ইউনিক্সঃ সেল ডিসিশন মেকিং (Unix – Shell Decision Making)

রিদওয়ান বিন শামীম

 

সেল স্ক্রিপ্ট লেখার সময় দুটি প্রদত্ত পাথ থেকে একটি বেছে নেয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য কন্ডিশনাল স্টেটমেন্টের সাহায্য নেয়া যেতে পারে।

ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিতে পারে ইউনিক্স সেল এমন কন্ডিশনাল স্টেটমেন্টের সাহায্য নেয়, এখানে আমরা দুই ধরণের ডিসিশন মেকিং স্টেটমেন্ট বিষয়ে আলোচনা করব।

  • if...else স্টেটমেন্ট
  • case...esac স্টেটমেন্ট

 

if...else স্টেটমেন্ট

এক সেট প্রদত্ত অপশন থেকে একটি নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়। ইউনিক্স সেল if...else স্টেটমেন্টের যে ফর্মগুলো সমর্থন করে তা হল,

  • ..fi statement
  • ..else...fi statement
  • ..elif...else...fi statement

মাল্টিওয়ে ব্রাঞ্চের জন্য মাল্টিপল if...elif স্টেটমেন্ট প্রয়োগ করা সম্ভব হয়, যদিও এটি সবসময় ফলপ্রসূ নয় কারণ ব্রাঞ্চগুলো একক চলকের উপর নির্ভরশীল থাকতে পারে। এসব ক্ষেত্রে ইউনিক্স সেল case...esac স্টেটমেন্ট সমর্থন করে। এটি কেবলমাত্র এক প্রকরণের হয়ে থাকে,

  • case...esac statement

ইউনিক্স সেল case...esac স্টেটমেন্ট অন্যান্য প্রোগ্রামিং ভাষা যেমন সি বা সি প্লাস প্লাস বা পিইআরএলের switch...case এর সদৃশ।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply