নোড.জেএস । Node.js – ইভেন্ট লুপ (Node.js – Event Loop)

রিদওয়ান বিন শামীম

 

নড জেএস একক থ্রেড এপ্লিকেশন কিন্তু এটি ইভেন্ট ও কলব্যাকের সমন্বয়ের ধারনায় সমর্থন করে। যেহেতু নড জেএসের প্রতিটি এপিআই অসমন্বিত ও একক থ্রেডের, তাই এরা ফাংশন কল ব্যবহার করে সমন্বয় সাধনের জন্য। নড অবজারভার প্যাটার্ন ব্যবহার করে। নড থ্রেড ইভেন্ট লুপ রাখে, যখন কোনও টাস্ক সম্পন্ন হয় এটি সংশ্লিষ্ট ইভেন্টকে বাতিল করে দেয় যা কিনা ইভেন্ট লিসনার ফাংশনকে টাস্ক সম্পাদনের সিগন্যাল পাঠায়।

ইভেন্টভিত্তিক প্রোগ্রামিং

নড জেএস প্রচুর ইভেন্ট ব্যবহার করে আর এজন্যই এজাতীয় অন্যান্য প্রযুক্তির চেয়ে এটি অনেক বেশি দ্রুত। নড এর সার্ভার শুরু করার সাথে সাথে এর চলকও শুরু হয়ে যায়, ফাংশন ঘোষণা করে এবং ইভেন্ট সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করে।

ইভেন্টভিত্তিক এপ্লিকেশনে একটি মেইন লুপ থাকে যা ইভেন্টের সন্ধান করে, পাওয়া গেলে তাকে কলব্যাক ফাংশনের সাথে সমন্বয় করিয়ে দেয়।

Event Driven Programming

ইভেন্টকে কলব্যাকের সমতুল্য মনে হতে পারে, মূলত পার্থক্য হল, অসমন্বিত ফাংশনের ফলাফল ফেরত আসলে কলব্যাক ফাংশন কাজ করে, আর ইভেন্ট অবজারভার প্যাটার্নে কাজ করে। যেসব ফাংশন ইভেন্টকে শোনে তারা অবজারভাররূপে কাজ করে। কোনও ইভেন্ট বাদ পরলে তার লিসনার ফাংশন সম্পাদন শুরু করে।

নড জেএসের অনেকগুলি বিল্ট ইন ইভেন্ট আছে যা events মডিউলের মাধ্যমে পাওয়া যায় এবং EventEmitter ক্লাস ইভেন্ট ও ইভেন্ট লিসনারের মধ্যে সমন্বয় সাধন করে।


// Import events module
 var events = require('events');
 // Create an eventEmitter object
 var eventEmitter = new events.EventEmitter();

 

নিচের সিনট্যাক্স ইভেন্ট ও ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে সমন্বয় সাধন করে,


// Bind event and even handler as follows
 eventEmitter.on('eventName', eventHandler);

 

প্রোগ্রামিঙের মাধ্যমে কোনও ইভেন্ট বাদ দিতে,


// Fire an event
 eventEmitter.emit('eventName');

 

উদাহরণ,
main.js নামের জেএস ফাইল তৈরি করি যাতে নিচের কোড থাকবে,


// Import events module
var events = require('events');
// Create an eventEmitter object
var eventEmitter = new events.EventEmitter();
// Create an event handler as follows
var connectHandler = function connected() {
     console.log('connection succesful.'); 

     // Fire the data_received event 
     eventEmitter.emit('data_received');
}
// Bind the connection event with the handler
eventEmitter.on('connection', connectHandler);
 
// Bind the data_received event with the anonymous function
eventEmitter.on('data_received', function(){
     console.log('data received succesfully.');
});
// Fire the connection event 
eventEmitter.emit('connection');
console.log("Program Ended.");

 

প্রোগ্রামটি রান করিয়ে আউটপুট পাব,


$ mnode main.js

 

এটি যে ফলাফল দেখাবে,


 connection succesful.
 data received succesfully.
 Program Ended.

 

যেভাবে নড এপ্লিকেশন কাজ করেঃ অসমন্বিত ফাংশন শেষ প্যারামিটাররূপে কলব্যাককে গ্রহণ করে, কলব্যাক এররকে প্রথম প্যারামিটাররূপে গ্রহণ করে। পূর্বের উদাহরণের মাধ্যমে আবার দেখা যাক, input.txt নামে একটি ফাইল তৈরি করি, যাতে নিচের কোড থাকবে।


Tutorials Point is giving self learning content
 to teach the world in simple and easy way!!!!!

 

main.js নামের ফাইল তৈরি করি যাতে নিচের কোড থাকবে।


var fs = require("fs");

fs.readFile('input.txt', function (err, data) {
   if (err){
      console.log(err.stack);
      return;
   }
   console.log(data.toString());
});
console.log("Program Ended");

এখানে fs.readFile() অসমন্বিত ফাংশন যার কাজ হল ফাইল পড়া। এক্ষেত্রে ভুল হলে err অবজেক্ট দ্বারা সেটি readFile এর মাধ্যমে কলব্যাক ফাংশনে যাবে।

 Program Ended
 Tutorials Point is giving self learning content
 to teach the world in simple and easy way!!!!!

 

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8-%e0%a5%a4-node-js-%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa/

Leave a Reply