ইউনিক্স বেসিক ইউটিলিটিঃ প্রিন্টিং, ইমেইল (Unix Basic Utility, Printing, Email)

রিদওয়ান বিন শামীম

ইউনিক্স অপারেটিং সিস্টেম ও এর বেসিক কম্যান্ড সম্পর্কে আপনাদের নিশ্চয়ই কিছু ধারণা হয়েছে, এই টিউটোরিয়ালে এর এমন কিছু বেসিক ইউটিলিটি নিয়ে কাজ করা হবে যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে।

ফাইল প্রিন্ট করা

ইউনিক্স সিস্টেমে ফাইল প্রিন্ট করার আগে আমরা মার্জিন, কোনও লাইন হাইলাইট করার থাকলে তা করা ইত্যাদি সমন্বয় করে রিফর্ম করে নিব। বেশিরভাগ ফাইল কোনও রিফরমিং ছাড়াই প্রিন্টআউট করা সম্ভব তবে তা দেখতে অতটা সুন্দর নাও হতে পারে।

ইউনিক্সের অনেক ভার্সন nroff এবং troff দুটি শক্তিশালী টেক্সট ফরম্যাটার ব্যবহার করতে দেয়, আমরা এখানে এগুলো সম্পর্কে আলোচনা না করলেও ইন্টারনেটে এদের নিয়ে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, সেগুলো অনেক হেল্পফুলএসব ইউটিলিটির জন্য।

pr কম্যান্ড

pr কম্যান্ড টার্মিনাল স্ক্রিন বা প্রিন্টারের জন্য ছোটখাটো ফরম্যাটিং করে থাকে, যেমন যদি কোনও ফাইলে নামের লম্বা লিস্ট থেকে থাকে তাহলে আমরা স্ক্রিনে সেগুলোকে দুই বা ততোধিক কলামে ভাগ করে দিতে পারি।
pr কম্যান্ডের সিনট্যাক্স নিচে দেয়া হল,


pr option(s) filename(s)


pr কম্যান্ড স্ক্রিনে বা প্রিন্টেড কপিতে পরিবর্তন ও ফরম্যাটিং করে থাকে, এটি মূল ফাইলে কোনও পরিবর্তন সাধন করে না।
কিছু pr কম্যান্ড অপশন নিচের ছকে দেখানো হল।

অপশন বর্ণনা
-k আউটপুটে k কলাম গঠন করে
-d আউটপুটে ডবল স্পেস(সবpr ভার্সনে নয়)
-h "header" পরবর্তী আইটেমকে রিপোর্টার হিডার হিসেবে নেয়
-t টপ ও বটম মার্জিন ও হিডার বাদ দেয়
-l PAGE_LENGTH পেজলেন্থ নির্ধারণ করে PAGE_LENGTH (66) lines. টেক্সটের ডিফল্ট লাইন নাম্বার ৫৬
-o MARGIN মার্জিন স্পেস দ্বারা প্রতি লাইনকে অফসেট করানো।
-w PAGE_WIDTH পেজের উইডথ নির্ধারণ করে PAGE_WIDTH (72) characters মাল্টিপল টেক্সট কলাম আউটপুটের জন্য

উদাহরণস্বরূপ, food নামের একটি স্যাম্পল ফাইলের জন্য,


 $cat food
 Sweet Tooth
 Bangkok Wok
 Mandalay
 Afghani Cuisine
 Isle of Java
 Big Apple Deli
 Sushi and Sashimi
 Tio Pepe's Peppers
 ........
 $

Restaurants হিডারে pr কম্যান্ড ব্যবহার করে দুই কলামে রিপোর্ট লিখলে,


$pr -2 -h "Restaurants" food
Nov  7  9:58 1997  Restaurants   Page 1

Sweet Tooth              Isle of Java
Bangkok Wok              Big Apple Deli
Mandalay                 Sushi and Sashimi
Afghani Cuisine          Tio Pepe's Peppers
........
$


