ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২২]:: ASP.NET Web Forms এর Validation Server Controls ট্যাগের বর্ণনা

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২২]:: ASP.NET Web Forms এর Validation Server Controls ট্যাগের বর্ণনা
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

কেমন শিখলেন ASP.NET ? শিখতে শিখতে ASP.NET এর সবই শিখে ফেললাম । আজ আমরা ASP.NET এর শেষ পর্বে পৌছে গেছি । তাই আজ ASP.NET Web Forms এর Validation Server Controls ট্যাগের বর্ণনা শিখলেই ASP.NET এর সবই শেখা হয়ে যাবে ।

Validation Server Controls
Validation Server Control সাধারণত ইনপুট কনট্রোলের ডাটার ভেলিডেশন করার জন্য ব্যবহার করা হয় । যদি ডাটা ভেলিডেশন না হয় তাহলে ব্যবহারকারীরা এরর মেসেজ দেখতে পায় ।

ভেলিডেশন সার্ভার কনট্রোলের জন্য নিচের syntax ব্যবহার করা হয় ।
<asp:control_name id=”some_id” runat=”server” />

Validation Server Control ট্যাগের বর্ণনা

CompareValidator = ইনপুট কনট্রোলের ভেলু নির্ধারণ করে ।
CustomValidator = মেথড লিখতে সাহায্য করে যার সাহায্যে ভেলু প্রবেশ করানো যায় ।
RangeValidator = ব্যবহারকারীরা যে ভেলু প্রবেশ করায় তার মাঝামাঝি দুটো ভেলু হিসেব করে ।
RegularExpressionValidator = যেকোনো ভ্যালু এর সাথে এটা মিলে যাবে তার নিশ্চয়তা প্রদান করা হয় ।
RequiredFieldValidator = ইনপুট কনট্রোলের জন্য একটা জায়গা তৈরি করে ।
ValidationSummary = একটি পেজের সকল validation errors এর রিপোর্ট প্রদর্শন করে ।

আর এর ভিতরেই কিন্তু ASP.NET এর সকল পর্ব শেষ হয়ে গেলো । আমি আমার সাধ্য মত আপনাদের বোঝানোর চেষ্টা করেছি । কতটুকু বুঝতে পারলেন সেটা আপনাদের উপরই নির্ভর করবে । আর আপনাদের শেখার উপরই নির্ভর করবে আমার সকল টিউটোরিয়ালের সার্থকতা । তাই কোথাও না বুঝতে পারলে কমেন্ট করতে ভুলবেন না । দেখা হবে আবার কোনো নতুন ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে । ততদিন এটা প্র্যাকটিস করতে থাকুন । ভাল থাকবেন এবং আমার জন্যও দোয়া করবেন ।