জেকোয়েরি মোবাইলের পরিচয় ।

জেকোয়েরি মোবাইলের পরিচয় ।
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

জেকোয়েরি মোবাইল হলো একটি ওয়েব ফ্রেমওয়ার্ক যা মোবাইল ওয়েব-অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা হয় ।

জেকোয়েরি মোবাইল শেখার আগে যা জানা অত্যাবশ্যক
জেকোয়েরি মোবাইল শেখার আগে আপনাকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস এবং জেকোয়েরি সম্পর্কে ব্যাসিক জ্ঞান থাকতে হবে ।
এ জন্য আমাদের আগের টিউটোরিয়াল গুলো অবশ্যই শিখে নিতে হবে ।

জেকোয়েরি মোবাইল কি?
জেকোয়েরি মোবাইল হলো একটি টাচ সাপোর্টেড ওয়েব ফ্রেমওয়ার্ক যা মোবাইল ওয়েব-অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা হয় । জেকোয়েরি মোবাইল সকল প্রকার জনপ্রিয় স্মার্টফোন এবং ট্যাবলেট গুলোতে সাপোর্ট করে । এর ভিতর আইওএস, এন্ড্রোয়েড, ব্লাকবেরি, বাদা, ইউন্ডোজ ফোন, পাম ওয়েব ওস, সিম্বিয়ান, মিগো উল্লেখযোগ্য ।
জেকোয়েরি মোবাইল জেকোয়েরি লাইব্রেরি এর সবার উপরে থাকে । আপনি যদি জেকোয়েরি শিখে থাকেন তাহলে আপনার এটা শিখতে অনেক সহজ হবে । এটা এইচটিএমএল ৫, সিএসএস ৩ এবং অ্যাজাক্স ব্যবহার করে খুব অল্প পরিমান স্ক্রিপ্ট ব্যবহার করে কাজ করে ।

জেকোয়েরি মোবাইল কেনো ব্যবহার করবো ?
জেকোয়েরি মোবাইল হলো অল্প লেখা কিন্তু কাজ বেশি । মানে এটা কথা বলার চেয়ে কাজে দেখাতে বেশি ভালবাসে । এটা স্বয়ংক্রিয়ভাবে ওয়েব পেজ আকর্ষণীয়ভাবে তৈরি করে । এটা ব্যবহার খুবই সহজ । এটা সকল মোবাইল ডিভাইসে একই ভাবে কাজ করে ।

সকল মোবাইল ডিভাইস বা ওএস এ অ্যাপ্লিকেশন লিখতে যা ব্যবহার করেঃ
১। এড্রোয়েড এবং ব্লাকবেরি জাভা তে লেখা হয় ।
২। আইওএস Objective C তে লেখা হয় ।
৩। উইন্ডোজ ফোনে C# এবং .net প্রভৃতি ব্যবহার করা হয় ।

জেকোয়েরি মোবাইল এই সমস্যা দূর করতে এইচটিএমএল, সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে যা সকল মোবাইল ওয়েব ব্রাউজারের জন্য যথেষ্ট ।

পড়াতে নতুন অভিজ্ঞতা
জেকয়েরি মোবাইল সকল মোবাইল ডিভাইসে খুব ভালভাবে সাপোর্ট করে । তাই আপনি সকল সাইটের সবকিছু পড়তে গিয়ে পাবেন এক নতুন অভিজ্ঞতা । কিন্তু ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে জেকোয়েরি মোবাইল এর কিছু সামঞ্জস্য সমস্যা দেখা দেয় ।

তাহলে আজ জেকোয়েরি মোবাইল এর ধারণা নিলেন । পরের পোস্টে আরো বিস্তারিত নিয়ে হাজির হবো ।