জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল JavaScript Tutorial

জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল JavaScript Tutorial

  • জাভাস্ক্রিপ্ট হচ্ছে এইচটিএমএল ও ওয়েব এর একটি প্রোগ্রামিং ভাষা।
  • প্রোগ্রামিং ভাষা আপনি কম্পিউটারকে যেভাবে কাজ করাতে চান সেভাবে কাজ করায়।
  • জাভাস্ক্রিপ্ট শেখা সহজ।
  • এই টউটোরিয়ালটি আপনাকে প্রাথমিক থেকে উচ্চতর জাভাস্ক্রিপ্ট শেখাবে।

 

প্রতি অধ্যায় এ উদাহরণ

প্রতি অধ্যায় এ উদাহরণ সন্নিবেশিত করা হয়েছে।

যেমন:


<!DOCTYPE html>
<html>
<body>
<h1>My First JavaScript</h1>
<button type="button"
onclick="document.getElementById('demo').innerHTML = Date()">
Click me to display Date and Time.</button>
<p id="demo"></p>
</body>
</html>

ফলাফল


My First JavaScript


 

উদাহরণ এর সাহায্যে শেখা

উদাহরণ 1000 শব্দ দ্বারা বর্ণনা করা থেকেও ভাল। শেখার জন্য অনেক ক্ষেত্রে উদাহরণ ব্যাখ্যা দেখে শেখার চেয়েও সহজতর।

নোট: আপনি যদি সকল উদাহরণ ব্যবহার করে দেখেন, তাহলে আপনি খুব অল্প সময়ে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে প্রচুর জানতে পারবেন।

 

জাভাস্ক্রিপ্ট কেন শিখবেন?

জাভাস্ক্রিপ্ট হচ্ছে তিনটি ল্যাংগুয়েজ এর মধ্যে একটি যা প্রত্যেক ওয়েব ডেভেলপারকে অবশ্যই শিখতে হয়:

  1. HTML ওয়েব পেজ উপাদানগুলো সন্নিবেশিত করতে
  2. CSS ওয়েব পেজ এর বিন্যাস/সাজসজ্জা নির্দিষ্ট করতে
  3. JavaScript ওয়েব পেজ এর আচরণ প্রোগ্রামিং এর সাহায্যে নিয়ন্ত্রণ করতে

এই টিউটোরিয়ালটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে এইচটিএমএল এবং সিএসএস এর সাথে কাজ করে সে সম্পর্কে।

 

শেখার গতি

  • এই টউটোরিয়ার এ শেখার গতি আপনার পছন্দের উপর নির্ভর করে।
  • সবকিছুই আপনার উপর।
  • আপনি যদি কোন কিছু পুরোপুরি বুঝতে না পারেন তাহলে আপনি বিরতি নিতে পারেন বা পু্ণরায় পড়তে পারেন।
  • সবসময়ই নিশ্চিত হয়ে নিন যে আপনি উদাহরণগুলো বুঝতে পেরেছেন।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/

Leave a Reply