কন্ট্রোlলের উদাহরণ ঃ

Faruk Hosen

উদাহরনের জন্য নিচের লিঙ্ক থেকে কোড ডাউনলোড করুনঃ http://salearningschool.com/samples/validate.txt

• RequiredFieldValidator : প্রতিটা ফিল্ড পুরন করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে ব্যবহৃত হয়
• CompareValidator : একটা ফিল্ড এর সাথে আরেকটি ফিল্ড এর সাথে তুলনা করতে ব্যবহৃত হয়
• RangeValidator : ডাটা সমূহ একটি নির্দিষ্ট সীমার মধ্যে তুলনা করার জন্য ব্যবহৃত হয়
• RegularExpressionValidator : ডোমেন নাম সিনট্যাক্স , ইমেইল অ্যাড্রেস সিনট্যাক্স এর জন্য ব্যবহৃত হয়
• ValidationSummary : সকল ভেলিডেশন এরর একটি সংক্ষিপ্ত বাক্সে প্রদর্শন এর জন্য ব্যবহৃত হয়
• CompareValidator : আপনার নিজস্ব ভ্যালিডেশন রুল রাইট এবং এর ফলাফল প্রদর্শন এর জন্য ব্যবহৃত হয়

• মনে রাখতে হবেঃ
 আপনি কন্ট্রল প্যানেলের পাশে এরর প্রদর্শন করতে পারেন
 আপনি কন্ট্রল প্যানেলের নিচে এরর প্রদর্শন করতে পারেন
 টেক্সট প্রপারটি হল আউটপুট যা আসে যেখানে ভ্যালিডেশন কন্ট্রল স্থাপন করা হয় সেখান থেকে। এরর ম্যাসেজ রিপোর্ট হয় ভ্যালিডেশন সামারির জন্য।
 আপনি যদি শুধু ভ্যালিডেশন সামারি আউটপুট চান, তবে ভ্যালিডেশন কন্ট্রল এর জন্য Display=”none” ব্যবহার করুণ (সামারিকন্ট্রল নয়)।

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1325