ধূমপায়ীদের মেডিকেলে ভর্তি নয় : স্বাস্থ্যমন্ত্রী No smoker allowed for MBBS admission

২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে চিকিৎসা শিক্ষায় ভর্তি হতে আসা শিক্ষার্থীদেরকে অধূমপায়ীর প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চিকিৎসক হতে চাইবেন, এমন কেউ ধূমপান করেন, এটা কখনোই ভাবা যায় না- এমনটিই বললেন মন্ত্রী।

রবিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ধূমপানবিরোধী আন্দোলনকারী সংগঠনের নেতারা। তখন মন্ত্রী এসব কথা বলেন।এ ঘোষণার ফলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সাধুবাদ জানিয়েছে ধূমপানবিরোধী আন্দোলনকারী বেশ কয়েকটি সংগঠন।

এ সময় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, নাটাবের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন আহম্মেদ,বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্যবৃন্দ,অ্যাকশন এইড ইন ডেভেলপমেন্ট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের প্রতিনিধিরা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমপানকে নিরুৎসাহিত করতে এধরণের উদ্যোগ অনেক তরুণ জীবনকে তামাক ও মাদকের ছোবল থেকে রক্ষা করবে, সেই সাথে সুন্দর জীবনের প্রতি আমাদের তারুণ্যকে উজ্জীবিত করবে, এটিই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/

Leave a Reply