 

lp বা lpr কমান্ড

lp বা lpr কমান্ড কোনও ফাইল স্ক্রিনের পরিবর্তে কাগজে প্রিন্টের জন্য ব্যবহৃত হয়। ডিফল্ট প্রিন্টারে কোনও নির্দিষ্ট ফাইল প্রিন্ট করার জন্য lp বা lpr কমান্ড ব্যবহার করতে হয় যেমন food নামের স্যাম্পল ফাইলের জন্য


$lp food
request id is laserp-525 (1 file)
$


lpstat ও lpq কম্যান্ড

lpstat কম্যান্ড নির্দেশ করে প্রিন্টারে কোন কোন ডাটা সারিবদ্ধ আছে যেমন রিকুয়েস্ট আইডি, ওউনার, ফাইল সাইজ এসব। নিজের আউটপুট রিকোয়েস্ট ছাড়া অন্য সব রিকোয়েস্ট দেখতে lpstat –o কম্যান্ড ব্যবহার করা যায়।


$lpstat -o
laserp-573 john  128865 Nov 7 11:27 on laserp
laserp-574 grace  82744 Nov 7 11:28
laserp-575 john   23347 Nov 7 11:35
$


lpq, lpstat –o থেকে একটু ভিন্ন ধরণের তথ্য দেয়,


$lpq
laserp is ready and printing
Rank   Owner      Job Files                 Total Size
active john       573 report.ps             128865 bytes
1st    grace      574 ch03.ps ch04.ps       82744 bytes
2nd    john       575 standard input        23347 bytes
$


এখানে প্রথম লাইন প্রিন্টার স্ট্যাটাস বুঝায়, প্রিন্টার অকেজো বা কাগজ না থাকলে প্রথম লাইনে অন্য ম্যাসেজ আসবে।

cancel ও lprm কম্যান্ড

cancel কম্যান্ড lp কম্যান্ড থেকে প্রিন্টিং রিকোয়েস্ট বাদ দেয়, lprm lpr রিকোয়েস্ট বাদ দেয়।


$cancel laserp-575
 request "laserp-575" cancelled
 $

প্রিন্ট হচ্ছে এমন রিকোয়েস্ট বাতিল করতে শুধু নিচের কোড প্রবেশ করাতে হবে,


$cancel laserp
 request "laserp-573" cancelled
 $

Lprm কম্যান্ড চলমান রিকোয়েস্ট বাতিলের জন্য প্রয়োগ করা হয়,


$lprm 575
 dfA575diamond dequeued
 cfA575diamond dequeued
 $

 

 

ইমেইল প্রেরণ

ইমেইল প্রেরণের সিনট্যাক্স হল,


$mail [-s subject] [-c cc-addr] [-b bcc-addr] to-addr

মেইল কম্যান্ডের গুরুত্বপূর্ণ অপশনগুলো হল,

অপশন বর্ণনা
-s কম্যান্ড লাইনে বিষয় নির্ধারণ
-c ইউজার লিস্ট কার্বন কপি করা। কমা দ্বারা আলাদা করা তালিকা হতে হবে
-b লিস্টে ব্লাইন্ড কার্বন কপি প্রেরণ করা। কমা দ্বারা আলাদা করা তালিকা হতে হবে

যেমন, admin@yahoo.com তে টেস্ট ম্যাসেজ পাঠাতে কোড,


$mail -s "Test Message" admin@yahoo.com

লাইনের শুরুতে "control-D" ব্যবহার করে ম্যাসেজ লিখতে হবে, এটি বন্ধ করতে শুধু dot (.) নিচের মত করে লিখতে হবে,


Hi,
This is a test
.
Cc:

নিচের কোড ব্যবহার করে সম্পূর্ণ ফাইল প্রেরণ করা যায়,


$mail -s "Report 05/06/07" admin@yahoo.com < demo.txt

ইনকামিং মেইল চেক করতে ইউনিক্স সিস্টেমে নিচের কোড ব্যবহার করতে হয়,


 $mail
 no email

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%83/

Leave a Reply